আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

হবিগঞ্জ জেলা

হবিগঞ্জ জেলা


হবিগঞ্জ জেলা 

হবিগঞ্জ জেলা


হবিগঞ্জ জেলা(মোট আয়তন)☞☞২৬৩৬.৫৮ কিমি২ (১০১৭.৯৯ বর্গমাইল)।

হবিগঞ্জ জেলা(নামকরণ)☞☞সুফি-সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী হযরত সৈয়দ নাসির উদ্দীন (রঃ) এর পূর্ণস্মৃতি বিজড়ি খোয়াই, কারাঙ্গী, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক প্রাচীন জনপদ। ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হাবীব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। তাঁর নামানুসরে হবিগঞ্জ নামকরণ করা হয়।

হবিগঞ্জ জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞ ১৯৮৪ খ্রিস্টাব্দের ১ মার্চ হবিগঞ্জ জেলায় উন্নীত হয়।

হবিগঞ্জ জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে ব্রাহ্মণবাড়ীয়া ও কিশোরগঞ্জ জেলা।
                                             হবিগঞ্জ জেলা
হবিগঞ্জ জেলা(মৌজা )☞☞সর্বমোট ১২৪১টি  মৌজা।

হবিগঞ্জ জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৬টি পৌরসভা।  

হবিগঞ্জ জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৭৭টি ইউনিয়ন।

হবিগঞ্জ জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ২০৯৩টি গ্রাম।

হবিগঞ্জ জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৯টি উপজেলা☞আজমিরীগঞ্জ,চুনারুঘাট,নবীগঞ্জ,বানিয়াচং,বাহুবল,
মাধবপুর,লাখাই,হবিগঞ্জ সদর ওশায়েস্তাগঞ্জ উপজেলা।

হবিগঞ্জ জেলা(বিখ্যাত খাবার)☞☞ চা।

হবিগঞ্জ জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকার কমলাপুর রেল স্টেশন বা চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি শায়েস্তাগঞ্জ এসে সেখান থেকে সড়ক পথে হবিগঞ্জ আসা যায়; কারণ শায়েস্তাগঞ্জ হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান স্টেশন এবং এই শহরটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে।

হবিগঞ্জ জেলা(আকাশ পথ)☞☞এই শহরটিতে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়কপথে সরাসরি কিংবা রেলপথে শায়েস্তাগঞ্জ এসে সেখান থেকে হবিগঞ্জ আসা যায়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়আর - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে।

হবিগঞ্জ জেলা(সড়কপথ)☞☞ঢাকার সায়েদাবাদ বাস স্টেশন থেকে হবিগঞ্জে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘন্টা। ঢাকা থেকে সরাসরি হবিগঞ্জ আসার জন্য পরিবহণ কোম্পানিগুলো হচ্ছে - অগ্রদুত পরিবহণ (এসি ও নন-এসি), দিগন্ত পরিবহণ (এসি ও নন-এসি) এবং বিছমিল্লাহ পরিবহন (নন-এসি)।

 হবিগঞ্জ জেলা(নদনদী)☞☞কুশিয়ারা, কালনী, খোয়াই, সুতাং, কোরাঙ্গী ও বরাক নদী উল্লেখযোগ্য।

হবিগঞ্জ জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
কমলারানীর সাগর দীঘি - বানিয়াচং;
সাতছড়ি জাতীয় উদ্যান;
বিতঙ্গল আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান (বানিয়াচং);
বানিয়াচং রাজবাড়ি - বানিয়াচং;
দ্বীল্লির আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান;
শ্রীবাড়ি চা বাগান;
রেমাকালেঙ্গা বন্যপ্রানী অভয়ারন্য - চুনারুঘাট;
তেলিয়াপারা চা বাগান - মাধবপুর;
বিবিয়ানা গ্যাস - নবীগঞ্জ;
শংকরপাশা শাহী মসজিদ;
মহারত্ন জমিদার বাড়ি - বানিয়াচং;
দাড়া-গুটি - বানিয়াচং

হবিগঞ্জ জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
হযরত সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার রঃ প্রাচীণ হবিগঞ্জ তথা তরফ রাজ্য বিজেতা অলী এ কামেল।
সৈয়দ সুলতান (১৫৫০-১৬৪৮) - মধ্যযুগের প্রখ্যাত কবি;
শেখ ভানু (১৮৮৯-১৯১৯) - প্রখ্যাত সাধক;
বৃন্দাবন চন্দ্র দাশ (১৮৫০-১৯৩২) - প্রখ্যাত সমাজ সংস্কারক;
বিপিন চন্দ্র পাল (১৮৫৮-১৯৩২) - ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব;
সৈয়দ আলী আগফর
জগৎজ্যোতি দাস (১৯৪৯-১৯৭১) - বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের দাস বাহিনীর প্রধান;
শাহ এ এম এস কিবরিয়া - অর্থনীতিবিদ ও কূটনীতিক;
আব্দুর রউফ চৌধুরী (১৯২৯-১৯৯৬) - দ্রোহী কথাসাহিত্যিক
এম মোখলেসুর রহমান চৌধুরী - রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী;
সিরাজুল হোসেন খান - রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য;
শাহ এ এম এস কিবরিয়া - সাবেক অর্থমন্ত্রী, সাবেক পররাস্ট্র সচিব এবং এসকাপের সাবেক নির্বাহী সচিব;
দেওয়ান ফরিদ গাজী - মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ;
মোহাম্মদ আবদুর রব - মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সেকেন্ড ইন কমান্ড, বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান;
মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত - মুক্তিযুদ্ধের সংগঠক ও সেক্টর কমান্ডার;
মরহুম হাফিজ উদ্দিন আফাই (১৯৩৯-২০০১) - ভাটি বাংলার মুকুট বিহীন সম্রাট ও রাজনীতিবিদ ও সমাজ সেবক;
সিরাজুল হোসেন খান - রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য;
এনামুল হক মোস্তফা শহীদ - মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য।
রামনাথ বিশ্বাস - ভূপর্যটক
সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন - সাবেক প্রধান বিচারপতি;
সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন - সাবেক প্রধান বিচারপতি;
ফজলে হাসান আবেদ - ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা;
দেওয়ান শেগুফ্তা বখ্ত চৌধুরী সাবেক গভর্ণর বাংলাদেশ ব্যাংক।
সৈয়দ মোস্তফা কামাল গবেষক,লেখক,সাবেক ডি ডি ইসলামিক ফাউন্ডেশন।
আবদুল মান্নান চৌধুরী - সাবেক সংসদ , ইংল্যান্ডে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক;
মোহাম্মদ ফরাসউদ্দিন - বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর;
নাজমুল হোসেন (জন্মঃ ১৯৮৭) - জাতীয় দলের ক্রিকেট
অনুদ্বৈপায়ন ভট্টাচার্য - শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী;

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "হবিগঞ্জ জেলা "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel