আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

পিসিবি

পিসিবি


আসুন সহজ ভাবে শিখে নেই পিসিবি তৈরী করা

প্রয়োজনিয় উপকরণ

১. যে সার্কিট এর পিসিবি বানাবো তার ডিজাইন।

২. স্টিকার পেপার/গ্লোসি পেপার (ক্যালেন্ডার, লিফলেট যে ধরণের চকচকে কিন্তু পাতলা কাগজে প্রিন্ট হয়)।

৩. লেজার প্রিন্টার।

৪. সিসিবি বোর্ড।

৫. ফেরিক ক্লোরাইড।

৬. ড্রিল মেশিন (পিসিবি ছিদ্র করবার জন্য ছোট আকারের)।

৭. কাপড় ইস্ত্রী করবার আয়রন।

পিসিবি তৈরি করবার ধাপ সমূহ

নিচে পিসিবি তৈরি করবার ধাপ গুলো ক্রমান্বয়ে বর্ণনা করছি। নতুনদের বুঝবার সুবিধার জন্য একে কয়েক ভাগে ভাগ করে দিয়েছি-

ডিজাইন প্রস্তুত করা

ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক সার্কিট ডায়াগ্রাম টি সংগ্রহ করুন।

কম্পিউটারে সঠিক মাপে এর ডিজাইন (যে সার্কিট এর পিসিবি বানানো হবে) করতে হবে। নিজে ডিজাইন করতে চাইলে Eagle, Proteus, Easy PCB, OrCad প্রভৃতি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

প্রয়োজনে উক্ত ডিজাইন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বই, সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ইলেকট্রনিক্স সাইটে এমন প্রচুর সার্কিট এর পিসিবি ডিজাইন আছে।

ডিজাইন টি অবশ্যই মিরর কপি (উল্টা) হতে হবে।

প্রিন্ট করা

এরপর ঐ ডিজাইন কে একটি স্টিকার পেপার বা গ্লোসি পেপারে হাই রেজোলুশনের লেজার প্রিন্টারে প্রিন্ট করে নিন। সাধারণ ডট মেট্রিক্স প্রিন্টার বা ফটো প্রিন্টার ব্যবহার করলে হবে না।

প্রিন্ট করবার জন্য লেজার প্রিন্টারের রেজোলুশন বেশি হলে ভালো ফলাফল পাওয়া যাবে (যেমনঃ 1200 DPI).

সিসিবি বোর্ড প্রস্তুত করা

এবার ডিজাইনের সমান মাপে সিসিবি বোর্ড কে হ্যাক-স ব্যবহার করে কেটে নিন।

সিসিবি বোর্ড কে যে কোন ভাল ডিস ওয়াশ সাবান/ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।

সিসিবি বোর্ড কে পরিস্কারের সময় স্টিলের স্ক্রাবার (মাজনি) ব্যবহার করবেন যাতে করে কোন তেল ময়লা সিসিবি বোর্ডে লেগে না থাকে।

এইবার, ডিজাইনটিকে সিসিবি বোর্ডের উপর মাপ মত রাখুন। কাগজের প্রিন্ট করা পিঠ সিসিবি বোর্ডের কপার সাইডের দিকে থাকবে।

কাপড় ইস্ত্রী করবার আয়রন ভাল করে হীট করে নিন (সর্বোচ্চ গরম করবেন)।

এরপর সাবধানে ইস্ত্রী দিয়ে কাগজের উপর ডলতে থাকুন। লক্ষ্য রাখতে হবে যেন হাতে তাপ না লাগে এবং কাগজ বোর্ড থেকে সরে না যায়।

ভাল করে ডলবার পর কিছু সময়ের জন্য আয়রনটিকে (২/৩ মিনিট) বোর্ডের উপর দিয়ে রাখুন। এরপর আয়রন তুলে আস্তে আস্তে পুনরায় ২/৩ মিনিট সব জায়গাতে আয়রন করুণ।

এবার সিসিবি বোর্ড টিকে ঠান্ডা হতে দিন। কাগজ সহ বোর্ড কে।

বোর্ড পুনরায় পরিষ্কার করা

একটি পাত্রে পরিমাণ মত পানি দিয়ে বোর্ডটি ২০ মিনিট ধরে পানিতে ভিজিয়ে রাখুন।

হাতের আঙ্গুলের আলতো ঘসায় ধীরে ধীরে বোর্ড থেকে কাগজ উঠিয়ে নিন ভাল করে। কোথাও যেন বাড়তি কাগজ না থাকে খেয়াল রাখবেন এবং কোন অবস্থায় শক্ত কিছু দিয়ে কাগজ উঠাবেন না।

ফেরিক ক্লোরাইড (FeCl3) দিয়ে বোর্ড তৈরি করা

এবার একটি প্লাস্টিকের পাত্রে পরিমাণ মত হালকা গরম পানি নিন।

এই পানিতে ৩/৪ চামচ ফেরিক ক্লোরাইড পাউডার দিয়ে নাড়ুন।

ফেরিক ক্লোরাইড পানিতে মিশবার পর ডিজাইন সহ সিসিবি বোর্ডটির ডিজাইনের দিক টিকে উপরের দিক করে (চিত করে) ফেরিক ক্লোরাইড মিশ্রনে দিন। ধীরে ধীরে নাড়তে থাকুন।

কোন প্রকার তাড়াহুড়ো করবেন না। ১০-১৫ মিনিটের মাঝে ডিজাইন অংশ বাদ দিয়ে বাকী অংশের কপার উঠে যাবে। এরপর সাবধানে তা দ্রবণ থেকে তুলে পানি দিয়ে ধুয়ে ফেলুন (চলন্ত পানি – টেপের নীচে বা মগ দিয়ে হলে সরাসরি ড্রেনে যাতে পানি চলে যায় এমন জায়গা নির্বাচন করুন)।

বোর্ড শুকিয়ে নিন

এখন পানি দিয়ে ধুয়ে নেওয়া পিসিবি বোর্ডকে স্ক্রাবার (বাসন মাজবার স্টিলের মাজনী) ব্যবহার করে ভাল করে পরিস্কার করে নিন। পানি দিয়ে ধুয়ে ভাল করে শুকিয়ে নিবেন।

এইবার পিসিবি ড্রিলবীট ব্যবহার করে পার্টসের জন্য প্রয়োজনীয় ছিদ্র করবেন।

এরপর রজন কে স্পিরিটে গুলে বা বার্ণিশ (মটর বা কয়েল বাঁধাই করে এমন দোকানে পাবেন) তুলাতে মেখে কপার অংশে হালকা করে প্রলেপ দিবেন।

আপনি এখন পেয়ে গেলেন একটি প্রফেশনাল মানের পিসিবি। প্রথমেই খুব ভাল হয়ত হবেনা তবে ছোট ছোট সার্কিট দিয়ে অনুশীলন করতে করতেই একসময় ভাল করতে পারবেন।

পিসিবি তে সোল্ডার মাস্ক বা গ্রীন কোটিং দেবার বিস্তারিত পদ্ধতি

সোল্ডারিং মাস্ক হচ্ছে পিসিবি’র এক প্রকার সুরক্ষা ব্যবস্থা। অনেকেই পিসিবি বানাতে পারেন কিন্তু সোল্ডার মাস্ক দিতে পারেন না। সাধারণত সিসিবি থেকে পিসিবি করলে পরে বাতাসের আদ্রতা উপরের কপার কে ধীরে ধীরে কালো করে দেয়। তা যেন না হয় তাই উপরে সোল্ডার মাস্ক (Solder Mask) ব্যবহার করা হয়। এছাড়াও পিসিবি কে প্রোফেশনাল লুক আর সৌন্দর্য বর্ধনের কাজ ও করে এই সোল্ডারিং মাস্ক। সোল্ডারিং মাস্ক কি

বাজারে প্রাপ্ত পিসিবি গুলোতে আমরা দেখে থাকি এক ধরনের সবুজ রঙের প্রলেপ দেয়া থাকে। তাকেই সোল্ডারিং মাস্ক বলা হয়। যদিও বিভিন্ন ক্ষেত্রে এই রঙ কে লাল, নীল ও দিতে দেখা যায় তবে সবুজ মাস্ক টিই সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সবুজ সোল্ডারিং মাস্ক এর প্রচলিত নাম গ্রীন সোল্ডারিং মাস্ক বা গ্রীন কোট (Green Coat)

কেন সোল্ডারিং মাস্ক ব্যবহার করা হয়?

আমরা জানি সিসিবি (CCB) থেকে পিসিবি (PCB) করা হয়। আর কে না জানে যে এই পিসিবি’র উপরের পাতলা তারের মতন লাইন গুলো কপার বা তামার তৈরি হয়ে থাকে। এখন কপারের ধর্ম অনুযায়ী এই সোল্ডার করবার কপার গুলোর উপরে বাতাসের আদ্রতা, বিভিন্ন গ্যাসীয় অণুর কারনে কপার অক্সাইড জমা হয়। আর এটি মোটেও সুখপ্রদ কিছু নয়। এর কারণে কপারের কন্ডাক্টিভিটি কমে যায়। সোল্ডার বা রাং লাগতে চায়না, ড্রাই সোল্ডার হয়। ইত্যাদি বিভিন্ন প্রকার ঝামেলা এড়াতে সোল্ডারিং মাস্কের ব্যবহার চালু হয়েছে।

এছাড়াও সোল্ডারিং মাস্কের আরেকটি দারুন ব্যবহার আছে। এই সোল্ডারিং মাস্ক গুলো হীট রেজিস্টিভ বা তাপ নীরধি। অর্থাৎ, এটি অন্যান্য সাধারন পেইন্ট বা রং এর মতো গলে যায় না। ফলে যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্রচুর পিসিবি উৎপাদন করেন তারা এই মাস্ক ব্যবহার করে এক সাথে অনেক অনেক পিসিবি অত্যন্ত দ্রুততার সাথে ঝালাই করতে পারেন।

নতুন যারা পিসিবি বানাতে পারেন না তারা পিসিবি তৈরি করার সহজ উপায় -এই পোস্ট টি দেখতে পারেন। ভিডিও সহ পিসিবি বানানোর বিস্তারিত দেয়া আছে। এছাড়াও যারা সোল্ডারিং এ দূর্বল, রাং লাগাতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হন তারা এই লেখাটি পড়ুন- নতুনদের জন্য সোল্ডারিং। একই সাথে সোল্ডারিং এর ধোঁয়া থেকে বাঁচতে পড়তে পারেন- সোল্ডারিং এর ধোঁয়া দূর করবার সহজ উপায়

সোল্ডার মাস্কের জন্য প্রয়োজনীয় উপকরণ

সোল্ডার মাস্ক করতে যা যা লাগবে…

১. UV Curable Solder Mask

২. PCB

৩. ল্যামিনেটেড শিট

৪. ট্রেসিং পেপার

৫. হ্যান্ড গ্লাভস (প্রয়োজন মনে করলে)

প্রথম ধাপ – পিসিবি কম্পোনেন্টের পা গুলো প্রিন্ট করা

প্রথমেই ট্রেসিং পেপারে কম্পোনেন্ট এর পিন গুলো এভাবে প্রিন্ট করে নিতে হবে। এরফলে এই জায়গা গুলো মাস্ক হবেনা। পরবর্তি ধাপ গুলো পড়লেই বুঝতে পারবেন এর কারণ।

দ্বিতীয় ধাপ – সোল্ডার মাস্ক দ্রবণ প্রয়োগ

অল্প পরিমাণে এইভাবে সোল্ডার মাস্ক ঢালুন। ফোঁটা ফোঁটা আকারে সমস্ত পিসিবি জুড়েই ঢালবেন।

তৃতীয় ধাপ – ল্যামিনেটেড শীট কে মাস্কের উপরে স্থাপন

মাস্ক ঢালার পর তার উপরে একটি ল্যামিনেটেড শিট দিতে হবে। এটি দেয়া হচ্ছে যেন সোল্ডারিং এই মাস্ক টিকে চাপ দিয়ে সর্বত্র সমান ভাবে ছড়িয়ে দেয়া যায়। অবশ্যই এটি পানি নিরোধি হতে হবে।

চতুর্থ ধাপ – মাস্ক কে সম্পূর্ণ পিসিবি তে ছড়িয়ে দেয়া

একটি কাগজের কার্ড দিয়ে ভালভাবে পুরো পিসিবি তেই মাস্ক ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন ল্যামিনেটেড পেপার টি ক্ষতিগ্রস্থ না হয়। 

পঞ্চম ধাপ – পূর্বে প্রিন্ট করা ট্রেসিং পেপার কে এর উপরে স্থাপন

ট্রেসিং পেপারে আগে প্রিন্ট করা কম্পোনেন্টে ঝালাই এর স্থানের লে- আউট টিকে খুব সাবধানে ল্যামিনেটেড শীট এর উপরে দিতে হবে যেন সঠিক জায়গা মত বসে। 

ষষ্ঠ ধাপ – ইউভি (UV) অথবা সূর্যের আলোতে কিছুক্ষণ রাখা

উপরে একটি কাঁচ দিয়ে ঢেকে দিতে হবে যেন প্রিন্ট গুলো না নড়ে যায়। এরপর সূর্যের আলোতে অথবা ইউভি (UV – Ultra violet) লাইটের নিচে ২-৩ মিনিট রাখতে হবে। ঘড়ি ধরেই যে হিসাব করতে হবে তা নয়। আমি মনে মনে ১ থেকে ১০০ পর্যন্ত গুনি। তাতেই বেশ কাজ হয়।

সপ্তম ধাপ – বোর্ড পরিষ্কার করা

২-৩ মিনিট পরে ট্রেসিং পেপার, ল্যামিনেটেড শিট তুলে নিতে হবে। একটি টিস্যু পেপারে কিছু পরিমাণ থিনার নিয়ে বোর্ড টি মুছে দিতে হবে।

অষ্টম ধাপ – আরো কিছুক্ষন সূর্যের আলোতে বোর্ডকে রাখা

পরিষ্কার করা হয়ে গেলে আবার ৫-১০ মিনিট সূর্য অলোতে অথবা UV লাইটের নিছে রাখতে হবে। এরফলে গ্রীন কোটিং টি পিসিবি বোর্ডের সাথে ভালো মতো বসে যাবে। ব্যস কাজ শেষ।

কিছু জরুরী বিষয় যা না জানলেই নয়

কোথায় পাবো এই সোল্ডার মাস্ক

এই UV Curable Solder Mask সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না। আমি এটি আলি এক্সপ্রেস থেকে আনিয়েছি। আমাদের দেশে যে মাস্ক গুলো পাওয়া যায় সেগুলো ব্যাবহার করা বেশ জটিল। কারণ সেগুলো ব্যবহার করতে হলে আগে স্কিন প্রিন্ট করে নিতে হয়, যা ১/২ টা পিসিবির জন্য অনেক বিরক্তিকর।

তবে আশাকরি আমাদের ইলেকট্রনিক্সের এই লেখা পড়ে হবিস্ট ও ইঞ্জিনিয়াররা এই ধরনের সহজে প্রয়োগ যোগ্য গ্রীন কোটিং বা সোল্ডার মাস্কের প্রতি আগ্রহী হলে দোকানদার রা এটি আনবেন। 

সোল্ডারিং মাস্কের বিকল্প বুদ্ধি কি

এই মাস্ক এর একটা সহজ বিকল্প হচ্ছে প্লাস্টিক পেইন্ট। প্লাস্টিক পেইন্ট কে থিনারে গুলিয়ে নিয়ে পিসিবি এর উপর প্রয়োগ করলে দেখতে সুন্দর লাগে। তবে এর একটি বড় রকমের অসুবিধা আছে। এই প্লাস্টিক পেইন্ট গুলো হীট রেজিস্ট্যান্ট নয়। ফলে সোল্ডারিং আয়রনের গরম অগ্রভাগের ছোঁয়ায় সহজেই উঠে যায়।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পিসিবি"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel