আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০৭ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৭ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৭ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৭ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে  
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৭ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫০তম (অধিবর্ষে ২৫১তম) দিন। বছর শেষ হতে আরো ১১৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি
১৮১২ - নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।
১৮২২ - ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৬০ - লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে।
১৯০৪ - দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।
১৯১১ - ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।
১৯৩১ - লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৪৭ - ৬-৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে অসাম্প্রদায়িক যুব সংগঠন গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠা হয়।

জন্ম
১৫৩৩ - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী।
১৭০৭ - জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ একজন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ এবং লেখক।
১৮২৬ - রাজনারায়ণ বসু, বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক।
১৮৭০ - রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিন।
১৮৭০ - আমেরিকান ক্রীড়াবিদ টমাস কার্টিস।
১৮৭৭ - আইরিশ বেসবল প্লেয়ার মাইক নিল।
১৮৯২ - অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এরিক হ্যারিসন।
১৯১২ - ডেভিড প্যাকার্ড, মার্কিন প্রকৌশলী ও ব্যবসায়ী, হিউলেট প্যাকার্ড কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯১৭ - নোবেলজয়ী [১৯৭৫] অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থ।
১৯২০ - ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়।
১৯২৫ - ভারতীয় অভিনেত্রী, গায়ক, এবং পরিচালক ভানুমতি রামকৃষ্ণ।
১৯২৭ - ইংরেজি লেখক এবং চিত্রকর এরিক হিল।
১৯৩৪ - সুনীল গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বাঙালি লেখক এবং কবি।
১৯৫৪ - বাংলাদেশের কৃষি উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
১৯৬৮ - মার্সেল দেসায়ি, ফরাসি ফুটবলার।

মৃত্যু
১৯০৭ - প্রথম সাহিত্যে নোবেলজয়ী [১৯০১] ফরাসি কবি সুলি প্রুদহোম।
১৯১০ - ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলমেন হান্ট।
১৯৪৯ - মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কা।
১৯৭৬ - বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষ।
১৯৯৭ - জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো।
২০১০ - আমেরিকান লেখক বারবারা হল্যান্ড।
২০১২ - পাকিস্তানি ফুটবলার আব্দুল গাফুর।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৭ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel