মাইকেলেঞ্জেলো
শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
Comment
দ্য রিপোর্ট ডেস্ক : রেনেসাঁস যুগের অন্যতম প্রধান ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি মাইকেলেঞ্জেলো। তিনি ১৪৭৫ সালের ৬ মার্চ ইতালির ক্যাপ্রিসির আরেজ্জোতে জন্মগ্রহণ করেন। কাজের বৈচিত্র্য ও বিস্তৃতির কারণে তাকে রেনেসাঁস মানব বলে আখ্যায়িত করা হয়। জীবদ্দশায় ও পরবর্তীকালে তাকে ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে ধরা হয়।
মাইকেলেঞ্জেলোর পুরো নাম মাইকেলেঞ্জেলো দ্য লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। তার জন্মস্থান ক্যাপ্রিসির বর্তমান নাম ক্যাপ্রিসি মাইকেলেঞ্জেলো। তার বাবার নাম লুদভিকো দ্য লিওনার্দো বুওনারোত্তি সিমোনি ও মা ফ্রাঞ্চেসকা দ্য নেরি দেল মিনিয়াতো দ্য সিয়েনা। জন্মের কয়েক মাস পরে তার পরিবার ফ্লোরেন্সে চলে আসে, সেখানেই তিনি বেড়ে ওঠেন। পরবর্তী সময়ে মায়ের ক্রমাগত অসুস্থতার সময়ে এবং মৃত্যু পরবর্তীকালে (১৪৮১) সেত্তিগনানো শহরে এক পাথর খোদাইকারীর পরিবারের সঙ্গে বসবাস করেন। এই শহরে তার বাবার মালিকানাধীন একটি মার্বেল খনি ও একটি ছোট খামার ছিল। মাইকেলেঞ্জেলো পরবর্তী জীবনের বিভিন্ন অংশ কাটান ফ্লোরেন্স, বলোগনা ও রোমে।
কিশোর বয়সে মাইকেলেঞ্জেলো ফ্লোরেন্সে মানবতাবাদী ফ্রান্সেসকো ডা আরবিনোর কাছে ব্যাকরণ পড়তে যান। কিন্তু শৈশব থেকেই ছিল ছবি আঁকার ঝোঁক। ফলে বিদ্যালয়ের চেয়ে তার বেশি ভাল লাগত চার্চের ছবি নকল করা ও শিল্পীদের কাছাকাছি থাকা। তখন ফ্লোরেন্স ছিল ইতালির চিত্রশিল্পীদের প্রাণকেন্দ্র। সে সময় নগর কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠান শিল্পীদের পৃষ্ঠপোষকতা করত। চিত্রশিল্পের রেনেসাঁসও ঘটে ফ্লোরেন্সেই। ফলে নামীদামী সব শিল্পীদের নিয়মিত যাতায়াত ছিল এ শহরে। তাদের সেরা কাজগুলোও ছিল ফ্লোরেন্সে। আর মাইকেলেঞ্জেলো মনের সুখে তাদের কাজ নকল করতেন।
১৪৮৮ সালে তের বছর বয়সে মাইকেলেঞ্জেলো বিখ্যাত শিল্পী ডমেনিকো গিল্যান্ডায়োর কাছে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। এর পরের বছর থেকে তিনি নিয়মিত মাসোহারা পেতেন গুরুর কাছ থেকে। যা সে সময়ের জন্য ছিল ব্যতিক্রমী ঘটনা। একইসঙ্গে তিনি মানবতাবাদী নব্য প্লেটোনিক ধারায় পড়াশুনা করেন।
তার সবচেয়ে পরিচিত কাজ হল পিয়েতা ও ডেভিড। তিনি ত্রিশ বছর বয়সের আগেই বিখ্যাত ভাস্কর্য দুটি নির্মাণ করেন। এই দুটি কাজের আড়ালে তার চিত্রকর্ম প্রায় ঢাকাই পড়ে গেছে। কিন্তু পশ্চিমা শিল্প ইতিহাসের তার দুটি চিত্রকর্ম খুবই প্রভাবশালী। ফ্রেসকো রীতিতে তিনি রোমের সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে আঁকেন বিভিন্ন ধরনের ছবি ও দেয়ালে আঁকেন ‘দ্য লাস্ট জাজমেন্ট’ নামের বিখ্যাত চিত্রকর্ম। স্থপতিবিদ হিসেবে তার উল্লেখযোগ্য কীর্তি রয়েছে। যার মধ্যে রয়েছে- ম্যানেরিস্ট রীতিতে নকশা করা লুরেনথিয়ান লাইব্রেরি। ম্যানেরিস্ট ধারার অগ্রপথিক বলা হয় তাকে। তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে- ম্যাডোনা এ্যান্ড চাইল্ড, বিভিন্ন ধরনের পুরুষ প্রতিকৃতি, ফিগার কম্পোজিশান এবং মৃত্যু বিষয়ক চিত্রকর্ম ও ভাস্কর্য।
৭৪ বছর বয়সে মাইকেলেঞ্জেলো ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার নকশায় ভূমিকা রাখেন। তার মৃত্যুর পর কিছুটা পরিবর্তিত হয়ে চার্চটির কাজ সম্পন্ন হয়। পশ্চিমা শিল্পীদের মধ্যে তিনিই প্রথম যার জীবদ্দশায় জীবনী প্রকাশ পেয়েছিল। তার জীবদ্দশায় প্রকাশিত দুই জীবনী গ্রন্থই লিখেন জার্জিও ভাসারি। ষোড়শ শতকের শিল্পীদের মধ্যে তারই বিভিন্ন কাজ, খসড়া চিত্র ইত্যাদি সবচেয়ে বেশি পরিমাণে সংরক্ষিত হয়েছে। জীবদ্দশায় তাকে ’দ্য ডিভাইন ওয়ান’ নামে ডাকা হত।
১৫৬৪ সালের ১৮ ফেব্রুয়ারি মাইকেলেঞ্জেলো মৃত্যুবরণ করেন।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মাইকেলেঞ্জেলো"
একটি মন্তব্য পোস্ট করুন