আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

 আজ ১৭ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৭ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে

একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৭ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৮তম (অধিবর্ষে ১৯৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৯৬৮ - ইরাকে ১৭ জুলাই বিপ্লব সংঘটিত হয়। আবদুর রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাথ পার্টি ক্ষমতায় আসে।
১৭৬২ - দ্বিতীয় ক্যাথরিন রাশিয়ার জার মনোনীত হন।
১৮৩০ - টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট তৈরি করেন।
১৯৬৩ - স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়।

জন্ম
১৮৯৪ - জর্জ ল্যমেত্র্‌, বেলজীয় বিশ্বতত্ত্ববিদ। (মৃ. ১৯৬৬)
১৮৯৯ - জেমস ক্যাগনি, মার্কিন অভিনেতা ও নৃত্যশিল্পী। (মৃ. ১৯৮৬)
১৯১৫ - বিজন ভট্টাচার্য, একজন বাঙালি নাট্যব্যক্তিত্ব। (মৃ. ১৯৭৮)
১৯৩৫ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল।
১৯৩৫ - ডোনাল্ড সাদারল্যান্ড, কানাডীয় অভিনেতা।
১৯৪৪ - কার্লোস আলবার্তো তোরেস, ব্রাজিলীয় ফুটবলার। (মৃ. ২০১৬)
১৯৬০ - কিম বার্নেট, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭২ - ইয়াপ স্টাম, ওলন্দাজ ফুটবলার।

মৃত্যু
১৭৯০ - অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ।
১৯১২ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।



বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " আজ ১৭ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel