আজ ২৭ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
আজ ২৭ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে |
২৭ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৯তম (অধিবর্ষে ২৪০তম) দিন। বছর শেষ হতে আরো ১২৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
১২২৭ - মুসলমানদের প্রথম নৌ যুদ্ধ সংঘটিত হয়।
১৭৮৯ - ফরাসী জাতীয় পরিষদে বিশ্বখ্যাত মানবাধিকার ঘোষণা।
১৮৭০ - শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।
১৮৮৩ - ইন্দোনেশিয়ায় বন্যা/জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি ঘটে।
১৮৮৯ - প্রথম বারের মত সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।
১৯১০ - মাদার তেরেসা, আলবেনীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী।
১৯১৬ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।
১৯২৮ - প্যারিসে ১৭টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষর হয়।
১৯৩২ - আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯৫৮ - সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসমেত স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।
১৯৬৯ - ইসরায়েলের কমান্ডোরা মিসরের অভ্যন্তরে প্রবেশ করে নীল উপত্যকায় মিসরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে মর্টার হামলা চালায়।
১৯৭১ - লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।
১৯৮৮ - প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
জন্ম
১৭৭০ - জার্মান দার্শনিক ভিলহেলম ফ্রেডরিখ হেগেল।
১৯০৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন।
১৯০৮ - ক্রিকেট জগতের কিংবদন্তি ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যান।
১৯২৬ - নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রমিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ড।
১৯৭৪ - পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।
মৃত্যু
১৭৩৬ - সম্রাট জাহাঙ্গীর।
১৯৬৫ - সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ে।
১৯৭৬ - ভারতের কণ্ঠশিল্পী মুকেশ।
১৯৭৬ - বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
১৯৭৯ - লর্ড মাউন্টব্যাটেন।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৭ আগস্ট: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন