sentence
রবিবার, ২৬ মে, ২০১৯
Comment
অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে।
The sentence is known as the basic unit of English grammar. It contains a word or a group of words that expresses complete ideas, sense, feelings, or meaning and consists of a subject and a verb. Also, it may consist an object or a complement, and the words are ordered properly. A verb is a must in a sentence, and without a verb, no sentence can be formed.
Look at the examples very carefully:
Shina eats pizza.
In this sentence, Shina is the subject, eat is a verb and pizza is an object.
In this sentence, Shina is the subject, eat is a verb and pizza is an object.
Rahim loves to travel.
Here, Rahim is the subject, loves is the verb and travel is an object or complement.
Here, Rahim is the subject, loves is the verb and travel is an object or complement.
Similarly,
They play football.
এখন, যদি word গুলোকে অগোছালোভাবে বা order maintain না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবেনা।
এখন, যদি word গুলোকে অগোছালোভাবে বা order maintain না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবেনা।
যেমনঃ Rahim loves to travel কে যদি আমরা Order maintain না করে লিখি তাহলে To travel loves Rahim. এখানে সম্পূর্ণ ভাবে মনের কোন অর্থ প্রকাশ পায় না। তাই এটা কোন বাক্য না।
OR
Definition:
A sentence is a word or group of words that must expresses a complete idea or sense or meaning and that may consists of a subject and a verb.
Also it may have an object or a complement and the words must be order properly.
যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত তাকে sentence বা বাক্য বলা হয় ।
Example:
– We practice English everyday. (Here we is subject, practice is verb, English is object and everyday is adverb)
– We practice English everyday. (Here we is subject, practice is verb, English is object and everyday is adverb)
Basically there are two parts of a sentence: (একটি Sentence এ মূলত দুটি অংশ থাকে)
Subject and
Predicate
Subject: A subject of a sentence is a person or thing about which something is said or written.
Predicate
Subject: A subject of a sentence is a person or thing about which something is said or written.
Predicate: And the Predicate that says what the Subject does.
যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনকিছু বলা বা লিখা হয় তাকে Subject বা কর্তা বলে ।
যা subject বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে Predicate বলা হয় ।
In the above example ‘We’ is subject and ‘practice English everyday’ is Predicate. A sentence usually starts with a subject and then predicate comes.
N. B.: In some case like order, advice or request subject is not mentioned. It is userstood.
Example:
– (You) Keep quite.
– (You) Take care of your health.
– (I) Thank you.
And sometimes sentence starts with the predicate and then subject comes.
Example:
– Long live Bangladesh
– Down went the Titanic.
Example:
– (You) Keep quite.
– (You) Take care of your health.
– (I) Thank you.
And sometimes sentence starts with the predicate and then subject comes.
Example:
– Long live Bangladesh
– Down went the Titanic.
অর্থভেদে Sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।
Assertive sentence (বিবৃতি বা বর্ণনামূলক বাক্য)
(1) Affirmative sentence
(2) Negative sentence
Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
Imperative sentence (অনুজ্ঞাবোধক বা আদেশসূচক বাক্য)
Optative sentence (ইচ্ছাসূচক বাক্য)
Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)
Assertive sentence (বিবৃতি বা বর্ণনামূলক বাক্য)
(1) Affirmative sentence
(2) Negative sentence
Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
Imperative sentence (অনুজ্ঞাবোধক বা আদেশসূচক বাক্য)
Optative sentence (ইচ্ছাসূচক বাক্য)
Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)
(1) Assertive sentence (বর্ণনামূলক বাক্য):
An assertive sentence is a simple/general statement or assertion, either affirmative or negative.
কোনো সাধারণ বিবৃতি বা বক্তব্যকে Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য) বলে
Pattern: Subject + verb + object/complement/adverb/adjective
Assertive sentence আবার দুই প্রকার:
Affirmative sentence (হ্যাঁ বোধক)।
Negative sentence (না বোধক)।
কয়েকটি Assertive sentence অর্থ সহ দেওয়া হলো।
কিছু Assertive sentence - Affirmative (হ্যাঁ- বোধক):
১. সময় নষ্ট করা দু:খের ব্যাপার To waste time is a pity (টু ওয়েষ্ট টাইম ইজ আ পিটি)
২. আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা My aim is to help you (মাই এইম ইজ্ টু হেল্প ইউ)
৩. আমি এটা ভেবে দেখব I’ll think about it.(আয়ল থিংক অ্যাবাউট ইট)
৪. সে নিশ্চিত যে কাজটা ঠিক হবে He is certain that the work will be right..(হি ইজ সারটেইন দ্যাট ওয়ার্ক উইল বি রাইট)
৫. তোমার এটা করা উচিত You should do this.(ইউ সুড ডু দিজ)
৬. আমি তাকে বিশ্বাস করি I believe him (আই বিলিভ হিম)
৭. শীঘ্রই নয়টা বাজবে It’ll soon be nine (ইটল সুন বি নাইন)
৮. আমি আমার সাথে আমার বইটি এনেছি I bought my book with me (আই বট মাই বুক উইথ মি)
৯. আজ বাহিরে যাবো I will go out today. (আই উইল গো আউট টুডেই)
১০. এই দোকানিটি আমার একজন পুরানো বন্ধু This shopkeeper is an old friend of mine. (দিস শপকিপার ইজ এ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন)
১১. আমার মনে হয় আমার সেখানে যাওয়া উচিত I think I should go there (আই থিংক আই সুড গো দেয়ার)
১২. সে ভাল গান গেতে পারে She can sing well (শি ক্যান সিং ওয়েল)
১৩. মেয়েটি খুব বুদ্ধিমান The girl is very intelligent(দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট)
১৪. আমি ভাত খেতে পছন্দ করি I like to eat rice (আই লাইক টু ইট রাইস)
১৫. আমার চা খাওয়ার অভ্যাস আছে I have a habit of drinking tea (আই হ্যাভ এ হ্যাবিট অফ ড্রিংকিং টি)
১৬. আমি তোমাকে সাঁতার শিখাতে পারব I can teach you how to swim (আই ক্যান টিচ ইউ হাউ টু সুইম)
১৭. সে নাচতে জানে She knows how to dance (শি নোজ হাউ টু ড্যান্স)
১৮. চল, দোকানটিতে যাই Come, let’s go to the shop (কাম লেটস্ গো টু দ্য শপ)
১৯. সে গতকাল বগুড়ায় গিয়েছে He went to Bogra yesterday (হি ওয়েন্ট টু বোগড়া ইয়েষ্টারডেই)
২০. সে কাল আমেরিকায় রওয়ানা হবে He leaves for America tomorrow লিভস্ ফর অ্যামেরিকা টুমরো)
২১. মি চাবিটি হারিয়ে ফেলেছি I lost the key (আই লষ্ট দ্য কি)
২২. কাল আমার বাড়িতে এস Come to my house tomorrow (কাম টু মাই হাউস টুমরো)
২৩. তোমার গানটা দারুন হয়েছে Your song was splendid (ইওর সং ওয়াজ স্প্লেনডিড)
২৪. আমার কলমের কালি শেষ My pen ran out of ink(মাই পেন রান আউট অফ ইংক)
২৫. সব কিছু গুছিয়ে আমি চলে যাব I’ll go packing all my things (আয়ল গো প্যাকিং অল মাই থিংগস)
কিছু Assertive sentence - Negative (না-বোধক):
২৬. আজ অফিসে যাব না I won’t go to the office today (আই ওন্ট গো টু দ্য অফিস টুডেই)
২৭. এটা করা উচিত বলে আমি মনে করি না I don’t think it is right to do this (আই ডোন্ট থিংক ইট ইজ রাইট টু ডু দিস)
২৮. তুমি আর এখানে আসবা না You won’t come here anymore (ইউ ওন্ট কাম হেয়ার এনিমোর)
২৯. সে রান্না করতে জানে না He doesn’t know how to cook (হি ডাজেন্ট নোউ হাউ টু কুক)
৩০. তুমি মনে হচ্ছে খুশি হও নি You don’t seem to be happy (ইউ ডোন্ট সিম টু বি হ্যাপি)
৩১. আমি এটা তাকে করতে দেব না I won’t allow them to do this (আই ওন্ট অ্যালাও দেম টু ডু দিস্)
৩২. আমি তাকে বিশ্বাস করিনি I didn’t trust him (আই ডিডেন্ট ট্রাষ্ট হিম)
৩৩. আমি তাকে চিনি না I don’t know him (আই ডোন্ট নোউ হিম)
৩৪. বাঘেরা সকালে বের হয় না The tigers don’t come out in the morning (দ্য টাইগার্স ডোন্ট কাম আউট হন দ্য মর্নিং)
৩৫. ছবিটা সুন্দর না The Picture isn’t pretty (দ্য পিকচার ইজনট প্রিটি)
৩৬. যন্ত্রটা চলছে না The machine is not working (দ্য মেশিন ইজ্ নট ওয়ার্কিং)
৩৭. আমি কোনমতেই সেখানে যাব না There is no way I’ll go there (দেয়ার ইজ নো ওয়েই আয়ল গো দেয়ার)
৩৮. কোন কিছুই আমার মত পাল্টাতে পারবে না Nothing can’t change my decision (নাথিং ক্যান চেঞ্জ মাই ডিসিশান)
৩৯. সে কথাটা বলেনি He didn’t say the word(হি ডিডেন্ট সেই দ্য ওয়ার্ড)
৪০. তার নিজের উপর আস্থা নেই He doesn’t have confidence on himself(হি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স অন হিমসেল্ফ)
৪১. আমি জানতাম না কথাটা I didn’t know the word (আই ডিডেন্ট নো দ্য ওয়ার্ড)
৪২. আমি চা খাই না I don’t drink tea (আই ডোন্ট ড্রিংক টি)
৪৩. সে আর ফিরে আসবে না She won’t come back again(সি ওন্ট কাম ব্যাক এগেইন)
৪৪. তার কাছে খাতাটা নেই He doesn’t have the copy (হি ডাজেন্ট হ্যাভ দ্য কপি)
৪৫. তুমি আজ স্কুলে যাও নি You didn’t go to school today (ইউ ডিজেন্ট গো টু স্কুল টুডেই)
৪৬. সে খেলতে চায় না She doesn’t want to play (শি ডাজেন্ট ওয়ান্ট টু পেই)
৪৭. মিথ্যা বলা ভাল না It is not good to tell a lie (ইট ইজ নট গুড টু টেল এ লাই)
৪৮. সে এরকম হতেই পারে না He can’t be like this (হি ক্যান্ট বি লাইক দিস)
৪৯. কিভাবে যে শুরু করব ভেবে পাচ্ছি না I can’t think of how to start (আই ক্যান্ট থিংক অফ হাউ টু ষ্টার্ট)
৫০. সে ঘোড়ায় চড়বে না He won’t ride a horse (হি ওন্ট রাইড আ হর্স)
(2) Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য):
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় বা কোনকিছু জিজ্ঞাসা করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকেInterrogative Sentence বলে।
An interrogative sentence asks question about a person or thing(s). It always ends with a note of interrogation a.k.a. question mark (?).
There are two ways to form an interrogative sentence.
I. Beginning with helping verbs (am, is, are, was, were, have, has, had) or modal auxiliaries (shall, should, will, would, can, could, may, might, etc.).
Example:
- Do you have your assignment ready?
- Does he speak English?
- Did she work abroad?
- Should I go there?
- Can you hear the sound?
- Don’t you want any food? (Negative)
II. Beginning with some specific words like who, which, what, when, where, why, how, whom, how much, how many, etc. [These are known as ‘WH’ questions.]
Example:
- How is your business going on?
- Who fixed the computer?
- Whom do you support?
- What are you expecting from me?
- What time is it now?
- How many people have died there?
An interrogative sentence asks question about a person or thing(s). It always ends with a note of interrogation a.k.a. question mark (?).
There are two ways to form an interrogative sentence.
I. Beginning with helping verbs (am, is, are, was, were, have, has, had) or modal auxiliaries (shall, should, will, would, can, could, may, might, etc.).
Example:
- Do you have your assignment ready?
- Does he speak English?
- Did she work abroad?
- Should I go there?
- Can you hear the sound?
- Don’t you want any food? (Negative)
II. Beginning with some specific words like who, which, what, when, where, why, how, whom, how much, how many, etc. [These are known as ‘WH’ questions.]
Example:
- How is your business going on?
- Who fixed the computer?
- Whom do you support?
- What are you expecting from me?
- What time is it now?
- How many people have died there?
কিছু Interrogative Sentence
১. বাজে জিনিস পড়ে সময় নষ্ট কর কেন? Why do you waste time in reading trash? (হোয়াই ডু ইউ ওয়েষ্ট টাইম ইন রিডিং ট্রাস?)
৩. সেকি তোমাকে ইহা বলে নাই? Didn’t he tell you this? (ডিডেন্ট হি টেল ইউ দিস?)
৪. তুমি কি করছিলে? What were you doing? (হোয়াট ওয়্যার ইউ ডুয়িং?)
৫. কেকটি কি তুমি বানিয়েছ? Did you make this cake? (ডিড ইউ মেক দিস কেক?)
৬. তুমি কি আজ উঠবে না? Won’t you get up today? (ওন্ট ইউ গেট আপ টুডে?)
৭. আপনি কেন ব্যাস্ত হচ্ছেন? Why do you bother? (হোয়াই ডু ইউ বদার?)
৮. আপনি এখানে কেন এসেছেন? What brings you here? (হোয়াট ব্রিংস ইউ হিয়ার?)
৯. তুমি গতকাল মার্কেটে গিয়েছিলে, যাওনি? You went to the market yesterday, didn’t you? (ইউ ওয়েন্ট টু দা মার্কেট ইয়েস্টারডে, ডিডেন্ট ইউ?)
১০. আকাশ মেঘে ঢাকা, তাই না? The sky is clouded, isn’t it? (দা স্কাই ইজ ক্লাউডেড, ইজেন্ট ইট?)
১১. তোমার কলমটি ভাল লেখে, লেখে না? Your pen writes well, doesn’t it? (ইওর পেন রাইটস ওয়েল, ডাজেন্ট ইট?)
১২. তোমার টাকার টান পরেছিল, নয় কি? You were short by money, weren’t you? (ইউ ওয়ের শর্ট বাই মানি, ওয়ারেন্ট ইউ?)
১৩. তাহাদের কেউই উওরটা জানতনা, জানত? None of them knew the answer, did they? (নান অফ দেম নিউ দা অ্যানসার, ডিড দেই?)
১৪. আজ খুব ঠান্ডা, নয় কি? It’s very cold today, isn’t it? (ইটস ভেরি কোল্ড টুডে, ইজেন্ট ইট?)
১৫. আমরা শিঘ্রই তৈরি হয়ে যাব, যাব না? We will be ready soon, won’t we be? ( উই উইল বি রেডি সুন, ওন্ট উই বি?)
১৬. তুমি তোমার কাজ শেষ করে নিয়েছিলে, নাওনি? You had your work done, hadn’t you? (ইউ হ্যাড ইওর ওয়ার্ক ডান, হ্যাডেন্ট ইউ?)
১৭. তুমি ইংরেজী বলতে পারো, পারোনা? You can speak English, can’t you? (ইউ ক্যান স্পিক ইংলিস, ক্যান্ট ইউ?)
১৮. আপনার সেখানে যাওয়ার দরকার নেই, আছেকি? You needn’t go there, do you? (ইউ নিডেন্ট গো দেয়ার, ডু ইউ?)
১৯. তুমি কি সারাক্ষণ বাইরে ছিলে? Were you out the whole time? (ওয়ের ইউ আউট দা হোল টাইম?)
২০. কয়টা বাজে? What time is it? (হোয়াট টাইম ইজ ইট?)
২১. তুমি সেখানে কি করছিলে? What were you doing there? (হোয়াট ওয়ের ইউ ডুয়িং দেয়ার?)
২২. তুমি কি তোমার গাছ গুলো ছাঁটতেছিলে? Were you pruning your plants? (ওয়ের ইউ প্রুনিং ইওর প্ল্যান্টস?)
২৩. তুমি তোমার গাছে পানি দিয়েছ? Did you water your plants? (ডিড ইউ ওয়াটার ইওর প্যান্টস?)
২৪. আমরা সেখানে যাব না, যাব কি? We won’t go there, would we? (উই ওন্ট গো দেয়ার, উড উই?)
২৫. দিনটা খুব সুন্দর তাই না? The day is very wonderful, isn’t it? (দা ডে ইজ ভেরি ওয়ান্ডারফুল, ইজেন্ট ইট?)
২৬. তোমাকে দিয়ে কি কাজ টি হবে? Will the work be done by you? (উইল দা ওয়ার্ক বি ডান বাই ইউ?)
২৭. সে বাঁশি বাজাতে পারে, পারে না? She can play the flute, can’t she? (শি ক্যান পে দা ফ্লুট, ক্যান্ট শি?)
২৮. তুমি কি জানালাটা বন্ধ করতে পারবে? Can you close the window? (ক্যান ইউ ক্লোজ দা উইন্ডো?)
২৯. তারা কি বন্ধু? Are they friends? (আর দেই ফ্রেন্ডস?)
৩০. বই টা তোমার সাথে ছিল না? Wasn’t the book with you? (ওয়াজেন্ট দা বুক উইথ ইউ?)
৩১. সেকি গেতে পারে? Can she sing? (ক্যান সি সিং?)
৩২. তুমি কেন কালকে চলে গিয়েছিলে? Why did you go yesterday? (হোয়াই ডিড ইউ গো ইয়েস্টারডে?)
৩৩. তুমি কাকে খুজতেছ? Whom are you looking for? (হোম আর ইউ লুকিং ফর?)
৩৪. সেকি তাকে সাহায্য করেছিল? Did he help him? (ডিড হি হেল্প হিম?)
৩৫. সে এখন কোথায় বলে তামার মনে হয়? Where do you think he is? (হোয়্যার ডু ইউ থিংক হি ইজ?)
৩৬. ‘হারা’ শব্দটি তোমার অভিদানে নেই, আছে কি? The word ‘lose’ isn’t in your dictionary, is it? (দা ওয়ারড ’লুজ’ ইজেন্ট ইন ইয়োর ডিকসনারি, ইজ ইট?)
Imperative sentence (অনুজ্ঞাবোধক বা আদেশসূচক বাক্য)
Optative sentence (ইচ্ছাসূচক বাক্য)
যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশকরে তাকে Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে ।
যেমন:
যেমন:
1. আল্লহ তোমার মঙ্গল করুক - May Allah bless you.
2. বাংলাদেশ দীর্ঘজিবী হউক - live long Bangladesh.
3. আল্লাহ তোমাকে সাহায্য করুক - May Allah help you
Optative Sentence
An Optative Sentence expresses desire, prayer, wish, etc.
A simple pattern can help you more. That is (MAY + ASSERTIVE), but at the same time you should keep in mind that an Optative sentence can be formed without “MAY”.
বেশিরভাগ optative sentence এই may ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রমআছে।
Example:
o May Allah help you to overcome all the obstacles.
o May you be happy in your future life.
o Live long our president.
2. বাংলাদেশ দীর্ঘজিবী হউক - live long Bangladesh.
3. আল্লাহ তোমাকে সাহায্য করুক - May Allah help you
Optative Sentence
An Optative Sentence expresses desire, prayer, wish, etc.
A simple pattern can help you more. That is (MAY + ASSERTIVE), but at the same time you should keep in mind that an Optative sentence can be formed without “MAY”.
বেশিরভাগ optative sentence এই may ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রমআছে।
Example:
o May Allah help you to overcome all the obstacles.
o May you be happy in your future life.
o Live long our president.
সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে May ছাড়াও Optative sentenceহয়। তাই, এটা সবসময় বাধ্যতামূলক নয় যে Optative sentence এর শুরুতে Mayথাকতেই হবে।
Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)
যে Sentence দ্বারা হঠাৎ আকস্মিকভাবেমনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করেতাকে Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য বলে ।
যেমন :
1. কি সুন্দর শিশুটি - How beautiful the baby is !
2. কেমন বোকা তুমি - How fool you are !
3.কি আরামদায়ক বিছানাটি - How comfortable the bed is !
4. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The man is dead.
Structure:
What a/an বা how+adjective+sub.+verb+ext.
What a fine bird it is!
How beautiful you are!
Alas/Hurrah এর জন্য:
Structure: Alas/Hurrah+!+sub.+verb+extension.
Alas ! I am undone!
2. কেমন বোকা তুমি - How fool you are !
3.কি আরামদায়ক বিছানাটি - How comfortable the bed is !
4. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The man is dead.
Structure:
What a/an বা how+adjective+sub.+verb+ext.
What a fine bird it is!
How beautiful you are!
Alas/Hurrah এর জন্য:
Structure: Alas/Hurrah+!+sub.+verb+extension.
Alas ! I am undone!
If/had এর জন্য:
Structure: If/had+subject+verb+extension+!
If I were a king !
Structure: If/had+subject+verb+extension+!
If I were a king !
Exclamatory sentence an exclamatory sentence expresses sudden or strong feelings or emotions like surprise, anger, delight, pain, etc. It is a term of the sudden change of mind.
Sometimes, an exclamatory sentence can start with Alas, Bravo, Ah, Hurrah, What, How, etc.
An exclamatory sign is mandatory after the end of the sentence. কখনোকখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে । কোন বাক্য যদি Alas, Bravo, ah, Oh, Hurrah ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়।
Example:
o Hurrah! We’ve won the game.
o What a beautiful scene!
o Alas! You’ve failed in
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "sentence"
একটি মন্তব্য পোস্ট করুন