জীববিজ্ঞান প্রশ্নোওর ০১
রবিবার, ২৬ মে, ২০১৯
Comment
উত্তর : হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
প্রশ্ন : ম্যালকোলজিতে নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয়?
উত্তর : শামুক-ঝিনুক।
প্রশ্ন : হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
উত্তর : এস সি এফ হ্যানিমেন।
প্রশ্ন : প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তর : ইভোলিউশন।
প্রশ্ন : ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রীরেণুর সংযোগ স্থাপনের মাধ্যম-
উত্তর : কাল পিঁপড়া।
প্রশ্ন : ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তর : লিউয়েন হুক।
প্রশ্ন : ভূ-পৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম-
উত্তর : হাইড্রোলজি।
প্রশ্ন : যেসব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে; সেসব ফুলে কোনটি থাকে?
উত্তর : তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি।
প্রশ্ন : কৃত্রিম জীন আবিষ্কার করেন কে?
উত্তর : হরগোবিন্দ খোরানা।
প্রশ্ন : শারীরবিদ্যার জনক কে?
উত্তর : উইলিয়াম হার্ভে।
প্রশ্ন : কোনটি একবীজপত্রী?
উত্তর : ভুট্টা।
প্রশ্ন : কোন উদ্ভিদ স্ব-পরাগায়ন ঘটায়?
উত্তর : শিম।
প্রশ্ন : ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে-
উত্তর : বাতাসের সাথে পরাগ ঝরে পড়ে।
প্রশ্ন : পাথরকুচির চারা কীসের সাহায্যে উৎপন্ন করা হয়?
উত্তর : পাতার সাহায্যে।
প্রশ্নঃ অঙ্কুরোদগমের জন্য দরকার হয়-
উত্তর: তাপ, পানি ও অক্সিজেন
প্রশ্নঃ ঈস্ট কি?
উত্তর: একটি ছত্রাক
প্রশ্নঃ কচুরীপানা পানিতে ভাসে, কারণ এদের-
উত্তর: কাণ্ড ফাঁপা
প্রশ্নঃ জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-
উত্তর: এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
প্রশ্নঃ ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত?
উত্তর: চা বাগান
প্রশ্নঃ ধানের বাদামী রোগ হয়
উত্তর: ছত্রাক দ্বারা
প্রশ্নঃ Flora বলা হয় কোনটিকে?
উত্তর: উদ্ভিদকুলকে
প্রশ্নঃ ‘লালপচা’ কোন ফসলের রোগ
উত্তর: আখ
প্রশ্নঃ ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল
উত্তর: ব্যাঙের ছাতা
প্রশ্নঃ মাশরুম এক ধরনের
Ans: ফাঙ্গাস
প্রশ্নঃ মিউকর কি?
উত্তর: একটি ছত্রাক
প্রশ্নঃ উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কি বলে?
উত্তর: কাণ্ড
প্রশ্নঃ ধানের বাদামী রোগ হয়-
উত্তর: ছত্রাক দ্বারা
প্রশ্নঃ প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?
উত্তর: Agaricus
প্রশ্নঃ সাধারণত ফলের অংশ কয়টি?
উত্তর: ৩টি
প্রশ্নঃ ইরাটম কি?
উত্তর: উন্নত জাতের ধান
প্রশ্নঃ অন্ধকারে অংকুরিত হয় কোন ফুল?
উত্তর: গাঁদা
প্রশ্নঃ কোনটি অটোফাইট নয়?
উত্তর: ব্যাঙের ছাতা বা ছত্রাক
প্রশ্নঃ কোনটি তৈল বীজ নয়?
উত্তর: অড়হর
প্রশ্নঃ ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: ঘাস
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল
উত্তর: আম
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফল কি?
উত্তর: কাঁঠাল
প্রশ্নঃ ব্যাঙের ছাতা এক ধরনের
উত্তর: ছত্রাক জাতীয় উদ্ভিদ
প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস
উত্তর: বাঁশ
প্রশ্নঃ সয়াবিন কি জাতীয় শস্য?
উত্তর: :তৈল জাতীয়
প্রশ্নঃ পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
উত্তর: তিন প্রকার
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "জীববিজ্ঞান প্রশ্নোওর ০১"
একটি মন্তব্য পোস্ট করুন