আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

‎‎সেলফোন চার্জার

‎‎সেলফোন চার্জার


ভূমিকাঃ

সেলফোন ব্যবহারকারীরা মাঝে মাঝে এ বিষয়ের গুরুত্ত্ব অনুধাবন করে থাকে। যখন কোন ব্যবহারকারীর সেলফোন চার্জারটি নষ্ট হয়ে যায়। স্থানীয় বাজারে যে চার্জারগুলি কিনতে পাওয়া যায় তা গুণগত মানে ভাল নয়, কিছুদিন ব্যবহার করলেই নষ্ট হয়ে যায়। আজ একটি ভাল এবং গুণগত মান সম্পন্ন সেল ফোন চার্জারের ইলেকট্রনিক প্রোজেক্ট নিয়ে আলোচনা করার প্রয়াস পাব। এই ধরণের চার্জার নকিয়া, এলজি, মটোরলা ইত্যাদি নামী দামী কোম্পানীগুলি তাদের সেলফোনের সাথে সরবরাহ করে থাকে। সুতরাং বুঝতেই পারছেন এর গুণগত মান অত্যন্ত উন্নত।

উদ্দেশ্যঃ

সুইচিং ডিভাইস সম্পর্কে জানা ও ব্যবহার শেখা

LNK61X সিরিজের ডিভাইস সম্পর্কে পরিচিতি লাভ করা

সার্কিট তৈরীর বাস্তব অভিজ্ঞতা লাভ করা

বুদ্ধিবৃত্তি ও সৃজনশীলতা বাড়ানো

মূলনীতিঃ

এই সার্কিটের মূল উপাদান হলো একটি সেমিকন্ডাকটর ডিভাইস যার পার্ট নাম্বার LNK616PG যা LinkSwitch-II পরিবারভূক্ত LNK61X সিরিজের অন্তর্ভূক্ত একটি ইন্টিগ্রেডেড সার্কিট। ইহা ওয়াইড রেঞ্জ ইউনিভার্সাল ইনপুট, 5 ওয়াট, স্থির ভোল্টেজ/স্থির কারেন্ট (CV/CC) লিংক সুইচ ইঞ্জিন যা বিভিন্ন মেবাইল চার্জার এবং সমগোত্রীয় বিভিন্ন লো-কারেন্ট ও লো-ভোল্টেজ পাওয়ার সরবরাহ অপারেশনে অধিক ব্যবহার হয়। আমরা এই সেমিকন্ডাকটর ইঞ্জিনটি ব্যবহার করে আমাদের কাংক্ষিত মোবাইল চার্জারটি তৈরি করব।

এই ডিভাইসটির কাজের মূলনীতি হলো ওয়াইড রেঞ্জে ডিসি পাওয়ার গ্রহণ করে অভ্যন্তরীণ ভাবে উচ্চ কম্পংকের পালস সিগনাল তৈরী করা এবং তা দ্বারা একটি ছোট ট্রান্সফর্মার সুইচিং করা যার ফলে ট্রান্সফর্মারের সেকেন্ডারীতে একটি উচ্চ কম্পাংকের এসি পালস তৈরী হয় এবং পরবর্তীতে এই এসি পালসকে রেকটিফিকেশনের মাধ্যমে ডিসি সরবরাহে রূপান্তর করে ডিসি সরবরাহ তৈরী করা যায়।

ডিভাইসটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান POWER INTEGRATIONS কোম্পানী এর অভ্যন্তরে কিছু অটোমেটকি কন্ট্রোলিং ফিচার যুক্ত করেছে যার ফলে এই ডিভাইসটি হতে আরো কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে, যেমনঃ (১) স্থির ভোল্টেজ/স্থির কারেন্ট (CV/CC) সুবিধা যার ফলে আউটপুটে স্থির মানের ডিসি ভোল্টেজ ও কারেন্ট পাওয়া যাবে। (২) ওপেন লুপ/আউটপুট শর্ট সার্কিট প্রটেকশন যার ফলে আউটপুট শর্ট থাকলে সার্কিটটি অটো অফ হবে। (৩) থার্মল শাট-ডাউন যার ফলে সার্কিটের তাপমাত্রা নির্ধারিত মানের বেশী হলে সার্কিটটি অটো অফ হবে ইত্যাদি।

স্ক্যামিটিক ডায়াগ্রামঃ


‎‎সেলফোন চার্জার

সার্কিট অপারেশনঃ

স্ক্যামিটিক ডায়াগ্রামের সর্ব বামে RF1 নামের ফিউজেবল রেজিস্টরটি এসি মেইন সরবরাহ হতে 220V, 50Hz সরবরাহ গ্রহন করে ব্রিজ রেকটিফায়ারের ইনপুটে প্রয়োগ করে। ব্রিজ রেকটিফায়ারের আউটপুটে প্রাপ্ত পালসেটিং ডিসি C1, C2, L1, L2 সমেত একটি π-নেটওয়ার্কের মাধ্যমে দুই ধাপে ফিল্টার হয়ে রিপল দুর হয়। এবং মোটামুটি বিষুদ্ধ ডিসি ট্রান্সফর্মারে প্রযুক্ত হয়। অপরদিকে U1 এর ড্রেইন টার্মিনাল দ্বারা ট্রান্সফর্মারটি পরিচালিত হয়। C3, R3, R4, D5 দ্বারা গঠিত RCD-R ক্ল্যাম্প নেটওয়ার্কটি লিকেজ ইন্ডাকট্যান্সের কারনে সৃষ্ট ড্রেইনের ভোল্টেজ স্পাইক দুর করতে সাহায্য করে।

ফিডব্যাক ওয়াইন্ডিং এ উৎপন্ন ভোল্টেজ, ফিডব্যাক রেজিস্টর R5 এবং R6 এর মাধ্যমে U1 এর FB পিনে গৃহীত হয় এবং এর মাধ্যমে আউটপুট ভোল্টেজের অবস্থা জানা যায়। এই গৃহীত সিগনালের প্রকৃতির উপর ভিত্তি করে U1 প্রয়োজনীয় CC এবং CV অপারেশন সম্পন্ন করে। এভাবে আউটপুট ভোল্টেজ রেগুলেশন হয়।

ট্রান্সফর্মারের সেকেন্ডারী ওয়াইন্ডিং যা ৮ ও ১০ নং ট্যাপিং এ নির্দেশিত এর এক প্রান্তে একটি শটকি বেরিয়ার ডায়োড যুক্ত করে আউটপুট রেকটিফিকেশনের কাজ করা হয়। C7 এবং R9 যথাক্রমে আউটপুট ফিল্টার এবং প্রাইমারী লোড হিসাবে কাজ করে। C6 এবং R8 শটকি ডায়োড D7 এ উচ্চ কম্পাংকের রিংগিং এবং ভোল্টেজ স্ট্রেস দুর করতে সাহায্য করে।

LNK616PG এর পিন ডায়াগ্রামঃ

                                ‎‎সেলফোন চার্জার

LNK616PG এর পিন ডায়াগ্রাম চিত্রে দেখানো হলো। এর মোট ৮টি পিনের মধ্যে ৩নং পিনটি অনুপস্থিত। ১নং পিনটি FEEDBACK (FB) পিন, ২নংটি BYPASS/MULTI-FUNCTIONAL PROGRAMMABLE (BP/M) পিন, ৪নংটি DRAIN (D) পিন এবং ৫ হতে ৮ পর্যন্ত সবগুলি SOURCE (S) পিন। সার্কিটে সংযোগের সময় ৫ হতে ৮ পর্যন্ত সবগুলি সোর্স পিন শর্ট করে সংযোগ করতে হয়।

T1 ট্রান্সফর্মারের বর্ণনাঃ

                                            ‎‎সেলফোন চার্জার

ট্রান্সফর্মারটি কিভাবে তৈরী করবেন তা একটি বড় ভাবনার বিষয়, কেননা ট্রান্সফর্মারটি সঠিকভাবে তৈরী এবং সঠিক সংযোগ না হলে সার্কিট সফল হবে না। বাজার হতে একটি EE16 টাইপ 8-Pin ট্রান্সফর্মার কিনে নিলে হবে। অথবা হাতে তৈরী করতে চাইলে এর প্যাঁচের সংখ্যা এবং তারের গেজের মাপ পাশের চিত্র হতে বুঝে নিন। এর পর একটি EE16 টাইপ 8-Pin ট্রান্সফর্মার ববিনের উপর ওয়ান্ডিং তৈরী করে ফেরিট EI কোর ববিনের ছিদ্রে প্রবেশ করিয়ে কোরের গঠন সম্পন্ন করুন। কোরের বাহিরের পার্শ্বে আটসাট করে টেপ দ্বারা বেষ্টন করে দিন যাতে কোর ঢিলা হতে না পারে। কোর ঢিলা হলে বাঁজে শব্দের সৃষ্টি হতে পারে। এর পর ট্রান্সফর্মারের ট্যাপিংগুলি ববিনের সাথে যুক্ত টার্মিনালের সাথে সোল্ডারিং করে ট্যাপ নাম্বার চিহ্নিত করে রাখুন যাতে পরে সংযোগ করতে সুবিধা হয়।

প্রয়োজনীয় পার্ট তালিকাঃ

ক্রমিক পার্ট নাম এবং নাম্বার পরিমান

RF1 – 10Ω, 2W 01

R1, R2 Absent

R3 – 470kΩ 01

R4 – 300Ω 01

R5 – 14.7kΩ 01

R6 – 9.76kΩ, 1% 01

R7 – 6.2kΩ, 01

R8 – 100Ω, 01

R9 – 1.2kΩ, 01

D1 to D5 – 1N4007 05

D6 – LL4148 01

D7 – SL44 01

C1 – 4.7μF, 400V 01

C2 – 10μF, 400V 01

C3 – 1nF, 1kV 01

C4 – 1μF, 25V 01

C5 – 10μF, 16V 01

C6 – 2.2nF, 50V 01

C7 – 1000μF, 16V 01

L1, L2 – 1.5mH 02

C4 – 1μF, 25V 01

U1 – LNK616PG 01

T1 – EE16 01

Connecting Cord As Required

AC Plug 01

Plastic Casing 01

CC Board 5”×5” 01

ধারাবাহিক কার্যপদ্ধতিঃ

পার্টগুলি সংগ্রহ করুন।

পিসিবি চিত্রের মত করে CC বোর্ডের উপর পারমানেন্ট মার্কার কলম দিয়ে একটি পিসিবি লে-আউট তৈরী করুন এবং স্ক্যামিটিক ডায়াগ্রামের সাথে মিলিয়ে পরীক্ষা করে দেখুন সঠিক আছে কি-না।

ফেরিক ক্লোরাইডের FeCl3 মৃদু উত্তপ্ত জলীয় দ্রবনে CC বোর্ডটি ২ ঘন্টা চুবিয়ে রাখুন তাহলে চিত্রের মত প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরী হবে।

প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরী হলে পার্টগুলি স্ব-স্ব স্থানে সোল্ডারিং করে লাগান এবং সংযোগ তার ও চার্জিং জ্যাক/পোর্ট লাগান।

পাওয়ার সরবরাহ করে চার্জিং পরীক্ষা করুন।

পিসিবিঃ


                                                     ‎‎সেলফোন চার্জার
একটি তৈরীকৃত চার্জার সার্কিটঃ

                                                      ‎‎সেলফোন চার্জার

গুণাবলীঃ

উপরোক্ত সার্কিটটি সফলভাবে তৈরী করলে তার ইনপুট/আউটপুট বৈশিষ্ট্য নিম্নরূপ হবেঃ

ইনপুট বৈশিষ্ট্যঃ

ইনপুট ভোল্টেজঃ 85 – 265 V, AC, 50/60 Hz

নো-লোড ইনপুট পাওয়ারঃ 50mW

আউটপুট বৈশিষ্ট্যঃ

আউটপুট ভোল্টেজঃ 5.00 V, DC

আউটপুট কারেন্টঃ 1000 mA

আউটপুট পাওয়ারঃ 1000×5 mW = 5W

সাবধানতাঃ

অপ্রাপ্তবয়স্ক যাদের বয়স ১৮ এর নিচে এবং যারা অনভিজ্ঞ তারা বানানোর চেষ্টা করবেননা, শুধুমাত্র ইলেকট্রনিক্সের শিক্ষর্থীরা তৈরী করুন।

সার্কিটটি একটি অপরিবাহী মোড়কে আবদ্ধ করে ব্যবহার করুন নতুবা মারাত্বক বৈদ্যূতিক শকের সম্ভবনা রয়েছে। 

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "‎‎সেলফোন চার্জার"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel