আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়


বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বরিশাল বিভাগেঅবস্থিত অন্যতম একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের ৩৩ তম সরকারি বিশ্ববিদ্যালয়।[১]বিশ্ববিদ্যালয়টিতে ২০১২ সালের ২৫ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়লাতিন: University of Barisalধরনসরকারী বিশ্ববিদ্যালয়স্থাপিত২০১১আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যপ্রফেসর ড.ইমামুল হকশিক্ষার্থী৭০০০ (প্রায়)অবস্থানবরিশাল, বাংলাদেশশিক্ষাঙ্গনউপশহর, ৫০ একরসংক্ষিপ্ত নামববি / BUঅধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটbarisaluniv.edu.bd

২০১১-১২ শিক্ষাবর্ষের জন্য ক্লাস শুরু হয় ২০১২ সালের ২৫ জানুয়ারী; ছয়টি বিষয় নিয়েঃ

ব্যবস্থাপনাবিপননইংরেজিঅর্থনীতিসমাজবিজ্ঞানগণিত

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদের অধীনে ২২টি বিভাগ রয়েছে।

জীববিজ্ঞান ও কৃষি অনুষদসম্পাদনা

সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগ

প্রদত্ত ডিগ্রীঃ বিএস(সম্মান), এম.এস.। প্রতিষ্ঠাকালঃ ২০১৩।

বোটানি এন্ড ক্রপ সায়েন্স বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এসসি. (সম্মান)। প্রতিষ্ঠাকালঃ ২০১৪কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রদত্ত ডিগ্রীঃ বি.এসসি (সম্মান)। প্রতিষ্ঠাকাল ২০১৭বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি। প্রদত্ত ডিগ্রীঃ বি.এসসি (সম্মান)। প্রতিষ্ঠাকাল ২০১৮

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদসম্পাদনা

গণিত বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এসসি. (সম্মান), এম এস সি। প্রতিষ্ঠাকাল ২০১২।কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এসসি. (সম্মান)। প্রতিষ্ঠাকাল ২০১৪।রসায়ন বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এসসি. (সম্মান), প্রতিষ্ঠাকাল ২০১৪পদার্থবিজ্ঞান বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এসসি. (সম্মান)। প্রতিষ্ঠাকাল ২০১৫জিওলজি এন্ড মাইনিং বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এসসি. (সম্মান)। প্রতিষ্ঠাকাল ২০১৫পরিসংখ্যান (সন্মান) প্রতিষ্ঠাকাল ২০১৮

কলা এবং মানবিক অনুষদসম্পাদনা

বাংলা বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এ. (সম্মান), এম. এ প্রতিষ্ঠাকাল ২০১৩ইংরেজি বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এ. (সম্মান)।, এম. এ প্রতিষ্ঠাকাল ২০১২দর্শন বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এ (সম্মান) প্রতিষ্ঠাকাল ২০১৭ইতিহাস ও সভ্যতা প্রদত্ত ডিগ্রীঃ বি.এ (সম্মান) প্রতিষ্ঠাকাল ২০১৮

সামাজিক বিজ্ঞান অনুষদসম্পাদনা

অর্থনীতি বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এস.এস (সম্মান), এম.এস.এস। প্রতিষ্ঠাকাল ২০১২লোক প্রশাসন বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এস.এস (সম্মান), এম.এস.এস। প্রতিষ্ঠাকাল ২০১৩রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এস.এস (সম্মান), প্রতিষ্ঠাকাল ২০১৪সমাজ বিজ্ঞান বিভাগ প্রদত্ত ডিগ্রীঃ বি.এস.এস (সম্মান), এম.এস.এস। প্রতিষ্ঠাকাল ২০১২গণযোগাযোগ ও সাংবাদিকতা। প্রদত্ত ডিগ্রীঃ বি.এস.এস (সম্মান)। প্রতিষ্ঠাকাল ২০১৮

ব্যবসায় শিক্ষা অনুষদসম্পাদনা

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। প্রদত্ত ডিগ্রীঃ বি.বি.এ. (সম্মান) এম.বি.এ, প্রতিষ্ঠাকাল ২০১৩ ।ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। প্রদত্ত ডিগ্রীঃ বি.বি.এ. (সম্মান), এম.বি.এ। প্রতিষ্ঠাকাল ২০১২ ।মার্কেটিং বিভাগ । প্রদত্ত ডিগ্রীঃ বি.বি.এ. (সম্মান), এম.বি.এ। প্রতিষ্ঠাকাল ২০১২।ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ । প্রদত্ত ডিগ্রীঃ বি.বি.এ. (সম্মান),এম.বি.এ, প্রতিষ্ঠাকাল ২০১৪।

আইন অনুষদসম্পাদনা

আইন বিভাগ । প্রদত্ত ডিগ্রীঃ এল.এল.বি. (সম্মান), প্রতিষ্ঠাকাল ২০১৪।

১৯৬০ সালে প্রথম বাংলাদেশ স্বাধীনতার আগে একটি বিশ্ববিদ্যালয়ের চাহিদা তৈরি হয়। ১৯৭৩ সালে একটি শহর সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সময় তত্কালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষনা করেন, বরিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন যা আকাঙ্ক্ষিত ছিল তার। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বরিশাল সার্কিট হাউস মধ্যে একটি সমাবেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিন দশক পরে বরিশাল মানুষের শক্তিশালী চাহিদা থেকে নভেম্বর ২৯, ২০০৮ ECNEC (Executive Committee of National Economic Council) এই প্রস্তাব পাশ করে, তারপর তত্ত্বাবধায়ক সরকার দ্বারা। ২২ নভেম্বর, ২০১১, প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিশ্ববিদ্যালয়ের ভবনের নির্মাণ শুরু করেন। বরিশাল জিলা স্কুল অস্থায়ী ক্যাম্পাসে ২৫ জানুয়ারী, ২০১২ সালে বেলা পৌনে ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত কার্যক্রম উদ্বোধন করেন। মুল ক্যাম্পাস ২০১৩ সালে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার কর্ণকাঠিতে নির্ধারিত হয়। কীর্তনখোলা নদীর তীরে কর্ণকাঠি এলাকায় রয়েছে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ ক্যাম্পাস যেখানে সকল বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বরিশাল বিশ্ববিদ্যালয়"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel