মৌলিভীবাজার জেলা
রবিবার, ১৯ মে, ২০১৯
Comment
মৌলিভীবাজার জেলা
মৌলিভীবাজার জেলা (মোট আয়তন)☞☞২৭৯৯ কিমি২ (১০৮১ বর্গমাইল)।
মৌলিভীবাজার জেলা (নামকরণ)☞☞শাহ মোস্তফা-এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি।
মৌলিভীবাজার জেলা (প্রতিষ্ঠা সাল)☞☞মৌলভীবাজার মহকুমা গঠিত হয় ১৯৬০ সালে এবং মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে। পৌরসভা গঠিত হয় ১৯৩০ সালে।
মৌলিভীবাজার জেলা (ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে হবিগঞ্জ জেলা।
মৌলিভীবাজার জেলা (মৌজা )☞☞সর্বমোট ৯১৭টি মৌজা।
মৌলিভীবাজার জেলা (পৌরসভা)☞☞সর্বমোট ০৫টি পৌরসভা।
মৌলিভীবাজার জেলা (ইউনিয়ন)☞☞ সর্বমোট ৬৭টি ইউনিয়ন।
মৌলিভীবাজার জেলা (গ্রাম)☞☞ সর্বমোট ২১৩৪টি গ্রাম।
মৌলিভীবাজার জেলা (উপজেলা)☞☞ সর্বমোট ০৭টি উপজেলা☞কমলগঞ্জ,কুলাউড়া,জুড়ী,বড়লেখা, মৌলভীবাজার সদর, রাজনগর এবংশ্রীমঙ্গল।
মৌলিভীবাজার জেলা (চিত্তাকর্ষক স্থান)☞☞
শাহ মোস্তফা-এর মাজার - মৌলভীবাজার শহরের কেন্দ্রস্থলের বেড়ীরপাড়ের দক্ষিণ তীর;
রাজা সুবিদ নারায়ণ - রাজনগরের শেষ রাজা।
ঐতিহাসিক কমলারানীর দিঘি, রাজনগর।
খাজা ওসমান - সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান সেনাপতি;
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর কবর - কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসা;
চা বাগানসমূহ;
মাধবকুন্ড জলপ্রপাত - বড়লেখা;
হাকালুকি হাওড়,
খোজার মসজিদ;
গাছপীর আব্রু মিয়ার মাজার - সিরাজনগর;
ইউনুছ পাগলার মাজার - সাতগাও;
হাইল হাওর - শ্রীমঙ্গল ;
তমাল তলা - সাতগাও রুস্তুমপুর।
মৌলোভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্তিত বাংলাদেশের বৃহত্তম একমাত্র প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ড এবং মাধবকুন্ড ইকো পার্ক এবং কমলগঞ্জে হাম হাম জলপ্রপাত রয়েছে।
রাজা সুবিদ নারায়ণ - রাজনগরের শেষ রাজা।
ঐতিহাসিক কমলারানীর দিঘি, রাজনগর।
খাজা ওসমান - সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান সেনাপতি;
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর কবর - কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসা;
চা বাগানসমূহ;
মাধবকুন্ড জলপ্রপাত - বড়লেখা;
হাকালুকি হাওড়,
খোজার মসজিদ;
গাছপীর আব্রু মিয়ার মাজার - সিরাজনগর;
ইউনুছ পাগলার মাজার - সাতগাও;
হাইল হাওর - শ্রীমঙ্গল ;
তমাল তলা - সাতগাও রুস্তুমপুর।
মৌলোভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্তিত বাংলাদেশের বৃহত্তম একমাত্র প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ড এবং মাধবকুন্ড ইকো পার্ক এবং কমলগঞ্জে হাম হাম জলপ্রপাত রয়েছে।
মৌলিভীবাজার জেলা (কৃতী ব্যক্তিত্ব)☞☞
হজরত শাহ মোস্তফা(রঃ)
ধর্মপ্রচারক
ধর্মপ্রচারক
এম সাইফুর রহমান
খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ
খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ
সৈয়দ মুজতবা আলী
বাঙালি সাহিত্যিক
বাঙালি সাহিত্যিক
গোলাম মোস্তফা চৌধুরী
ইতিহাসবিদ
ইতিহাসবিদ
চৌধুরী গোলাম আকবর_ সাহিত্যভূষণ
আন্তর্জাতিক লোকবিজ্ঞানী
আন্তর্জাতিক লোকবিজ্ঞানী
হারুন আকবর
লোক গবেষক
লোক গবেষক
মরহুম ফরিদ বেগ
বীর মুক্তিযোদ্ধা
বীর মুক্তিযোদ্ধা
মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত)সৈয়দ ইফতেখারউদ্দিন
আইজি প্রিজন
আইজি প্রিজন
মৌলিভীবাজার জেলা (রেল যোগাযোগ)☞☞ঢাকার কমলাপুর রেল স্টেশন বা চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি শ্রীমঙ্গল এসে সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজার আসা যায়; কারণ শ্রীমঙ্গল হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান স্টেশন এবং এই শহরটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। কমলাপুর রেল স্টেশন ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে।
মৌলিভীবাজার জেলা (আকাশ পথ)☞☞এই শহরটিতে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়কপথে সরাসরি কিংবা রেলপথে শ্রীমঙ্গল এসে সেখান থেকে মৌলভীবাজার আসা যায়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে।
মৌলিভীবাজার জেলা (সড়কপথ)☞☞ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল ও মহাখালী বাস স্টেশন থেকে মৌলভীবাজারে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘন্টা। ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে আসার জন্য পরিবহণ কোম্পানিগুলো হচ্ছে - হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), শ্যামলী পরিবহন (এসি ও নন-এসি), সিলেট এক্সপ্রেস (নন-এসি), মৌলভীবাজার সিটি (নন-এসি), টিআর ট্রাভেলস (এসি), রূপসী বাংলা (এসি ও নন-এসি) এবং তাজ পরিবহন (নন-এসি)।
মৌলিভীবাজার জেলা (নৌপথ )☞☞প্রচুর হাওড় ও নদী এবং বিল থাকা সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এ জেলার সরাসরি নৌ পথে যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে; কেবলমাত্র সিলেট ও হবিগঞ্জের কিছু এলাকা থেকে এখানকার কয়েকটি উপজেলায় সরাসরি নৌ পথে আসা যায়।
মৌলিভীবাজার জেলা (নদনদী)☞☞মনু, ধলাই, জুড়ী, লংলা। হাকালুকি, হাইল ও কাউয়াদিঘি হাওর উল্লেখযোগ্য।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মৌলিভীবাজার জেলা "
একটি মন্তব্য পোস্ট করুন