আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২০ মে: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২০ মে: ইতিহাসের আজকের এই দিনে



একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২০ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪০তম (অধিবর্ষে ১৪১তম) দিন। বছর শেষ হতে আরো ২২৫ দিন বাকি রয়েছে।

ঘটনা
• ১৪৯৮ - পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে আসেন।
• ১৯০২ - কিউবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
• ১৯৩২ - ইয়ারহার্ট প্রথম নারী হিসেবে ‍একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।
• ১৯৩৯ - আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
• ১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম তথ্য প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
• ২০০৬ - চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।

জন্ম
• ১৭৮০ – আর্জেন্টিনার প্রথম প্রেসিডেন্ট বার্নারদিনো রিভাতাভিয়া।
• ১৮২২ - অর্থনীতিবিদ ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ফ্রেডেরিক পাসি।
• ১৯০৮ – আমেরিকান অভিনেতা জেমস স্টিওয়ার্ড।

মৃত্যু
• ১৫০৬ – ইতালিয়ান নাবিক ও অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস।
• ১৯৩২ - বাগ্মী বাঙালি নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক বিপিন চন্দ্র পাল।


পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২০ মে: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel