আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

সক্রেটিসের গল্প

সক্রেটিসের গল্প


প্রাচীন গ্রীসের একটি ঘটনা।
একদিন একজন লোক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কাছে এসে বললো,' সক্রেটিস,তুমি কি জানো এই মাত্র আমি তোমার বন্ধুর ব্যাপারে কি শুনে আসলাম....?' সক্রেটিস বললো,' এক মিনিট দাঁড়াও, তুমি আমার বন্ধুকে নিয়ে ঘটনাটি বলার আগে আমি তোমাকে তিনটি প্রশ্ন করবো। আমি এর নাম দিয়েছি 'ট্রিপল ফিল্টার টেস্ট'। প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা নিয়ে.. 'তুমি কি শিওর তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা নির্ভেজাল সত্য?' লোকটি উত্তর দিল, 'না, আমি জানি না এটা সত্য কিনা,আসলে আমি শুধু শুনেছি এটা।' ঠিক আছে', সক্রেটিস আবার বললো,' তাহলে তুমি শিওর না যে তুমি যা বলবে তা সত্য। এখন আমার দ্বিতীয় ফিল্টার। তুমি কি আমার বন্ধুকে নিয়ে ভাল কিছু বলবে?' উম,নাহ, খারাপ কিছু...! সক্রেটিস বললো ,'তাহলে তুমি আমার বন্ধু সম্পর্কে আমাকে খারাপ কিছু বলতে চাও এবং তুমি শিওর নও যে তা সত্যি কিনা। ঠিক আছে, এখনো তৃতীয় প্রশ্ন বাকি, তুমি তৃতীয় পরীক্ষায় পাশ করলে আমাকে কথাটি বলতে পারো।' তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা কি আমার জন্য উপকারী?' না,আসলে তোমার জন্য তা উপকারী নয়।' এবার সক্রেটিস শেষ কথাটি বললো,' যদি তুমি আমাকে যা বলতে চাও তা সত্যও নয়, ভাল কিছুও নয় এবং আমার জন্য উপকারীও না হয় তবে তা আমাকে বলে কি লাভ? নীতিশিক্ষাঃ কোন মিথ্যা তথা যাহা কর্ণপাত করিলে তোমার ক্ষতি ছাড়া লাভ হবার সম্ভাবনা নেই, তাহা বর্জন করাই শ্রেয়।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সক্রেটিসের গল্প"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel