ভূগোল
বুধবার, ১৭ জুলাই, ২০১৯
Comment
কোন বিষয় নিয়ে আপনি পড়াশুনা করবেন । আসুন জেনে নেওয়া জাক।
আজকে "ভূগোল" সম্পর্কে জানি।
ভূগোল (Geography)
✦✦ ভূমিকা
ভূগোল বিষয়ের আলোচ্য শাখাগুলো হল প্রাকৃতিক, মানবিক এবং সাংস্কৃতিক- যার মাধ্যমে মানুষ জানতে পারে প্রকৃতির সৃষ্টি জগৎ সম্পর্কে, অনুধাবন করতে পারে মানুষও প্রকৃতির মিথস্ক্রিয়াশীল সম্পর্কের ব্যাপারে।
✦✦ যা পড়ানো হয়
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে মূলত মনুষ ও পরিবেশের সম্পর্ক, বিভিন্ন সময় ও স্থান সম্পর্কে পড়ানো হয়।
✦✦ চাহিদা
এই বিভাগের চাহিদা আগে মাঝারি মানের থাকলেও নতুন একটি বিষয় GIS অন্তর্ভূক্ত হবার কারণে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
✦✦ বিষয়ভিত্তিক অবস্থান
বিষয়ভিত্তিক কোন নির্দিষ্ট অবস্থানে না থাকলেও এর অবস্থান মাঝারি মানের।
✦✦ কোথায় পড়ানো হয়
ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং জগন্নথ বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ানো হয়। এর বাইরে অনেক কলেজেই এই বিষয়ে অনার্স পড়ানো হয়ে থাকে।
✦✦ উচ্চ শিক্ষা
দেশে ঢাকা, চট্রগ্রম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগ রয়েছে।
✦✦ চাকুরি সুবিধা
এই বিভাগের শিক্ষার্থীরা প্রধাণত বিসিএস-এর মাধ্যমে বিভিন্ন চাকুরিতে যোগ দেয়। এছাড়া অধ্যয়ন করার মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ের সাথে শিক্ষার্থীরা পরিচিত হচ্ছে এবং বিভিন্ন প্রাইভেট ফার্মে যোগদান করতে পারছে। এছাড়াও শিক্ষাকতা, ব্যবসা ইত্যাদি পেশা গ্রহণেরও বেশ কিছু সুযোগ রয়েছে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ভূগোল"
একটি মন্তব্য পোস্ট করুন