আজ ০৩ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ০৩ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে |
৩ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৬তম (অধিবর্ষে ২৪৭তম) দিন। বছর শেষ হতে আরো ১১৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
১৬৫৮ - রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন।
১৭৫২ - ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বর হয়।
১৭৮৩ - গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।
১৮১৪ - আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।
১৮৫৯ - মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।
১৮৬৬ - জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৮৭৫ - আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়।
১৯১৮ - চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।
১৯১৮ - ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।
১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী মিত্র বাহিনীর সাথে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পন করে।
১৯৪৪ - আনে ফ্যাঙ্ক ও তার পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পের উদ্দেশে ট্রেনে তোলা হয়।
১৯৫৫ - গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল।
১৯৬৪ - মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হয়।
১৯৭১ - কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
১৯৭৬ - ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।
১৯৮৭ - বুরুন্ডিতে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যা বাপতিস্তা বাগাজেকে উৎখাত করা হয়।
২০০৭ - দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।
জন্ম:
১৮৯৯ - ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, অস্ট্রেলীয় জীববিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৫)
১৯০৫কার্ল ডেভিড অ্যান্ডারসন, মার্কিন পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৫)
১৯০৫জন মিলস, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। (মৃ. ১৯৭২)
১৯২৬ - উত্তম কুমার, ভারতীয় বাঙালি অভিনেতা। (মৃ. ১৯৮০)
১৯৪০ - পলিন কলিন্স, ইংরেজ অভিনেত্রী, নাইটহুড প্রাপক।
১৯৪৩ - ভ্যালেরি পেরিন, মার্কিন অভিনেত্রী ও মডেল।
১৯৪৪ - জিওফ আর্নল্ড, ইংরেজ ক্রিকেটার।
১৯৭১ - কিরণ দেশাই, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক, ম্যান বুকার পুরস্কার বিজয়ী।
১৯৭৯ - হুলিও সিজার, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৯০ - পল স্টার্লিং, আয়ারল্যান্ডীয় ক্রিকেটার।
মৃত্যু:
১৮৮৩ - রাশিয়ার লেখক ইভান তুর্গেনেভ।
১৯৬২ - মার্কিন কবি ই ই কামিংস।
১৯৬৩ - আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস।
১৯৬৯ - ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিন।
১৯৩৩ - মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
২০০৮ - মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী। (জ. ১৯৩৬)
২০১৮ - রমা চৌধুরী, বাংলাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা। (জ. ১৯৪১)
আন্তর্জাতিক CEDAW দিবস
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৩ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন