আজ ০৮ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ০৮ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে |
৮ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২০তম (অধিবর্ষে ২২১তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
১২২০ - লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয় সুইডেন।
১৫৪৯ - ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৯৬ - ৪৪ সদস্যা নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
১৮১০ - ঊর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।
১৮৬৪ - জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৮৬৪ - আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।
১৮১৫ - নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪৯ - ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোকের মৃত্যু।
১৯৫৫ - জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু।
১৯৬৭ - দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।
১৯৮৮ - দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।
জন্ম
১০৭৯ - জাপানের সম্রাট হোরিকাওয়া।
১৭৩২ - জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং।
১৮২৪ - রাশিয়ার জারিনা মারিয়া আলেকজান্দ্রোভনা।
১৮৬৪ - শিক্ষাব্রতী লেডি অবলা বসু।
১৯০১ - নোবেলজয়ী মার্কিন পারমাণবিক পদার্থবিদ আর্সেস্ট লরেন্স।
১৯০২ - নোবেলজয়ী পদার্থবিদ পল ডিরাক।
১৯৩১ - ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী রজার পেনরো।
১৯৮১ - সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার।
মৃত্যু
১৮৯৮ - ফরাসি চিত্রশিল্পী ইউজেন-লুই বোঁদা।
১৮৯৮ - বাংলা নবজাগরণের অন্যতম প্রবক্তা রামতনু লাহিড়ী।
১৯৭৭ - প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভীষ্মদেব চট্টোপাধ্যায়।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৮ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন