আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

 আজ ২৭ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৭ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে

 আজ ২৭ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে
 আজ ২৭ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২৭ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৮তম (অধিবর্ষে ২০৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১৬৫৬ - ওয়ারশ যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল।
১৬৯৪ - ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে।
১৭৬১ - পানি পথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
১৭৭২ - পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় ।
১৭৯৪ - ফ্রান্সে ম্যাক্সিমিলিয়োন রোবিস পিয়ের ও তার সমর্থকদের ফাঁসি দেয়ার পর দেশটির উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ।
১৮৬৮ - আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে।
১৮৮৯ - ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
১৯০৮ - লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।
১৯২০ - বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।
১৯২১ - টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৪১ - জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে।
১৯৫৩ - কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল এই দিন। আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে।
১৯৫৫ - অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।
১৯৭১ - প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।
১৯৮৭ - ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষর।
২০০৫ - আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে।
২০০৭ - ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

জন্ম:
১৬৬৭ - সুইজারল্যান্ডীয় গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।
১৮৩৫ - ইতালিয়ান লেখক (নোবেল পুরস্কারপ্রাপ্ত) জিউস্যু কার্ডুক্কি।
১৮৫৭ - প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ আর্নেস্ট টমসন ওয়ালিস।
১৮৮১ - নোবেলজয়ী জার্মান জৈবরসায়নবিদ হানস ফিশর।
১৯০৯ - বিশ্ববিখ্যাত অনুজীব বিজ্ঞানী ও গবেষক মোঃ মঞ্জুরুল ইসলাম।
১৯১৩ - ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত (যোশী)।
১৯৩১ - বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম।

মৃত্যু:
১৮৪১ - রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ।
১৮৪৪ - আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টন।
১৯৮০ - ইরানের শাহ মুহম্মদ রেজা পাহলভী।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " আজ ২৭ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel