ডায়োড
রবিবার, ২১ জুলাই, ২০১৯
Comment
ডায়োড সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ডায়োড সম্পর্কিত প্রশ্ন– ডায়োড সিরিজে সংযোগ করলে Volt drop হয় কিন্তু Current controll করছে না কেন? প্রত্যেকটা ডায়োডের নিজ্বস একটা রেজিষ্ট্যান্স থাকে তাহলে ডায়োড কেন Current Controll করছে না?
উত্তরঃ- ১টি ডায়োডকে মিটারে মাপলে ডায়োডের গঠন ও নাম্বার অনুযায়ী silicon diode এর ক্ষেত্রে (0.5K থেকে 1.2K ) দেখায়, এটা হল ডায়োডের dynamic resistance ডাইনামিক রোধ৷ কিন্তু যখন conductive অবস্থায় বা ডায়োডের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হতে থাকে তখন ডায়োডের Forward resistance (অগ্রবর্তী রোধ) কমতে থাকে ৷
১টি ডায়োডের মধ্যে (Electron ও Hole) যতবেশী Charge carrier সুযোগ পাবে, ডায়োডের (conductivity) কন্ডাকটিভিটি তত বৃদ্ধি পাবে এবং (forward Resistivity) রেজিষ্টিভিটি কমতে থাকে, এটাই ডায়োডের ধর্ম ৷silicon diode এর ক্ষেত্রে Voltage drop 0.6v-0.7v এবং Resistive drop 0.3v-0.5v ধরা হয় ৷
অর্থাৎ ১টি ডায়োডের (Anode) এনোডে যদি 0.7v+0.3 to 0.5v বা 1v থেকে1.2v অতিক্রম করে তখন conductivity (কন্ডাকটিভটি) বৃদ্ধি পেতে থাকে ও ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে শুরু করে এবং Forward resistance ফরওয়ার্ড রেজিষ্ট্যান্স কমতে থাকে, কমতে কমতে 0.10 নীচে বা 0 ওহম রোধের কাছাকাছি চলে আসে ৷ এখানে সামান্যতম রোধ থাকে তা খুবই নগন্য, যা হিসেবে ধরা হয় না৷ এই জন্যই ডায়োড Volt drop করে কিন্তু Current control করে না ৷
প্রশ্নঃ- 12V থেকে ১০টি ডায়োড সিরিজে লাগিয়ে (0.7×10)=7v ড্রপ করে (12v-7v)= 5v বানিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে কি ? এতে মোবাইলের কোন ক্ষতি হবে কি ? বা হলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং কেন ?
অথবা এই পদ্ধতির বিকল্প ও আরো উন্নত কোন ধরনের Power circuit ব্যবহার করা যায় ?
উত্তরঃ- এ পদ্ধতিতে যদিও Volt drop হয়ে 5V হয়, কিন্তু তা দিয়ে কখনও মোবাইল চার্জ দিতে যাবেন না, এতে আপনার সাধের মোবাইলটি নষ্ট হয়ে যেতে পারে ৷ একজন হবিষ্টের মনে এ জাতীয় প্রশ্ন জন্ম নিতেই পারে, এটাই স্বাভাবিক ৷
আসুন একটু বিস্তারিত জানার চেষ্টা করিঃ-ডায়োডের ধরণ,নাম্বার ও প্রস্তুতকারী কোম্পানী অনুযায়ী ডায়োডের ভোল্টেজ ড্রপ 0.3 থেকে 0.7 Volt drop হতে পারে ৷ (জার্মেনিয়াম ডায়োডের 0.3v ও সিলিকন ডায়োডের ক্ষেত্রে 0.7v ধরা হয় ৷ )
ধরি 1N4007 এর ভোল্ট ড্রপ 0.7 Volt ৷ সে অনুযায়ী ১০টা ডায়োডে 10×0.7 = 7V হয় ৷ তাহলে (12v – 7v) = 5V হয় ঠিকই ৷ এখানে তত্ত্বগত দিক দিয়ে বিচার করলে, যদি আপনার Power source টি সর্বোচ্চ 1Amp ক্ষমতা সম্পন্ন হয়, সে ক্ষেত্রে মোবাইল চার্জ দেওয়া সম্ভব ৷
কিন্তু যদি আপনার Power Source টি 1Amp এর চাইতে বেশী অর্থাৎ 2/3/5Amp বা তার চাইতে বেশী ক্ষমতা সম্পন্ন হয় সে ক্ষেত্রে আপনার মোবাইলের ভিতর চার্জিং সার্কিটের সুইচিং TR/mosfet/ ic প্যাকেজটি নষ্ট হয়ে যাবে ৷ কারন ডায়োড সিরিজ সংযোগের ফলে Volt drop করে ঠিকই কিন্তু Current Controll করছে না, এখানে Current limite এর ব্যবস্থা না থাকায় চার্জিং সেকশনের সুইচিং TR/mosfet/IC প্যাকেজটি পুড়ে যাবে ৷ দীর্ঘক্ষন সংযোগ থাকলে over current প্রবাহিত হয়ে 1N4007 ডায়োড গুলিও নষ্ট হতে পারে ৷ তাই এই পদ্ধতিতে মোবাইল চার্জ বা অন্য কোন সার্কিটে পাওয়ার না দেওয়াই উচিৎ ৷
বিকল্প হিসেবে আমরা রেগুলেটর ic 7805 অথবা Lm317T ic সংযুক্ত power cicuit ব্যবহার করতে পারি ৷ যদি বেশী Amp ও power loss কমানোর প্রয়োজন হয়, সে ক্ষেত্রে আমরা Lm 2576-5v ic যুক্ত power circuit ব্যবহার করতে পারি, এটা খুবই কার্যকরি ও দারুন কাজ করে ৷
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ডায়োড "
একটি মন্তব্য পোস্ট করুন