
জুলাই মাসের দিবস সমূহ
সোমবার, ২০ মে, ২০১৯
Comment
জুলাই মাসের নামকরণের ইতিহাস
জুলাই মাসের নামের পিছনে বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম রয়েছে। এই জুলাই মাসেই সিজার জন্মেছিলেন। সেই সময় অবশ্য এই মাসের নাম ছিল ‘কুইন্টিলিস’।
খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের সপ্তম মাস হল জুলাই মাস। ৩০ দিনে জুলাই মাস হয়ে থাকে। জুন মাস শেষ হলে শুরু হয় জুলাই মাস,আর জুলাই মাসের পরে আসে আগস্ট মাস।
বাংলাদেশের দিবস সমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস : ১ জুলাই
১৯২১ খ্রিস্টাব্দের এই তারিখে প্রতিষ্ঠিত হয়েছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকাবিশ্ববিদ্যালয়।
জন্ম নিবন্ধন দিবস : ৩ জুলাই
২০০৬ ২০০৬ সালে এই তারিখে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা কার্যকরহয়েছে।
বৈশ্বিক দিবস সমূহ
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস: ২ জুলাই
বিশ্ব বাঘ দিবস (Global Tiger Day): ২৯ জুলাই
২০১০ খ্রিস্টাব্দের ২৯ জুলাই থেকে এই দিবসটি বিশ্ব বাঘ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
আন্তর্জাতিক দিবস সমূহ
আন্তর্জাতিক সমবায় দিবস : প্রথম শনিবার
১৯৯৫ খ্রিস্টাব্দে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সমবায়ের মনোভাবকে গুরুত্ব দিতে প্রতিবছর জুলাই মাসের প্রথম শনিবার।আন্তর্জাতিকভাবে সমবায় জোট গড়ে তোলা এই দিবসটির একটি মূল উদ্দেশ্য।
বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
১৯৮৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর গভর্নিং কাউন্সিল বিশ্বব্যাপী জনসংখ্যা বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির জন্য দিবসটি চালু করে।
জুলাই মাসের নামের পিছনে বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম রয়েছে। এই জুলাই মাসেই সিজার জন্মেছিলেন। সেই সময় অবশ্য এই মাসের নাম ছিল ‘কুইন্টিলিস’।
খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের সপ্তম মাস হল জুলাই মাস। ৩০ দিনে জুলাই মাস হয়ে থাকে। জুন মাস শেষ হলে শুরু হয় জুলাই মাস,আর জুলাই মাসের পরে আসে আগস্ট মাস।
Baca Juga
বাংলাদেশের দিবস সমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস : ১ জুলাই
১৯২১ খ্রিস্টাব্দের এই তারিখে প্রতিষ্ঠিত হয়েছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকাবিশ্ববিদ্যালয়।
জন্ম নিবন্ধন দিবস : ৩ জুলাই
২০০৬ ২০০৬ সালে এই তারিখে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা কার্যকরহয়েছে।
বৈশ্বিক দিবস সমূহ
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস: ২ জুলাই
বিশ্ব বাঘ দিবস (Global Tiger Day): ২৯ জুলাই
২০১০ খ্রিস্টাব্দের ২৯ জুলাই থেকে এই দিবসটি বিশ্ব বাঘ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
আন্তর্জাতিক দিবস সমূহ
আন্তর্জাতিক সমবায় দিবস : প্রথম শনিবার
১৯৯৫ খ্রিস্টাব্দে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সমবায়ের মনোভাবকে গুরুত্ব দিতে প্রতিবছর জুলাই মাসের প্রথম শনিবার।আন্তর্জাতিকভাবে সমবায় জোট গড়ে তোলা এই দিবসটির একটি মূল উদ্দেশ্য।
বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
১৯৮৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর গভর্নিং কাউন্সিল বিশ্বব্যাপী জনসংখ্যা বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির জন্য দিবসটি চালু করে।
BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "জুলাই মাসের দিবস সমূহ"
একটি মন্তব্য পোস্ট করুন