আজ ০৩ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে
সোমবার, ২৯ জুলাই, ২০১৯
Comment
৩ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৪তম (অধিবর্ষে ১৮৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৮১ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
১৯১৯ - বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।
১৯৪১ - মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ।
১৯২১ - মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।
১৯৪৭ - ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ।
১৯৫৩ - পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহন করেন।
১৯৬২ - আলজেরিয়া স্বাধীনতা লাভ।
১৯৭১ - ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এ প্রবেশ করেন।
জন্ম:
১৭২৮ - স্কট স্থপতি রবার্ট অ্যাডাম।
১৮৫৪ - চেক সঙ্গীত স্রষ্টা লেইওস ইয়ানাচেক।
১৮৮৩ - ফ্রান্ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।
১৯৮৪ - সৈয়দ রাসেল, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়।
১৯১২ - রঙ্গসাহিত্যিক অজিতকৃষ্ণ বসু।
মৃত্যু:
১৯৩২ - স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি ও সমাজকর্মী।
১৯৭১ - জিম মরিসন, মার্কিন সঙ্গীতশিল্পী।
১৯৯১ - ডলি আনোয়ার, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
২০০৯ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক।
দিবস:
বেলারুস এর স্বাধীনতা দিবস।
জাতীয় জন্ম নিবন্ধন দিবস (বাংলাদেশ)।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৩ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন