আজ ২৪ জুন: ইতিহাসের আজকের এই দিনে
সোমবার, ২৯ জুলাই, ২০১৯
Comment
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
২৪ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৫তম (অধিবর্ষে ১৭৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৯০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
৬৫৬ - খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হযরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।
১৭৬৩ - ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।
১৭৯৩ - ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।
১৮১২ - ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।
১৮৫৯ - সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রিয়দের পরাজিত করে।
১৮৭০ - অস্ট্রেলীয় কবি অ্যাডাম গর্ডন আত্মহত্যা করে।
১৮৯৪ - লিওনে ইতালীয় দুষ্কৃতকারী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট সাদি কারনট খুন।
১৯১৮ - কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।
১৯৪৮ - সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
১৯৭৫ - মোজাম্বিকের স্বাধীনতা লাভ।
১৯৭৬ - উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ হয়।
১৯৭৮ - ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত।
১৯৮৮ - ইরাকের আগ্রাসী বাহিনীর জঙ্গীবিমান মাজনুন দ্বীপে মোতায়েন ইরানী সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে।
১৯৯২ - ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থি লিকুদ পার্টি পরাজিত।
১৯৯৪ - যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
২০০২ - আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তাঞ্জানিয়ায়। ২৮১ জন মারা যায়।
জন্ম:
১৯৭৬ - ইংলিশ লেখক লুইস লিমেন।
১৯৮১ - শিক্ষাবিদ ও গবেষক আব্দুল মতিন চৌধুরী।
১৯৮৭ - আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি।
মৃত্যু:
১৯৫৩ - শিক্ষাবিদ ও রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৯০৭ - আইরিশ পদার্থবিদ লর্ড উইলিয়াম টমসন কেলভি।
১৯০৮ - গ্রোভার ক্লিভল্যান্ড, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।
১৯৭৮ - ফ্রান্সের লেখক রবার্ট চারাস।
১৯৮৬ - ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেক্স ওয়ার্নার।
২৪ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৫তম (অধিবর্ষে ১৭৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৯০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
৬৫৬ - খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হযরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।
১৭৬৩ - ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।
১৭৯৩ - ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।
১৮১২ - ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।
১৮৫৯ - সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রিয়দের পরাজিত করে।
১৮৭০ - অস্ট্রেলীয় কবি অ্যাডাম গর্ডন আত্মহত্যা করে।
১৮৯৪ - লিওনে ইতালীয় দুষ্কৃতকারী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট সাদি কারনট খুন।
১৯১৮ - কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।
১৯৪৮ - সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
১৯৭৫ - মোজাম্বিকের স্বাধীনতা লাভ।
১৯৭৬ - উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ হয়।
১৯৭৮ - ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত।
১৯৮৮ - ইরাকের আগ্রাসী বাহিনীর জঙ্গীবিমান মাজনুন দ্বীপে মোতায়েন ইরানী সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে।
১৯৯২ - ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থি লিকুদ পার্টি পরাজিত।
১৯৯৪ - যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
২০০২ - আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তাঞ্জানিয়ায়। ২৮১ জন মারা যায়।
জন্ম:
১৯৭৬ - ইংলিশ লেখক লুইস লিমেন।
১৯৮১ - শিক্ষাবিদ ও গবেষক আব্দুল মতিন চৌধুরী।
১৯৮৭ - আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি।
মৃত্যু:
১৯৫৩ - শিক্ষাবিদ ও রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৯০৭ - আইরিশ পদার্থবিদ লর্ড উইলিয়াম টমসন কেলভি।
১৯০৮ - গ্রোভার ক্লিভল্যান্ড, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।
১৯৭৮ - ফ্রান্সের লেখক রবার্ট চারাস।
১৯৮৬ - ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেক্স ওয়ার্নার।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৪ জুন: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন