আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন


আজ আপনাদের সাথে ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল, এবং রোড সাইন নিয়ে আলোচনা করব। অনেকেরই ধারনা ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল, রোড সাইন একি জিনিস। না তিনটিই আলাদা মার্ক।

১। ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি?
উত্তরঃ ট্রাফিক সাইন দু'প্রকার।
যথাঃ ১। দৃশ্যমান সাইন ২। অদৃশ্যমান সাইন
☼দৃশ্যমান সাইন বলতে যা আমরা চোখে দেখি তাকেই দৃশ্যমান সাইন বলে। যথাঃ ট্রাফিক পুলিশের সরাসরি সংকেত, ট্রাফিক লাইট সাইন, মোটর‍যানের বিভিন্ন ইন্ডেকেটিং লাইটিং সিস্টেম।
☼ অদৃশ্যমান সাইন বলতে যা আমরা দেখি না কিন্তু শুনতে পাই তাকেই অদৃশ্যমান সাইন বলে। যথাঃ মোটর‍যানের হরন।

২। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি?
উত্তরঃ ট্রাফিক সিগন্যাল বা সংকেত তিন প্রকার। যথাঃ ১। বাহুর সংকেত, ২। আলোক সংকেত ৩। শব্দ সংকেত।

৩। রোড সাইন কত প্রকার ও কি কি?
উত্তরঃ রোড সাইন তিন প্রকার। যথাঃ ১। বাধ্যতামূলক সাইন ২। সতর্কীকরণ সাইন ৩। তথ্যমূলক সাইন।
☼ বাধ্যতামূলক দুই প্রকার। যথাঃ ১। বাধ্যতামূলক হ্যা বাচক ২। বাধ্যতামূলক না বাচক।

৪। এবার আসুন আমরা রোড সাইন গুলোকে কিভাবে সহযে মনে রাখব।
১। বাধ্যতামূলক সাইন নিল বৃত্ত এবং লাল বৃত্তের মধ্যে হয়।
☼ নিল বৃত্ত মানে বাধ্যতামূলক হ্যা বাচক।
☼ লাল বৃত্ত মানে বাধ্যতামূলক না বাচক।
সুতরাং এককথায় বৃত্তের মধ্যে যে সাইন দেখব তাকে অবষ্যই বাধ্যতামূলক ধরব।
২। সতর্কীকরণ সাইন ত্রিভুজ এর মধ্যে হয়ে থাকে।
৩। তথ্যমূলক সাইন চতুর্ভুজ এর মধ্যে হয়ে থাকে।
সুতরাং বৃত্ত, ত্রিভুজ, এবং চতুর্ভুজ এর মধ্যেই সাইন গুলো হয়ে থাকে।
আশা করি আপনাদের অনেক কাজে আসবে, বিশেষ করে যারা লাইসেন্স তৈরি করবেন তাদের লিখিত এবং ভাইভাতে অনেক কাজে আসবে।

☞☞☞ভূল হলে ভূলের যায়গা গুলো মার্ক করে পোষ্ট এর কমেন্টে স্ক্রিনশট দিয়ে দিবেন।

☞☞☞দয়া করে পোস্ট টিকে শেয়ার করুন।

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

ট্রাফিক সাইন

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ট্রাফিক সাইন"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel