আজ ১৬ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ১৬ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে |
১৬ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৮তম (অধিবর্ষে ২২৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৩৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
১৬৮৭ - জব চার্নকের সঙ্গে মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।
১৮২৫ - বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।
১৮৩৪ - চার্লস ডারউইন চিলির কাম্পানা পর্বতে ওঠেন।
১৮৫৮ - ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।
১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
১৮৯৮ -এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।
১৯০৪ - নিউ ইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু।
১৯০৫ - বঙ্গভঙ্গ আইন কার্যকর।
১৯১০ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশিত।
১৯৪৬ - মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।
১৯৬০ - সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।
১৯৭৫ - সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৭৫ - সুদান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়।
২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়।
জন্ম:
১৩৭৮ - চীনের সম্রাট হংজি।
১৮৪৫ - নোবেলজয়ী পদার্থবিদ গাব্রিয়েল লিপমান।
১৮৯২- মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।
১৮৯৫ - অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।
১৯৩০- ইংরেজ কবি ট্রেড হিউজ।
১৯০৪ - নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানল।
মৃত্যু:
১৮৮৬ - রামকৃষ্ণ পরম সংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)।
১৯৪৮ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯৭৭ - এলভিস প্রেসলি, কিংবদন্তীতুল্য মার্কিন রক সঙ্গীত শিল্পী।
১৯৯৭ - নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানের কিংবদন্তীতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী।
২০০৩ - ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৬ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন