ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং
বুধবার, ১৭ জুলাই, ২০১৯
Comment
কোন বিষয় নিয়ে আপনি পড়াশুনা করবেন । আসুন জেনে নেওয়া জাক।
আজকে "ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং" সম্পর্কে জানি।
ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং
✦✦ বিষয়বস্ত
chemistry কে base ধরে যে Application সেসব বিষয়। পাম্প, বয়লার, distillation ইত্যাদির সঙ্গে Related জিনিস পড়ানো হয়।
✦✦ চাহিদা
বাংলাদেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কম। তারপরেও মোটামুটি চাকুরি হয়ে যায়। বিভিন্ন private sector এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেয় তবে খুব কম পরিমানে নেয়। বর্তমান ও ভবিষ্যত মোটামুটি একই রকম। তবে বিদেশে ভালো সুযোগ রয়েছে।
✦✦ কোথায় পড়ানো হয়
দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট এবং সিলেট শাহজালালে পড়ানো হয়।
এছাড়া Stamford University তেও পড়ানো হয়।
✦✦ স্কলারশীপ
বুয়েটে কেমিক্যালের বেশকিছু স্কলারশীপ রয়েছে। এছাড়া বাইরের স্কলারশীপই বেশী। মূলত Subject টি পড়ে বাইরে যাওয়াটাই ভালো
✦✦ চাকুরি
দেশে Square, Unilever, Beximco etc এবং সরকারি মেট্রোবাংলা, তিতাস, সারকারখানা গুলো, Cement factory তে চাকুরি হয়।
✦✦ উচ্চশিক্ষা
বুয়েটে MS, PhD পর্যন্ত করানো হয়।
✦✦ আরবান এন্ড রেজিওন্যাল প্ল্যানিং
✦✦ বিষয়বস্ত
একটি নতুন শহর বা হাউজিং এস্টেট গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা সংক্রান্ত জ্ঞান।
গ্রাম থেকে নগরায়নের পদ্ধতি, প্রভাব, সুফল ও কুফল সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়াদি।
✦✦ চাহিদা
বর্তমানে দেশ এবং বিদেশে এই বিষয়ের চাহিদা মোটামুটি ভাল। তবে, একজন ভাল প্ল্যানারের যথেস্ট চাহিদা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। উপরন্ত, স্হাপত্যকলার সাথেও এই বিষয়ের অনেক মিল থাকায় এই বিষয়ের যথেস্ট চাহিদা আছে।
✦✦ কোথায় পড়বেন
✦✦ দেশেঃ বুয়েট, শাবিপ্রবি, জাবি,প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে।
✦✦ বিদেশেঃ প্রায় সব খ্যাতনামা ও মাঝারি মানের বিশ্ববিদ্যালয়, যেখানে স্হাপত্য-কলা আছে।
✦✦ স্কলারশীপ
বিশ্ববিদ্যালয় থেকে ডিপার…… স্কলারশীপ ছাড়াও অষ্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি দেশে এই বিষয়ের উপর স্কলারশীপ পাওয়া যায়।
✦✦ উচ্চ শিক্ষা
✦✦ দেশেঃ বুয়েট, শাবিপ্রবি, জাবি
✦✦ বিদেশেঃ প্রায় সব খ্যাতনামা ও মাঝারি মানের বিশ্ববিদ্যালয়
✦✦ চাকুরি সুবিধা
✦ ১ ) রাজউক,
✦ ২) বিভিন্ন নগর উন্নয়ন কর্তৃপক্ষ-এ
✦ ৩) রিয়েল এস্টেট কোম্পানী,
✦ ৪) ডিজাইনিং ফার্ম,
✦ ৫) বিভিন্ন প্রজেক্টে প্ল্যানার হিসেবে,
✦ ৬) এছাড়াও স্নাতক পাশের পর অন্যান্য সব বিষয়ের মত সাধারণ ক্ষেত্রগুলোতে।
✦✦ ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)
✦✦ বিষয় বস্ত
-প্রডাকশন ম্যানেজমেন্ট
-ইন্ড্রাষ্টি ম্যানেজমেন্ট
-মেকানিকাল ম্যানেজমেন্ট
-প্রফিটেবল মেকানিকাল ডিজাইন
✦✦ চাহিদা
বর্তমানে দেশে ও বিদেশে এই বিষয়ের চাহিদা অত্যন্ত ব্যাপক। একই সাথে একজন বিজনেস ম্যানেজার এবং প্রডাকশন ইঞ্জিনিয়ারের কাজ একজন আই.পি.ই. ইঞ্জিনিয়ারকে দিয়ে করানো সম্ভব বলে ভবিষ্যতেও এর ব্যাপক চাহিদা থাকবে বলে আশা করা যায়।
✦✦ কোথায় পড়বেন
✦✦ দেশেঃ বুয়েট, শাবিপ্রবি, রুয়েট, কুয়েট।
✦✦ বিদেশেঃ কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে, যেসন – আলীগড় বিশ্ববিদ্যালয়, ভারত; ইন্টারন্যাশনাল ইসলামিক ইউঃ মালয়েশিয়া ইত্যাদি জায়গায় এবং অধিকাংশ খ্যাতনামা এবং মাঝারি মানের বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নামে IPE– এর প্যারালাল সাবজেক্ট আছে।
✦✦ স্কলারশীপ
-কিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ডিপার্টমেন্টাল স্কলারশীপ।
-বিদেশে বিভিন্ন প্রডাকশন কোম্পানী কর্তৃক প্রদত্ত স্কলারশীপ।
✦✦ উচ্চ শিক্ষা
✦✦ দেশেঃ বুয়েট, শাবিপ্রবি
✦✦ বিদেশেঃ প্রায় সব খ্যাতনামা ও মাঝারি মানের Varsity তবে USA- তে উচ্চশিক্ষায় যথেষ্ট সুযোগ ও চাহিদা আছে।
✦✦ চাকুরি সুবিধা
✦✦ ১) British American Tobacco (BAT)
✦✦ ২) প্রডাকশন কোম্পানী, ম্যানুফ্যাকচারিং কোম্পানী, গার্মেন্টস,
✦✦ ৩) ম্যানেজমেন্টের কাজের জন্য যেকোন কোম্পানী বা ইন্ডাষ্ট্রিতে বিজনেস এক্সিকিউটিভ হিসেবে ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং"
একটি মন্তব্য পোস্ট করুন