
আজ ২৮ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
Comment
![]() |
আজ ২৮ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে |
২৮ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭১তম (অধিবর্ষে ২৭২তম) দিন। বছর শেষ হতে আরো ৯৪ দিন বাকি রয়েছে।
ঘটনা
Baca Juga
১৯০৬ - হংকয়ে প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু।
১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিবিরোধী এক অভ্যুত্থান ঘটে।
১৯২৮ - স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।
জন্ম
১৭৪৬ - উইলিয়াম জোনস, প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা।
১৯২৯ - লতা মঙ্গেশকর, ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী। তিনি এক হাজারের বেশি ভারতীয় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।
১৯৪৭ - শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান। গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ১৫ আগস্টের কালরাতে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান। পরে তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখান থেকে ১৯৮০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন। ১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৫ জানুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ১২ জানুয়ারি ২০১৪ তারিখে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেন শেখ হাসিনা।
১৯৭৫ - স্টুয়ার্ট ক্লার্ক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮২ - অভিনভ বিন্দ্রা, ভারতীয় ক্রিড়াবিদ।
মৃত্যু
১৮৯৫ - লুই পাস্তুর, ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী।
১৯০২ - এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক।
১৯৩৬ - শেখ ফজলল করিম, সাহিত্যিক।
১৯৫৩ - এডউইন হাবল, মার্কিন জ্যোতির্বিদ।
১৯৭০ - জামাল আব্দুন নাসের, মিশরের সাবেক প্রেসিডেন্ট।
দিবস
বিশ্ব জলাতংক দিবস
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস
পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৮ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন