আজ ০৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ০৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে |
৫ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৮তম (অধিবর্ষে ২৪৯তম) দিন। বছর শেষ হতে আরো ১১৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
১৬১২ - চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৬৬৬ - লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে।
১৭৬২ - ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাসিমকে পরাজিত করে।
১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৬০ - রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।
১৯৭২ - মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরায়েলিকে হত্যা করে।
২০০০ - টাভালু জাতিসংঘে যোগ দেয়।
জন্ম
৬৯৯ - ইমাম আবু হানিফা, ইরাকি বিশেষজ্ঞ এবং ইসলামী ব্যক্তিত্ব।
১১৮৭ - অষ্টম লুইস, ফ্রান্সের রাজা।
১৭৭৪ - ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর, ক্যাস্পার।
১৯৩৯ - জর্জ লেজনবি, অস্ট্রেলীয় অভিনেতা ও সাবেক মডেল।
১৯৪০ - রাকেল ওয়েলচ, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
১৯৫১ - মাইকেল কিটন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৫২ - বিধু বিনোদ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা।
১৯৫৪ - রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
১৯৭০ - মোহাম্মদ রফিক, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৭৯ - আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী (সরোদিয়া)।
মৃত্যু
১১৬৫ - নিযো, জাপানের সম্রাট।
১৫৬৬ - তুর্কী সুলতান সোলাইমান আজম।
১৭৮৬ - পর্যটক জন হ্যানয় , ইংরেজ ব্যবসায়ী।
১৮৫৭ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
১৮৫৯ - শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত।
১৯৭১ - বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
১৯৭৫ - আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।
১৯৯৭ - মাদার তেরেসা, আলবেনীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী।
২০০৯ - সাইফুর রহমান, বাংলাদেশী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
২০১৬ - লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
দিবস
ভারত: শিক্ষক দিবস।
আন্তর্জাতিক দাতব্য দিবস ৷
শকুন সচেতনতা দিবস ৷
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন