ইসলামী বিশ্ববিদ্যালয়
রবিবার, ২১ জুলাই, ২০১৯
Comment
ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। [১]বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটিই দেশের সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ। দেশে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিতেই ধর্মতত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টি আর্থিকভাবে ইসলামী সম্মেলন সংস্থার সাহায্য পরিচালিত হয়। ইসলামী শিক্ষার উন্নতি সাধনের লক্ষ্যে ১৯৮০ সালে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায়প্রতিষ্ঠানটি গঠন করা হয়।[২] ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৮৬ সালের ২৮ জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করেন।বর্তমানে আরো ৮ টি বিভাগের চালু হওয়ার কথা আছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ধরনসরকারি বিশ্ববিদ্যালয়স্থাপিত১৯৭৯আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যপ্রফেসর ড. মো. হারুন-উর-রাশিদ আসকারীশিক্ষার্থী১৬,০০০ (প্রায়)স্নাতক১৩,৫০০ (প্রায়)স্নাতকোত্তর২,৫০০ (প্রায়)অবস্থানকুষ্টিয়া, খুলনা, বাংলাদেশশিক্ষাঙ্গনশহুরেসংক্ষিপ্ত নামIU/ইবিঅধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটhttp://www.iu.ac.bd ইসলামি বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের অধীনে ৩৩ টি বিভাগ রয়েছে। অনুষদগুলি হল :
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগতথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগবায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগজীববিজ্ঞান অনুষদ বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগফার্মেসী বিভাগবিজ্ঞান অনুষদ গণিত বিভাগপরিসংখ্যান বিভাগইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগধর্মতত্ত্ব অনুষদ আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগদাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগকলা অনুষদ ইংরেজি বিভাগবাংলা বিভাগআরবি ভাষা ও সাহিত্য বিভাগইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগফোকলোর স্টাডিজ বিভাগসামাজিক বিজ্ঞান অনুষদ অর্থনীতি বিভাগরাষ্ট্রবিজ্ঞান বিভাগলোকপ্রশাসন বিভাগডেভেপলপমেন্ট স্টাডিজ বিভাগসোশ্যাল ওয়েলফোর বিভাগব্যবসায় প্রশাসন অনুষদ এ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম বিভাগব্যবস্থাপনা বিভাগফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগমার্কেটিং বিভাগহিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগআইন ও শরীয়াহ্ অনুষদ আইন বিভাগআল-ফিকহ এন্ড আইন বিভাগআইন ও ভুমি ব্যাবস্থাপনা বিভাগ
ইতিহাসসম্পাদনা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি ইসলামী বিদ্যাপীঠ স্থাপনের উদ্যোগ অনেক পুরনো। সর্বপ্রথম ১৯২০ সালে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী চট্টগ্রামের পটিয়ায় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফান্ড গঠন করেন। ১৯৩৫ সালে মাওলানা শওকত আলিমুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৪১ সালে মাওলা বক্স কমিটি ‘ইউনিভার্সিটি অব ইসলামিক লার্নিং’ প্রতিষ্ঠার জন্য সুপারিশ করে। ১৯৪৬-৪৭ সালে সৈয়দ মোয়াজ্জেম উদ্দীন কমিটি এবং ১৯৪৯ সালে মওলানা মুহাম্মদ আকরাম খাঁকমিটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সুপারিশ করে। ১৯৬৩ সালের ৩১ মে ড. এস. এম. হোসাইন-এর সভাপতিত্বে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়।
স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ১ ডিসেম্বর ১৯৭৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ১৯৭৭ সালের ২৭ জানুয়ারি প্রফেসর এম. এ. বারীকে সভাপতি করে ৭ সদস্যবিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় পরিকল্পনা কমিটি গঠন করা হয়। কমিটি ২০ অক্টোবর ১৯৭৭ সালে রিপোর্ট পেশ করে।[৩] কমিটির সুপারিশে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীন (১) আল-কুরআন ওয়া উলূমুল কুরআন, (২) উলূমুত তাওহীদ ওয়াদ দা‘ওয়াহ, (৩) আল হাদীস ওয়া উলূমুল হাদীস, (৪) আশ-শরীয়াহ ওয়া উসূলুস শরীয়াহ, এবং (৫) আল ফাল সাফাহ ওয়াততাসাউফ ওয়াল আখলাক বিভাগ, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীন (১) আরবী ভাষা ও সাহিত্য, (২) বাংলা ভাষা ও সাহিত্য, (৩) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, (৪) অর্থনীতি, (৫) লোক প্রশাসন, (৬) তুলনামূলক ধর্মতত্ত্ব, (৭) ভাষাতত্ত্ব, এবং বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান অনুষদের অধীন (১) পদার্থ বিজ্ঞান, (২) গণিত, (৩) রসায়ন, (৪) উদ্ভিদবিদ্যা, এবং (৫) প্রাণিবিদ্যা বিভাগ প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।[৩]
৩১ মার্চ-৮ এপ্রিল ১৯৭৭ সালে মক্কায় ওআইসি-এর উদ্যোগে অনুষ্ঠিত মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের এক সম্মেলনে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এই সুপারিশের ভিত্তিতে ২২ নভেম্বর ১৯৭৯ সালে কুষ্টিয়া শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে শন্তিডাঙ্গা-দুলালপুর নামক স্থানে ১৭৫ একর জমিতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[৩]
ইসলামী বিশ্ববিদ্যালয় ধরনসরকারি বিশ্ববিদ্যালয়স্থাপিত১৯৭৯আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যপ্রফেসর ড. মো. হারুন-উর-রাশিদ আসকারীশিক্ষার্থী১৬,০০০ (প্রায়)স্নাতক১৩,৫০০ (প্রায়)স্নাতকোত্তর২,৫০০ (প্রায়)অবস্থানকুষ্টিয়া, খুলনা, বাংলাদেশশিক্ষাঙ্গনশহুরেসংক্ষিপ্ত নামIU/ইবিঅধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটhttp://www.iu.ac.bd ইসলামি বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের অধীনে ৩৩ টি বিভাগ রয়েছে। অনুষদগুলি হল :
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগতথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগবায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগজীববিজ্ঞান অনুষদ বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগফার্মেসী বিভাগবিজ্ঞান অনুষদ গণিত বিভাগপরিসংখ্যান বিভাগইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগধর্মতত্ত্ব অনুষদ আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগআল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগদাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগকলা অনুষদ ইংরেজি বিভাগবাংলা বিভাগআরবি ভাষা ও সাহিত্য বিভাগইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগফোকলোর স্টাডিজ বিভাগসামাজিক বিজ্ঞান অনুষদ অর্থনীতি বিভাগরাষ্ট্রবিজ্ঞান বিভাগলোকপ্রশাসন বিভাগডেভেপলপমেন্ট স্টাডিজ বিভাগসোশ্যাল ওয়েলফোর বিভাগব্যবসায় প্রশাসন অনুষদ এ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম বিভাগব্যবস্থাপনা বিভাগফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগমার্কেটিং বিভাগহিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগআইন ও শরীয়াহ্ অনুষদ আইন বিভাগআল-ফিকহ এন্ড আইন বিভাগআইন ও ভুমি ব্যাবস্থাপনা বিভাগ
ইতিহাসসম্পাদনা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি ইসলামী বিদ্যাপীঠ স্থাপনের উদ্যোগ অনেক পুরনো। সর্বপ্রথম ১৯২০ সালে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী চট্টগ্রামের পটিয়ায় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফান্ড গঠন করেন। ১৯৩৫ সালে মাওলানা শওকত আলিমুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৪১ সালে মাওলা বক্স কমিটি ‘ইউনিভার্সিটি অব ইসলামিক লার্নিং’ প্রতিষ্ঠার জন্য সুপারিশ করে। ১৯৪৬-৪৭ সালে সৈয়দ মোয়াজ্জেম উদ্দীন কমিটি এবং ১৯৪৯ সালে মওলানা মুহাম্মদ আকরাম খাঁকমিটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সুপারিশ করে। ১৯৬৩ সালের ৩১ মে ড. এস. এম. হোসাইন-এর সভাপতিত্বে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়।
স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ১ ডিসেম্বর ১৯৭৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ১৯৭৭ সালের ২৭ জানুয়ারি প্রফেসর এম. এ. বারীকে সভাপতি করে ৭ সদস্যবিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় পরিকল্পনা কমিটি গঠন করা হয়। কমিটি ২০ অক্টোবর ১৯৭৭ সালে রিপোর্ট পেশ করে।[৩] কমিটির সুপারিশে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীন (১) আল-কুরআন ওয়া উলূমুল কুরআন, (২) উলূমুত তাওহীদ ওয়াদ দা‘ওয়াহ, (৩) আল হাদীস ওয়া উলূমুল হাদীস, (৪) আশ-শরীয়াহ ওয়া উসূলুস শরীয়াহ, এবং (৫) আল ফাল সাফাহ ওয়াততাসাউফ ওয়াল আখলাক বিভাগ, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীন (১) আরবী ভাষা ও সাহিত্য, (২) বাংলা ভাষা ও সাহিত্য, (৩) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, (৪) অর্থনীতি, (৫) লোক প্রশাসন, (৬) তুলনামূলক ধর্মতত্ত্ব, (৭) ভাষাতত্ত্ব, এবং বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান অনুষদের অধীন (১) পদার্থ বিজ্ঞান, (২) গণিত, (৩) রসায়ন, (৪) উদ্ভিদবিদ্যা, এবং (৫) প্রাণিবিদ্যা বিভাগ প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।[৩]
৩১ মার্চ-৮ এপ্রিল ১৯৭৭ সালে মক্কায় ওআইসি-এর উদ্যোগে অনুষ্ঠিত মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের এক সম্মেলনে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এই সুপারিশের ভিত্তিতে ২২ নভেম্বর ১৯৭৯ সালে কুষ্টিয়া শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে শন্তিডাঙ্গা-দুলালপুর নামক স্থানে ১৭৫ একর জমিতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[৩]
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ইসলামী বিশ্ববিদ্যালয়"
একটি মন্তব্য পোস্ট করুন