আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৫ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৮তম (অধিবর্ষে ২৪৯তম) দিন। বছর শেষ হতে আরো ১১৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৬১২ - চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৬৬৬ - লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে।
১৭৬২ - ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাসিমকে পরাজিত করে।
১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৬০ - রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।
১৯৭২ - মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরায়েলিকে হত্যা করে।
২০০০ - টাভালু জাতিসংঘে যোগ দেয়।

জন্ম
৬৯৯ - ইমাম আবু হানিফা, ইরাকি বিশেষজ্ঞ এবং ইসলামী ব্যক্তিত্ব।
১১৮৭ - অষ্টম লুইস, ফ্রান্সের রাজা।
১৭৭৪ - ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর, ক্যাস্পার।
১৯৩৯ - জর্জ লেজনবি, অস্ট্রেলীয় অভিনেতা ও সাবেক মডেল।
১৯৪০ - রাকেল ওয়েলচ, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
১৯৫১ - মাইকেল কিটন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৫২ - বিধু বিনোদ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা।
১৯৫৪ - রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
১৯৭০ - মোহাম্মদ রফিক, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৭৯ - আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী (সরোদিয়া)।

মৃত্যু
১১৬৫ - নিযো, জাপানের সম্রাট।
১৫৬৬ - তুর্কী সুলতান সোলাইমান আজম।
১৭৮৬ - পর্যটক জন হ্যানয় , ইংরেজ ব্যবসায়ী।
১৮৫৭ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
১৮৫৯ - শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত।
১৯৭১ - বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
১৯৭৫ - আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।
১৯৯৭ - মাদার তেরেসা, আলবেনীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী।
২০০৯ - সাইফুর রহমান, বাংলাদেশী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
২০১৬ - লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

দিবস
ভারত: শিক্ষক দিবস।
আন্তর্জাতিক দাতব্য দিবস ৷
শকুন সচেতনতা দিবস ৷


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel