রবিবার, ১৭ জুন, ২০১৮
Comment
জীবনে তোমাকে আপন না করতে পারলেও,
তোমার দেওয়া স্মৃতি, তোমার দেওয়া কষ্ট,
😢
তোমার দেয়া ব্যাথাকে আপন করে নিয়েছি।
জানো তেমন কিছুর পরিবর্তন ঘটেনি আমার জীবনে,
আগে তোমাকে পাওয়ার আনন্দে মনটা
সবসময় তোমার কাছে পরে থাকতো।
😯
আর এখন তোমাকে না পাওয়ার বেধনা,
বুকে নিয়ে সারাটাদিন ছটফট ছটফট করে.
😢
তোমার দেওয়া স্মৃতি, তোমার দেওয়া কষ্ট,
তোমার দেয়া ব্যাথাকে আপন করে নিয়েছি।
জানো তেমন কিছুর পরিবর্তন ঘটেনি আমার জীবনে,
আগে তোমাকে পাওয়ার আনন্দে মনটা
সবসময় তোমার কাছে পরে থাকতো।
আর এখন তোমাকে না পাওয়ার বেধনা,
বুকে নিয়ে সারাটাদিন ছটফট ছটফট করে.

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " "
একটি মন্তব্য পোস্ট করুন