আজ ১৮ জুন: ইতিহাসের আজকের এই দিনে
সোমবার, ২৯ জুলাই, ২০১৯
Comment
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
১৮ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬৯তম (অধিবর্ষে ১৭০তম) দিন। বছর শেষ হতে আরো ১৯৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
৭০৬ : খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালেক কর্তৃক বিখ্যাত মসজিদ জামে দামেস্ক নির্মিত।
১৫৭৬ : রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।
১৭৭৮ : আমেরিকার বিপ্লব যুদ্ধে ব্রিটিশরা ফিলাডেলফিয়া ত্যাগ করে।
১৮১২ : মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৫ : ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।
১৮৩০ : ফ্রান্স আলজেরিয়া দখল করে।
১৮৮৭ : জার্মানি ও রাশিয়ার মধ্যে রি-ইনস্যুরেন্স চুক্তি সম্পাদিত হয়।
১৯০৮ : ইউনিভার্সিটি অব ফিলিপিনস প্রতিষ্ঠা হয়।
১৯১৩ : মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।
১৯৪৪ : সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।
১৯৫৩ : জেনারেল এম নাগিরকে প্রেসিডেন্ট করে মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯৬৫ : এয়ার ভাইস মার্শাল এনগুয়েন কাওকির দ. ভিয়েতনামের প্রধানমন্ত্রী পদে ক্ষমতারোহণ।
১৯৭৫ : সৌদি বাদশা ফয়সালকে হত্যার দায়ে তার ভাতিজা প্রিন্স মুসায়েদের প্রকাশ্যের শিরশ্ছেদ।
১৯৭৯ : যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয়।
১৯৯৭ : ক্রিকেটে বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ান ডে স্ট্যাটাস মর্যাদা লাভ।
১৯৯৭ : তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী নাজম উদ্দীন আরবাকান কট্টর ইসলাম বিদ্বেষী ও ধর্মনিরপেক্ষতাবাদী সেনা বাহিনীর চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
১৯৯৭ : কম্বোডিয়ার পলাতক খেমারুজ নেতা পলপটের আত্মসমর্পণ।
জন্ম
১৯০৩ - আলোন্জো চার্চ , মার্কিন
গণিতবিদ এবং যুক্তিবিদ।
১৯৪১ - আতাউর রহমান, একুশে পদক বিজয়ী বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ও মঞ্চনাটক নির্দেশক।
১৯৪২ - পল ম্যাককার্টনি , ইংরেজ পপ সঙ্গীত তারকা।
১৯৫০ - মাহফুজ আনাম , বাংলাদেশী সাংবাদিক।
১৯৬২ - লিসা র্যান্ডল , হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
মৃত্যু
১৯৩৬ - মাক্সিম গোর্কি , বিখ্যাত রুশ সাহিত্যিক।
১৯৪৬ - খান বাহাদুর আবদুল মোমেন , বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।
১৯৫৩ - স্যার আবদুল হালিম গজনভি , বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি।
২০০২ - নীলিমা ইব্রাহিম , বাঙালি শিক্ষাবিদ।
১৮ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬৯তম (অধিবর্ষে ১৭০তম) দিন। বছর শেষ হতে আরো ১৯৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
৭০৬ : খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালেক কর্তৃক বিখ্যাত মসজিদ জামে দামেস্ক নির্মিত।
১৫৭৬ : রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।
১৭৭৮ : আমেরিকার বিপ্লব যুদ্ধে ব্রিটিশরা ফিলাডেলফিয়া ত্যাগ করে।
১৮১২ : মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৫ : ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।
১৮৩০ : ফ্রান্স আলজেরিয়া দখল করে।
১৮৮৭ : জার্মানি ও রাশিয়ার মধ্যে রি-ইনস্যুরেন্স চুক্তি সম্পাদিত হয়।
১৯০৮ : ইউনিভার্সিটি অব ফিলিপিনস প্রতিষ্ঠা হয়।
১৯১৩ : মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।
১৯৪৪ : সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।
১৯৫৩ : জেনারেল এম নাগিরকে প্রেসিডেন্ট করে মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯৬৫ : এয়ার ভাইস মার্শাল এনগুয়েন কাওকির দ. ভিয়েতনামের প্রধানমন্ত্রী পদে ক্ষমতারোহণ।
১৯৭৫ : সৌদি বাদশা ফয়সালকে হত্যার দায়ে তার ভাতিজা প্রিন্স মুসায়েদের প্রকাশ্যের শিরশ্ছেদ।
১৯৭৯ : যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয়।
১৯৯৭ : ক্রিকেটে বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ান ডে স্ট্যাটাস মর্যাদা লাভ।
১৯৯৭ : তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী নাজম উদ্দীন আরবাকান কট্টর ইসলাম বিদ্বেষী ও ধর্মনিরপেক্ষতাবাদী সেনা বাহিনীর চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
১৯৯৭ : কম্বোডিয়ার পলাতক খেমারুজ নেতা পলপটের আত্মসমর্পণ।
জন্ম
১৯০৩ - আলোন্জো চার্চ , মার্কিন
গণিতবিদ এবং যুক্তিবিদ।
১৯৪১ - আতাউর রহমান, একুশে পদক বিজয়ী বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ও মঞ্চনাটক নির্দেশক।
১৯৪২ - পল ম্যাককার্টনি , ইংরেজ পপ সঙ্গীত তারকা।
১৯৫০ - মাহফুজ আনাম , বাংলাদেশী সাংবাদিক।
১৯৬২ - লিসা র্যান্ডল , হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
মৃত্যু
১৯৩৬ - মাক্সিম গোর্কি , বিখ্যাত রুশ সাহিত্যিক।
১৯৪৬ - খান বাহাদুর আবদুল মোমেন , বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।
১৯৫৩ - স্যার আবদুল হালিম গজনভি , বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি।
২০০২ - নীলিমা ইব্রাহিম , বাঙালি শিক্ষাবিদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৮ জুন: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন