আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

এপ্রিল মাসের দিবস সমূহ

এপ্রিল মাসের দিবস সমূহ


এপ্রিল মাসের নামকরণের ইতিহাস
ল্যাটিন শব্দ ‘এপ্রিল’ এর মানে ‘দ্বিতীয়’ কারণ সেই সময়ের রোমান ক্যালেন্ডারে এপ্রিল ছিল দ্বিতীয় মাস। অন্য ইতিহাস বলছে, ল্যাটিন শব্দ ‘এপেরিরে’ থেকে এপ্রিল মাসের নামকরণ হয়েছে। আবার অনেকে বলেন, গ্রিক দেবী ‘এফ্রোডাইট’ থেকে এই মাসের নামকরণ হয়েছে।

খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের চতুর্থ মাস হল এপ্রিল মাস। ৩০ দিনে এপ্রিল মাস হয়ে থাকে। মার্চ মাস শেষ হলে শুরু হয় এপ্রিল মাস,আর এপ্রিল মাসের পরে আসে মে মাস।

বাংলাদেশের দিবস সমূহ
জাতীয় প্রতিবন্ধী দিবস : ২ এপ্রিল

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ : ১৪ এপ্রিল

বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বর্ষশুরু দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে।

মুজিবনগর দিবস* : ১৭ এপ্রিল
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে কুষ্টিয়া জেলার (বর্তমান মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলায়তৎকালীন পূর্ব পাকিস্তানের বিপ্লবী সরকার শপথ গ্রহণ করেছিলো।

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস : ২৮ এপ্রিল

বৈশ্বিক দিবস সমূহ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস: ২ এপ্রিল
বিশ্বব্যাপী অটিজম বা মানব-প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা তৈরিতে ২০০৮ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব শিশু বই দিবস : ২ এপ্রিল

বিশ্ব মাইন বিরোধী দিবস : ৪ এপ্রিল

বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল

বিশ্ব কণ্ঠ দিবস: ১৬ এপ্রিল
২০০২ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব হিমোফেলিয়া দিবস : ১৭ এপ্রিল

বিশ্ব ধরিত্রী দিবস: ২২ এপ্রিল
২০০৯ খ্রিস্টাব্দে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মরোলেস-এর প্রস্তাবে এ দিনটিকে বিশ্ব ধরিত্রি দিবস হিসেবে পালনের ব্যাপারে জাতিসংঘ অনুমোদন দেয়।

বিশ্ব পুস্তক দিবস বা বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ত্ব দিবস: ২৩ এপ্রিল

বিশ্ব ভেটেরিনারি দিবস: ২৪ এপ্রিল

বিশ্ব ম্যালেরিয়া দিবস : ২৫ এপ্রিল

বিশ্ব মেধাসম্পদ দিবস: ২৬ এপ্রিল

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস : ২৬ এপ্রিল

বিশ্ব নকশা দিবস : ২৭ এপ্রিল

বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস: ২৮ এপ্রিল


আন্তর্জাতিক দিবস সমূহ
আন্তর্জাতিক নৃত্য দিবস : ২৯ এপ্রিল


পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "এপ্রিল মাসের দিবস সমূহ"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel