আজ ১৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ১৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে |
১৫ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৮তম (অধিবর্ষে ২৫৯তম) দিন। বছর শেষ হতে আরো ১০৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
৯৯৪ - ওরেন্তেসের যুদ্ধে বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে।
১৬৫৬ - ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
১৭৭৬ - ব্রিটেন ম্যানহাটান দখল করে।
১৮১২ - নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।
১৮১২ - ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
১৮২১ - মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৮৩৫ - ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
১৮৯৪ - পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
১৯১৬ - বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়৷
১৯১৭ - আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
১৯২৮ - আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৩৫ - নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।
১৯৩৫ - জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।
১৯৪৬ - বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৪৭ - তমদ্দুন মজলিস 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' নামে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৫২ - জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিওপিয়াকে ইরিত্রিয়া দান করে। পরবর্তীতে ইরিত্রিয়া স্বাধীন হয়।
১৯৫৮ - চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপজ্জনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয় ৷
১৯৫৯ - নিকিতা ক্রশেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিসর ও সিরিয়া।
১৯৮১ - প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
১৯৮২ - লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন।
১৯৮৯ - পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে ৷
১৯৯১ - দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসিডোনিয়া সাবেক ইউগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৯৯১ - বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণ রায় প্রদান।
১৯৯৬ - ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।
১৯৯৮ - আমেরিকার টেলিকম্যুনিকেশন কোম্পানী ওয়ার্ল্ডকম ও এমসিআই যুক্ত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম নামে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম সংযুক্তি (Merger)।
২০০৮ - আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এ যাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।
জন্ম
৭০৬ - সিরিয়ার সর্বশেষ সাহাবী হযরত উতবা (রঃ)।
১২৫৪ - মার্কো পোলো - ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক।
১৫০৫ - হাঙ্গেরির রানি মারিয়া।
১৭৮৯ - জেমস ফেনিমোর কুপার, The Last of the Mohicans খ্যাত কথাসাহিত্যিক।
১৮৫৭ - উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট্, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।
১৮৭৬ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
১৮৯৪ - ফরাসি চলচ্চিত্র পরিচালক ঝাঁ রযানোয়ার।
১৯০৪ - ইতালির রাজা দ্বিতীয় উমবার্তো।
১৯১৬ - রুমানিয়ার খ্যাতনামা লেখক ও গবেষক কনষ্ট্যান্টিন ভারযিল গিওরগো ৷
১৯২৯ - নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ মারে গেলমান।
১৯৪৬ - অলিভার স্টোন, একাডেমী পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক।
১৯৯৭ - শেখ মাহমুদুল ইসলমা মিজু সম্পাদক অক্ষর বিডি
মৃত্যু:
১৮৫৯ - ইসামবারড কিংডম ব্রুনেল, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও গ্রেট পশ্চিম রেলওয়ে ডিজাইনার।
১৯২৬ - রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক।
১৯৩৮ - টমাস ওয়লফে, তিনি ছিলেন আমেরিকান লেখক।
১৯৪৫ - অ্যান্টন ওয়েবেরন, তিনি ছিলেন অস্ট্রীয় সুরকার ও পথপ্রদর্শক।
১৯৭৩ - ভিক্টর হারা, চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক।
১৯৮১ - হ্যারল্ড বেনেট, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
১৯৮২ - বাসির গামায়েল, তিনি ছিলেন লেবাননের রাষ্ট্রপতি।
১৯৮৯ - রবার্ট পেন ওয়ারেন, তিনি ছিলেন আমেরিকান কবি, লেখক ও সমালোচক।
২০০৬ - নিতুন কুণ্ডু, তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
২০০৮ - স্টাভরস পারাভাস, তিনি ছিলেন গ্রিক অভিনেতা।
দিবস
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
স্বাধীনতা দিবস - গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া এবং কোস্টারিকা ১৮২১ সালে স্পেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
জাতীয় আয়কর দিবস - বাংলাদেশ৷
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৫ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন