আজ ৩১ মে: ইতিহাসের আজকের এই দিনে
রবিবার, ৯ জুন, ২০১৯
Comment
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
৩১ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫১তম (অধিবর্ষে ১৫২তম) দিন। বছর শেষ হতে আরো ২১৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
১৯০২ - বোয়ের যুদ্ধের অবসান হয়।
১৯১০ - দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত।
১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।
১৯৩৫ - কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।
১৯৪১ - জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।
১৯৫২ - ভলগা ডন খালের উদ্বোধন।
১৯৬১ - দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৮৯ - দক্ষিণ কোরিয়া রানার্স আপ।
২০০২ - বিশ্বকাপ ফুটবল।
২০০২ - দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উদ্বোধন।
জন্ম:
১৮১৯ - মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান।
১৮৬০ - চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট
১৯১৫ - অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট।
১৯৬৫ - আমেরিকান অভিনেত্রী ও মডেল ব্রোক শিল্ড।
মৃত্যু:
১৮৩২ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ৩১ মে: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন