শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (ইংরেজি: Sheikh Hasina University) হচ্ছে বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ৩০ জানুয়ারী, ২০১৭-এ নিয়মিত মন্ত্রীসভায় নেত্রকোনা জেলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি পাশ হয়, যেটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রথমদিকে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপনের কথা থাকলেও পরে সাধারন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞানের পাশাপাশি মানবিক, বাণিজ্যের বিষয়গুলোও এখানে পড়ানো হবে। বর্তমানে বাংলাদেশে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে।একই দিনে জামালপুরে আরেকটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠার জন্য অনুমোদন দেয়া হয়। নতুন দুটি বিশ্ববিদ্যালয় নিয়ে এর সংখ্যা হবে ৪০টি।[১][২][৩][৪][৫] শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ধরনপাবলিক বিশ্ববিদ্যালয়স্থাপিতঘোষিতআচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যড. রফিক উল্লাহ খানঅবস্থাননেত্রকোনা জেলা, ময়মনসিংহ, বাংলাদেশশিক্ষাঙ্গননির্মাণাধীণওয়েবসাইটhttp://shubd.net/
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়"
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়"
একটি মন্তব্য পোস্ট করুন