Call Blocker
রবিবার, ৭ জুলাই, ২০১৯
Comment
অপরিচিত নাম্বারের কল গুলিতে অনেকে বিরক্ত বোধ করেন। তার থেকেও বেশী বিরক্তিকর হল অপারেটরের অ্যাড গুলি। সারাদিনে কি পরিমাণ SMS ও কল আসে যারা ভুক্তভুগি তারা খুব ভালো করেই জানেন। এর থেকে পরিত্রাণের উপায় অনেকের জানা আছে আবার অনেকের নেই!
বর্তমান সময়ের রম গুলিতে “কল ব্লক” ফিচারটি অন্তরভুক্ত থাকে, তাই আপনি চাইলেই অন্য কোন অ্যাপের সাহায্য ছাড়া এটি অ্যাক্টিভ করে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।
নির্দিষ্ট কল (ব্যাক্তি) ব্ল্যাকলিস্ট করতেঃ
• Open your android’s dialer
• Press Menu > Select Settings
• Scroll down and select “Blacklist”
• Check “Enable Blacklist”
• Scroll down and select “Add phone number”
• Now add the number to blacklist.
কাজ শেষ! এবার যখনি ঐ (ব্ল্যাকলিস্ট ভুক্ত) ব্যাক্তি আপনাকে কল করবে, তখন সে আপনার ফোন ব্যাস্ত পাবে।
অপরিচিত কল ব্ল্যাকলিস্ট করতেঃ
• Open your android’s dialer
• Press Menu > Select “Settings”
• Scroll down and select “Blacklist”
• Check “Private numbers”
• Check “Unknown numbers”
যখনি আপনি “unknown numbers” ব্লক করে দিবেন, তখন থেকে আপনার ডিভাইস শুধুমাত্র “contact list” এ সংরক্ষিত নাম্বার গুলির কল গ্রহণ করবে।
নির্দিষ্ট ব্যাক্তির কল সরাসরি “voicemail” এ পাঠাতেঃ
• Open “Contacts” or “People”
• Select a contact you want to send to voicemail
• Press menu and then select “All call to voicemail”
• Now when that caller calls you it will go straight to voicemail.
উপরের এই সেটিং গুলি সাধারণত সব ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য। তবে কিছু ডিভাইস আছে, যেগুলির সেটিং একটু ব্যাতিক্রম। যেগুলিতে Android ভার্সন জেলিবিন বা এর পরবর্তী ভার্সন আছে –
নির্দিষ্ট কল (ব্যাক্তি) ব্ল্যাকলিস্ট করতেঃ
HTC’র ক্ষেত্রে
• Open your Apps window and then simply open “People” (Your contacts)
• Long press on any contact you want to block
• Select “Block Contact”
• You will be prompted that you will no longer receive call or texts from the contact
• Confirm the process and now your contact is blacklisted.
Samsung এর ক্ষেত্রে
• Open your system “Settings” and tap “My Device”
• Select “call” > “Call Rejection” > You should now see an auto-reject list
• Now simply “Add” up to 100 numbers in the auto-reject list
• To unblock contacts simple delete the contacts from the auto-reject list
এর পরেও যদি আপনার ডিভাইসে কল ব্লক করতে না পারেন; মানে ডিভাইসের রমে এই ফিচার না থাকে, তাহলে আপনি যে কোন একটি অ্যাপ ব্যাবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
আর এর জন্যে আপনাদের দুটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব (যদিও অনেকে জানেন এই অ্যাপ গুলির সম্পর্কে)।
একটি হলো Call Blocker আর অন্যটি হলো Call Master
Call Blocker অ্যাপটি জনপ্রিয় এবং এর ব্যাবহার পদ্ধতি কিছুটা সহজ। কিন্তু Call Master অ্যাপটি একটু এডভান্স ইউজারদের জন্যে বলে আমি মনেকরি। আর এর সুবিধার পাশাপাশি ব্যাবহার পদ্ধতি (বিশেষত সেটিং) একটু জটিল, কিন্তু অনেক কাজের।
এর কিছু সুবিধা নিচে দিলাম পড়ে দেখতে পারেন –
• Your phone never rings
• Your screen never turns on
• Private call and SMS inbox with log sweeper
• Reject unknown, withheld and private numbers
• Password protection
• Route message content to other numbers
• Clear frequent call lists
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "Call Blocker"
একটি মন্তব্য পোস্ট করুন