চট্টগ্রাম জেলা
শুক্রবার, ১৭ মে, ২০১৯
Comment
চট্টগ্রাম জেলা
চট্টগ্রাম জেলা(মোট আয়তন)☞☞৫২৮৩ কিমি২ (২০৪০ বর্গমাইল)।
চট্টগ্রাম জেলা(নামকরণ)☞☞চট্টগ্রামের প্রায় ৪৮ টি নামের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে রম্যভূমি, চাটিগাঁ, চাতগাও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য আছে, পন্ডিত বার্নোলির মতে, আরবি 'শ্যাত (খন্ড) অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মতে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিলেন বার জন আউলিয়া। তাঁরা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'চাটি' অর্থ বাতি বা চেরাগ ্এবং গাঁও অর্থ গ্রাম। এ থেকে নাম হয় ''চাটিগাঁও"। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে, এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। ১৬৬৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মোঘল সম্রাজের অংশ হয়। আরাকানদের পরাজিত করে মোঘল এর নাম রাখেন ইসলামাবাদ। ১৭৬০ খ্রিস্টাব্দে মীর কাশিম আলী খান ইসলামাবাদকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করেন। পরে কোম্পানি এর নাম রাখেন চিটাগাং।
চট্টগ্রাম জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। তিন পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভূক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়।
চট্টগ্রাম জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে খাগড়ছড়ি ও রাঙ্গামাটি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলা, পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর।
চট্টগ্রাম জেলা(মৌজা )☞☞সর্বমোট ৯৮৫টি মৌজা।
চট্টগ্রাম জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ১৫টি পৌরসভা☞ চন্দনাইশ,দোহাজারী,নাজিরহাট,পটিয়া,ফটিকছড়ি, বারৈয়ারহাট,বাঁশখালী,বোয়ালখালী,মীরসরাই,রাউজান,রাঙ্গুনিয়া,সন্দ্বীপ,সাতকানিয়া,সীতাকুণ্ড,হাটহাজারী।
চট্টগ্রাম জেলা(মেট্রোপলিটন থানা)☞☞সর্বমোট ১১৬টি মেট্রোপলিটন থানা☞আকবর শাহ,ইপিজেড,কর্ণফুলি,কোতোয়ালী,খুলশী,চকবাজার,চান্দগাঁও,ডবলমুরিং,পতেঙ্গা,পাহাড়তলী,পাঁচলাইশ,বন্দর,বাকলিয়া,বায়েজিদ বোস্তামী,সদরঘাট,হালিশহর ।
চট্টগ্রাম জেলা(সিটি কর্পোরেশন)☞☞সর্বমোট ০১টি সিটি কর্পোরেশন।
চট্টগ্রাম জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট ১৪টি ওয়ার্ড।
চট্টগ্রাম জেলা(মহল্লা )☞☞সর্বমোট ২০৭টি মহল্লা।
চট্টগ্রাম জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ১৯৪টি ইউনিয়ন।
চট্টগ্রাম জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১৩১০টি গ্রাম।
চট্টগ্রাম জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ১৫টি উপজেলা☞আনোয়ারা,কর্ণফুলি,চন্দনাইশ,পটিয়া,ফটিকছড়ি, বাঁশখালী, বোয়ালখালী,মীরসরাই,রাউজান,রাঙ্গুনিয়া,লোহাগাড়া,সন্দ্বীপ,সাতকানিয়া,সীতাকুণ্ড,হাটহাজারী।
চট্টগ্রাম জেলা(থানা)☞☞ সর্বমোট ১৬টি থানা☞আনোয়ারা,চন্দনাইশ,জোরারগঞ্জ,পটিয়া,ফটিকছড়ি,বাঁশখালী, বোয়ালখালী,ভূজপুর,মীরসরাই,রাউজান,রাঙ্গুনিয়া,লোহাগাড়া,সন্দ্বীপ,সাতকানিয়া,সীতাকুণ্ড,হাটহাজারী।
চট্টগ্রাম জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকা হতে চট্টগ্রাম এবং চট্টগ্রাম হতে ঢাকার মাঝে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। তার মধ্যে তূর্ণা নিশিতা, পাহাড়িকা, মহানগর গোধূলী, মহানগর প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল অন্যতম। এছাড়া দেশের অন্যান্য জেলা শহরের সাথেও চট্টগ্রামের রেল যোগযোগ রয়েছে।
চট্টগ্রাম জেলা(আকাশ পথ)☞☞চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এখানে কলকাতা, কুয়ালালামপুর, দুবাই, ব্যাংকক, মাস্কাট, আবুধাবি, শারজাহ এবং কুয়েত থেকে আসার ব্যবস্থা রয়েছে। অন্তর্দেশীয় সেবার মধ্যে ঢাকার সঙ্গে বিভিন্ন দৈনিক ফ্লাইট অন্তর্ভুক্ত।
চট্টগ্রাম জেলা(সড়কপথ)☞☞ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, হানিফ এন্টারপ্রাইজসহ অনেক এসি/নন-এসি বাস যাতায়াত করে থাকে।
চট্টগ্রাম জেলা(নদনদী)☞☞চট্টগ্রাম জেলার প্রধান নদীর মধ্যে কর্ণফুলি নদী, হালদা নদী, সাঙ্গু নদী এবং মুহুরী নদী উল্লেখযোগ্য।
চট্টগ্রাম জেলা(ভাষা ও সংস্কৃতি)☞☞
বাংলাদেশের অন্যান্য জেলার মত চট্টগ্রাম জেলার জাতীয় ভাষা 'বাংলা' হলেও এ জেলার একটি নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে, যেটি 'চাঁটগাঁইয়া ভাষা' নামে পরিচিত। এ ভাষার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। চট্টগ্রাম জেলার অধিকাংশ লোক এ ভাষায় কথা বলে।
চট্টগ্রাম জেলা নানান লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। মুসলমান সম্প্রদায়ের মেজবান এ জেলার একটি ঐতিহ্য। এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানগুলো যথাযোগ্য মর্যাদা আর আনুষ্ঠানিকতায় পালন করে থাকে। এছাড়া আদিবাসী সম্প্রদায়ের নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব, বিয়ে, চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ, হালখাতা, পূণ্যাহ, নবান্ন, পৌষ পার্বন, অন্ন প্রাশন উপলক্ষে এ জেলার জনগোষ্ঠী লোকজ অনুষ্ঠান পালন করে।
চট্টগ্রাম জেলা(প্রাকৃতিক সম্পদ)☞☞
জেলার একমাত্র গ্যাস ফিল্ড সাঙ্গু ১৯৯৪ সালে আবিস্কৃত হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের সাথে কেয়ার্ন এনার্জির এই গ্যাস ফিল্ড নিয়ে চুক্তি সম্পাদিত হয়। ১৯৯৮ সালের এপ্রিল মাস থেকে এ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।
জেলার একমাত্র গ্যাস ফিল্ড সাঙ্গু ১৯৯৪ সালে আবিস্কৃত হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের সাথে কেয়ার্ন এনার্জির এই গ্যাস ফিল্ড নিয়ে চুক্তি সম্পাদিত হয়। ১৯৯৮ সালের এপ্রিল মাস থেকে এ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।
চট্টগ্রাম জেলা(বিখ্যাত খাবার)☞☞ মেজবান,শুটকি।
চট্টগ্রাম জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
অনিলকুমার রক্ষিত –– সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য।
অন্বিকা চক্রবর্তী –– সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য।
অন্নদাচরণ খাস্তগীর –– চিকিৎসক, সমাজসংস্কারক ও গবেষণামূলক প্রবন্ধকার।
অপূর্ব সেন ভোলা –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব;
অর্ধেন্দু দস্তিদার –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
আইয়ুব বাচ্চু –– সংগীত শিল্পী।
আকরাম খান –– ক্রিকেটার।
আবদুল বারী চৌধুরী –– ব্যবসায়ী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা।
আহমেদ হোসেন –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ––রাজনীতিবিদ।
ইমন সাহা –– সংগীত পরিচালক।
এম হারুন-অর-রশিদ –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
কবির আহম্মদ –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
কুমার বিশ্বজিৎ –– সংগীত শিল্পী।
জামাল নজরুল ইসলাম –– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌত গবেষক ও বিজ্ঞানী।
তপন চৌধুরী –– সংগীত শিল্পী।
তাজুল ইসলাম –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
তামিম ইকবাল –– ক্রিকেটার।
নির্মলকুমার সেন –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
নভেরা আহমেদ –– একুশে পদকপ্রাপ্ত ভাস্কর।
নুরুল ইসলাম –– জাতীয় অধ্যাপক, চিকিৎসক।
আদিল হোসেন নোবেল –– মডেল।
পার্থ বড়ুয়া –– সংগীত শিল্পী।
পূর্ণিমা –– চলচ্চিত্র অভিনেত্রী।
প্রীতিলতা ওয়াদ্দেদার –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
ফজলুল কাদের চৌধুরী –– রাজনীতিবিদ।
ফণি বড়ুয়া –– সংগীত শিল্পী, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি গানের শিল্পী।
বিশুদ্ধনন্দ মহাথের –– সমাজ কর্মী, একুশে পদকপ্রাপ্ত।
বেলায়েত হোসেন –– বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মুহাম্মদ ইউনূস –– শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।
মোজাম্মেল হক –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মোহাম্মেদ দিদারুল আলম –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মোহাম্মদ নূরুল হক –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
রবি চৌধুরী –– সংগীত শিল্পী।
রমেশ শীল –– বাংলা কবিগানের অন্যতম রূপকার।
লোকনাথ বল –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
শাবানা –– চলচ্চিত্র অভিনেত্রী।
শুভ রায় –– বিজ্ঞানী এবং কৃত্রিম কিডনির আবিষ্কারক।
সত্য সাহা –– চলচ্চিত্র পরিচালক ও সংগীত পরিচালক।
সালাউদ্দিন কাদের চৌধুরী –– রাজনীতিবিদ।
সিরাজুল হক –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
সূর্য সেন –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
হোসেন জিল্লুর রহমান –– অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
অনিলকুমার রক্ষিত –– সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য।
অন্বিকা চক্রবর্তী –– সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য।
অন্নদাচরণ খাস্তগীর –– চিকিৎসক, সমাজসংস্কারক ও গবেষণামূলক প্রবন্ধকার।
অপূর্ব সেন ভোলা –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব;
অর্ধেন্দু দস্তিদার –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
আইয়ুব বাচ্চু –– সংগীত শিল্পী।
আকরাম খান –– ক্রিকেটার।
আবদুল বারী চৌধুরী –– ব্যবসায়ী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা।
আহমেদ হোসেন –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ––রাজনীতিবিদ।
ইমন সাহা –– সংগীত পরিচালক।
এম হারুন-অর-রশিদ –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
কবির আহম্মদ –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
কুমার বিশ্বজিৎ –– সংগীত শিল্পী।
জামাল নজরুল ইসলাম –– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌত গবেষক ও বিজ্ঞানী।
তপন চৌধুরী –– সংগীত শিল্পী।
তাজুল ইসলাম –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
তামিম ইকবাল –– ক্রিকেটার।
নির্মলকুমার সেন –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
নভেরা আহমেদ –– একুশে পদকপ্রাপ্ত ভাস্কর।
নুরুল ইসলাম –– জাতীয় অধ্যাপক, চিকিৎসক।
আদিল হোসেন নোবেল –– মডেল।
পার্থ বড়ুয়া –– সংগীত শিল্পী।
পূর্ণিমা –– চলচ্চিত্র অভিনেত্রী।
প্রীতিলতা ওয়াদ্দেদার –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
ফজলুল কাদের চৌধুরী –– রাজনীতিবিদ।
ফণি বড়ুয়া –– সংগীত শিল্পী, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি গানের শিল্পী।
বিশুদ্ধনন্দ মহাথের –– সমাজ কর্মী, একুশে পদকপ্রাপ্ত।
বেলায়েত হোসেন –– বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মুহাম্মদ ইউনূস –– শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।
মোজাম্মেল হক –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মোহাম্মেদ দিদারুল আলম –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মোহাম্মদ নূরুল হক –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
রবি চৌধুরী –– সংগীত শিল্পী।
রমেশ শীল –– বাংলা কবিগানের অন্যতম রূপকার।
লোকনাথ বল –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
শাবানা –– চলচ্চিত্র অভিনেত্রী।
শুভ রায় –– বিজ্ঞানী এবং কৃত্রিম কিডনির আবিষ্কারক।
সত্য সাহা –– চলচ্চিত্র পরিচালক ও সংগীত পরিচালক।
সালাউদ্দিন কাদের চৌধুরী –– রাজনীতিবিদ।
সিরাজুল হক –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
সূর্য সেন –– ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
হোসেন জিল্লুর রহমান –– অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
চট্টগ্রাম জেলা(দর্শনীয় স্থান)☞☞
চট্টগ্রাম জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছেঃ
আগুনিয়া চা-বাগান, উত্তর রাঙ্গুনিয়া
বাইতুল ইজ্জত এলাকা, বাজালিয়া, সাতকানিয়া।
চট্টগ্রাম চিড়িয়াখানা
সন্দ্বীপ সমুদ্র সৈকত
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
কমনওয়েলথ ওয়ার সেমেট্রি চট্টগ্রাম
কালুরঘাট
খানখানাবাদ সমুদ্র সৈকত - বাঁশখালী।
খিরাম সংরক্ষিত বনাঞ্চল, ফটিকছড়ি
চন্দ্রনাথ মন্দির, সীতাকুন্ড
চেরাগী পাহাড়
চাঁদপুর-বেলগাঁও চা বাগান, পুকুরিয়া, বাঁশখালী
জাতি-তাত্ত্বিক জাদুঘর
জে এম সেন হল
নজরুল স্কয়ার
পতেঙ্গা সমুদ্র সৈকত
পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
ফয়েজ লেক
বাটালি পাহাড়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ নেভাল একাডেমি
বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড
বাঁশখালী ইকোপার্ক,
বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা পটিয়া
ভাটিয়ারি গল্ফ ক্লাব
ভূজপুর সংরক্ষিত বনাঞ্চল, ভূজপুর, ফটিকছড়ি
মহামুনি বৌদ্ধ বিহার, রাউজান
মহামায়া সেচ প্রকল্প, মীরসরাই
মুহুরিগঞ্জ সেচ প্রকল্প, মীরসরাই।
রাঙ্গুনিয়া কোদালা চা বাগান
শেখ রাসেল অ্যাভিয়েরি পার্ক, রাঙ্গুনিয়া
লালদীঘি
লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, লোহাগাড়া
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
বিশ্বশান্তি প্যাগোডা (হাটহাজারী)
করলডেঙ্গা পাহাড় (বোয়ালখালী)
হলুদিয়া প্রান্তিক লেক (সাতকানিয়া)
বাংলাদেশ মেরিন একাডেমী
চাকমা রাজবাড়ী (রাঙ্গুনিয়া)
বেতাগী পাল আমলের বুদ্ধমূর্তি (রাঙ্গুনিয়া)
ব্রোঞ্জ মূর্তি (আনোয়ারা)
মুসা খাঁ মসজিদ (১৬৫৮)
কদম মোবারক মসজিদ (১৭১৯)
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
ওয়ালি খাঁ মসজিদ (১৭৯০)
বদর আউলিয়া দরগাহ
বখশি হামিদ মসজিদ
ছুটি খাঁ মসজিদ
হযরত শাহ আমানত (রহ.) মাযার
বার আউলিয়ার মাযার (সীতাকুণ্ড)
সীতাকুণ্ড শংকর মঠ
ধর্মচক্র বৌদ্ধবিহার
করইয়ানগর ও সোনাকানিয়া বৌদ্ধবিহার
ভুদ ভুদ ছড়া (পটিয়া)
কুরা কাঠুনি মসজিদ (পটিয়া, হরিণ খাইন)
গরম বিবির মাজার
সি.আর বি
বাইতুল ইজ্জত এলাকা, বাজালিয়া, সাতকানিয়া।
চট্টগ্রাম চিড়িয়াখানা
সন্দ্বীপ সমুদ্র সৈকত
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
কমনওয়েলথ ওয়ার সেমেট্রি চট্টগ্রাম
কালুরঘাট
খানখানাবাদ সমুদ্র সৈকত - বাঁশখালী।
খিরাম সংরক্ষিত বনাঞ্চল, ফটিকছড়ি
চন্দ্রনাথ মন্দির, সীতাকুন্ড
চেরাগী পাহাড়
চাঁদপুর-বেলগাঁও চা বাগান, পুকুরিয়া, বাঁশখালী
জাতি-তাত্ত্বিক জাদুঘর
জে এম সেন হল
নজরুল স্কয়ার
পতেঙ্গা সমুদ্র সৈকত
পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
ফয়েজ লেক
বাটালি পাহাড়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ নেভাল একাডেমি
বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড
বাঁশখালী ইকোপার্ক,
বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা পটিয়া
ভাটিয়ারি গল্ফ ক্লাব
ভূজপুর সংরক্ষিত বনাঞ্চল, ভূজপুর, ফটিকছড়ি
মহামুনি বৌদ্ধ বিহার, রাউজান
মহামায়া সেচ প্রকল্প, মীরসরাই
মুহুরিগঞ্জ সেচ প্রকল্প, মীরসরাই।
রাঙ্গুনিয়া কোদালা চা বাগান
শেখ রাসেল অ্যাভিয়েরি পার্ক, রাঙ্গুনিয়া
লালদীঘি
লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, লোহাগাড়া
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
বিশ্বশান্তি প্যাগোডা (হাটহাজারী)
করলডেঙ্গা পাহাড় (বোয়ালখালী)
হলুদিয়া প্রান্তিক লেক (সাতকানিয়া)
বাংলাদেশ মেরিন একাডেমী
চাকমা রাজবাড়ী (রাঙ্গুনিয়া)
বেতাগী পাল আমলের বুদ্ধমূর্তি (রাঙ্গুনিয়া)
ব্রোঞ্জ মূর্তি (আনোয়ারা)
মুসা খাঁ মসজিদ (১৬৫৮)
কদম মোবারক মসজিদ (১৭১৯)
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
ওয়ালি খাঁ মসজিদ (১৭৯০)
বদর আউলিয়া দরগাহ
বখশি হামিদ মসজিদ
ছুটি খাঁ মসজিদ
হযরত শাহ আমানত (রহ.) মাযার
বার আউলিয়ার মাযার (সীতাকুণ্ড)
সীতাকুণ্ড শংকর মঠ
ধর্মচক্র বৌদ্ধবিহার
করইয়ানগর ও সোনাকানিয়া বৌদ্ধবিহার
ভুদ ভুদ ছড়া (পটিয়া)
কুরা কাঠুনি মসজিদ (পটিয়া, হরিণ খাইন)
গরম বিবির মাজার
সি.আর বি
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "চট্টগ্রাম জেলা "
একটি মন্তব্য পোস্ট করুন