হা-বোধক বাক্য ও কোন কাজ এখনো চলছে বুঝালে
সোমবার, ১৫ জুলাই, ২০১৯
Comment
>> Still (এখনওপর্যন্ত)
হা-বোধক বাক্য ও কোন কাজ এখনো চলছে বুঝালে…
Example
✪ Do you still live at Lalbag?
তুমি কি এখনও লালবাগে থাক?
✪ My father is still alive.
আমার বাবা এখনো বেচে আছে।
✪ Do you still interested to him?
তুমি কি এখনো তার প্রতি আগ্রহী?
✪ Do you still hate me?
তুমি কি এখনো আমাকে ঘৃণা কর?
✪ I’m still waiting for you
আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি।
✪ He is 40 years old, and he is still unmarried.
তার বয়স ৪০, এখনো সে অবিবাহিত
>> Yet (এখনওপর্যন্ত)
না-বোধক বাক্য ও কোন কাজ এখনও শুরু হয়নি বুঝালে….…..
Example
✪ Why didn’t you go yet?
তুমি এখনও যাওনি কেন?
✪ Haven’t you slept yet?
তুমি এখনো ঘুমাওনি?
✪ I haven’t finished it yet
আমি এখনো এটা সম্পন্ন করিনি।
✪ I haven’t reached office yet
আমি এখনো অফিসে পৌছিনি।
✪ He didn’t buy a phone yet
সে এখনো একটা ফোন কিনে নাই
✪ Rumi couldn’t finish the work yet
রুমি এখনো কাজটা শেষ করতে পারে নাই
>> Already- (এর মধ্যে)
কাজ ইতিমধ্যে শেষ হয়েছে….
Example
✪ আমি ইতিমধ্যে বইটি পড়েছি।
I have already read the book.
✪ তুমি কি এর মধ্যে দুপুরের খাবার সেরে ফেলেছ?
Did you already have your launch?
✪ তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলেছি।
Be quick, we are already late.
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "হা-বোধক বাক্য ও কোন কাজ এখনো চলছে বুঝালে"
একটি মন্তব্য পোস্ট করুন