আজ ০৬ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
বুধবার, ৩১ জুলাই, ২০১৯
Comment
আজ ০৬ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে |
৬ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১০তম (অধিবর্ষে ৩১১তম) দিন। বছর শেষ হতে আরো ৫৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
১৯৭৫ - আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, দেশটির ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৭৬৩ - নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিযে় নেয়।
১৮১৩ - মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়।
১৮৮৪ - ডমিনিকান রিপাবলিক সংবিধান প্রতিষ্ঠিত হয়।
১৮৬০ - আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯১৭ - লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়।
১৯৫২ - প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।
১৯৬২ - দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিস্কার করা হয়।
১৯৭৫ - খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সঙ্গী-সাথীদের সিপাহীদের গুলিতে নিহত হন।
১৯৮৫ - আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৮ - চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় ১ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯০ - পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথ গ্রহণ করেন।
১৯৯১ - ফিলিপাইনে টাইফনে ৭ সহস্রাধিক লোকের মত্যু। ১৯৯৬-বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯২ - তাতারস্তান এর সংবিধান প্রতিষ্ঠিত হয়।
১৯৯৪ - তাজিকিস্তান এর সংবিধান প্রতিষ্ঠিত হয়।
জন্ম
১৪৯৪- প্রথম সুলাইমান, তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান।
১৮১৪- অ্যাডলফে সাক্স, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি যন্ত্র ডিজাইনার ও স্যাক্সোফোন উদ্ভাবক।
১৮৪১ - আরমান্ড ফালিয়েরেস, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৯ তম প্রেসিডেন্ট।
১৮৫১ - চার্লস ডও, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও অর্থনীতিবিদ।
১৯২১ - জেমস জোনস, তিনি ছিলেন আমেরিকান সৈনিক, সাংবাদিক ও লেখক।
১৯২৫ - মাইকেল বউকুয়েট, তিনি ফরাসি অভিনেতা।
১৯৩১ - আনোয়ার হোসেন, বাংলাদেশী অভিনেতা। ( মৃ. ২০১৩)
১৯৩২- ফ্রাঁসোয়া অ্যাংলার্ট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৪৭- ক্যারোলিন সেয়মউর, তিনি ইংরেজ অভিনেত্রী।
১৯৫৫-মারিয়া শ্রিভার, তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক।
১৯৭২-থান্ডি নিউটন, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৭-আনা ইভানোভিচ, তিনি সার্বিয়ান টেনিস খেলোয়াড়।
১৯৯০-আন্দ্রে হোর্স্ট শুর্লে, তিনি জার্মান ফুটবলার।
মৃত্যু
৬৪৪ - উমর ইবনুল খাত্তাব, খলিফা (জ. ৫৭৯)।
১৪৯২ - আন্টইনে বুস্নইস, তিনি ছিলেন ফরাসি সুরকার ও কবি।
১৯৪১ - মরিস লি ব্লাঞ্চ, তিনি ছিলেন ফরাসি লেখক।
১৯৬৪ - হান্স ভন ইউলার-ছেলপিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস প্রাণরসায়নী ও একাডেমিক।
১৯৮৫ - সঞ্জীব কুমার, একজন ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন।
১৯৯১ - জিন টিয়েরনেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
২০০৭ - হিলডা ব্রাইড, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।
দিবস
ডমিনিকান রিপাবলিক: সংবিধান দিবস (১৮৮৪)
তাজিকিস্তান: সংবিধান দিবস (১৯৯৪)
তাতারস্তান: সংবিধান দিবস (১৯৯২)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৬ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন