ক্রিয়ার কাল
বুধবার, ১৭ জুলাই, ২০১৯
Comment
ক্রিয়া সম্পাদনের সময়কেই ক্রিয়ার কাল বা কাল বলে।
ক্রিয়ার কালকে মূলত- অতীত, বর্তমান ও ভবিষ্যত, এই ৩ ভাগে ভাগ করা যায়।
তবে এইগুলোকেও আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে।
১. অতীত কাল
অতীতে কোনো কাজ হয়ে গেছে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে।
যেমন- প্রদীপ নিভে গেল। শিকারি পাখিটিকে গুলি করল।
২. বর্তমাল কাল
বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে- এমন বোঝালে তার কালকে বর্তমান কাল বলে।
যেমন- আমি লিখছি। তুমি পড়ছ।
৩. ভবিষ্যত কাল
ভবিষ্যতে কোন কাজ হবে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে।
যেমন – আমরা মাঠে খেলতে যাব। শীঘ্রই বৃষ্টি আসবে।
ক্রিয়ার কালকে মূলত- অতীত, বর্তমান ও ভবিষ্যত, এই ৩ ভাগে ভাগ করা যায়।
তবে এইগুলোকেও আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে।
১. অতীত কাল
অতীতে কোনো কাজ হয়ে গেছে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে।
যেমন- প্রদীপ নিভে গেল। শিকারি পাখিটিকে গুলি করল।
২. বর্তমাল কাল
বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে- এমন বোঝালে তার কালকে বর্তমান কাল বলে।
যেমন- আমি লিখছি। তুমি পড়ছ।
৩. ভবিষ্যত কাল
ভবিষ্যতে কোন কাজ হবে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে।
যেমন – আমরা মাঠে খেলতে যাব। শীঘ্রই বৃষ্টি আসবে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ক্রিয়ার কাল"
একটি মন্তব্য পোস্ট করুন