
HTML ইউটিউভ ভিডিও ব্যবহার
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
Comment
এইচটিএমএলে পেজে ভিডিও চালু করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো ইউটিউব ব্যবহার করা। একটি ওয়েব পৃষ্ঠায় একটি ভিডিও এম্বেড করা কাটিং এবং পেস্টিং এর মতই সহজ কাজ। ইউটিউব থেকে আপনার সাইটে আপনার একটি ভিডিও যোগ করার জন্য কত খরচ হয়? উত্তর - কিছুই নেই। বরং ইউটিউব অতিরিক্ত পরিষেবা এবং তাদের ব্যান্ডউইথও সরবরাহ করে।
এইচটিএমএলে ইউটিউব ভিডিও
আপনার ওয়েবপেজে ইউটিউব ভিডিও চালানোর জন্য, নিচের কাজগুলো করতে হবেঃ
ইউটিউবে ভিডিও আপলোড করুন।
ভিডিওর আইডি টি নোট করুন।
আপনার ওয়েব পেজে একটি <iframe> এলিমেন্ট নির্ধারণ করুন।
src এট্রিবিউটে ভিডিওর URL নির্ধারণ করুন।
ভিডিওটি চালানোর জন্য আয়তন নির্দিষ্ট করতে width এবং height এট্রিবিউট ব্যবহার করুন।
নিম্নের মত URL-এ অন্যান্য প্যারামিটার গুলো সঠিক ভাবে যুক্ত করুন।
উদাহরণ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>ইউটিউব ভিডিও </title>
</head>
<body>
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/channel/UCn3_mQyfvv4wviQ9GeiU7kw" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
</body>
</html>
ইউটিউব অটোপ্লে
একজন ব্যবহারকারী যখন আপনার পেজে ভিজিট করবে তখন ভিডিও স্বয়ংক্রিভাবে চালু করার জন্য শুধুমাত্র ইউটিউব URL-এ একটি প্যারামিটার যুক্ত করুন।
Autoplay এট্রিবিউটের ভ্যালু সমুহঃ
উদাহরণ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>ইউটিউব ভিডিও autoplay </title>
</head>
<body>
<iframe width="420" height="345" src="https://www.youtube.com/channel/UCn3_mQyfvv4wviQ9GeiU7kw"></iframe>
</body>
</html>
বি:দ্র: Output দেখার জন্যে একটা নোটপ্যাড open করে উপরের উদাহরনের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser দিয়ে open করুন।
এইচটিএমএলে ইউটিউব ভিডিও
আপনার ওয়েবপেজে ইউটিউব ভিডিও চালানোর জন্য, নিচের কাজগুলো করতে হবেঃ
ইউটিউবে ভিডিও আপলোড করুন।
আপনার ওয়েব পেজে একটি <iframe> এলিমেন্ট নির্ধারণ করুন।
src এট্রিবিউটে ভিডিওর URL নির্ধারণ করুন।
ভিডিওটি চালানোর জন্য আয়তন নির্দিষ্ট করতে width এবং height এট্রিবিউট ব্যবহার করুন।
নিম্নের মত URL-এ অন্যান্য প্যারামিটার গুলো সঠিক ভাবে যুক্ত করুন।
উদাহরণ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>ইউটিউব ভিডিও </title>
</head>
<body>
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/channel/UCn3_mQyfvv4wviQ9GeiU7kw" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
</body>
</html>
ইউটিউব অটোপ্লে
একজন ব্যবহারকারী যখন আপনার পেজে ভিজিট করবে তখন ভিডিও স্বয়ংক্রিভাবে চালু করার জন্য শুধুমাত্র ইউটিউব URL-এ একটি প্যারামিটার যুক্ত করুন।
Autoplay এট্রিবিউটের ভ্যালু সমুহঃ
উদাহরণ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>ইউটিউব ভিডিও autoplay </title>
</head>
<body>
<iframe width="420" height="345" src="https://www.youtube.com/channel/UCn3_mQyfvv4wviQ9GeiU7kw"></iframe>
</body>
</html>
বি:দ্র: Output দেখার জন্যে একটা নোটপ্যাড open করে উপরের উদাহরনের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser দিয়ে open করুন।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "HTML ইউটিউভ ভিডিও ব্যবহার"
একটি মন্তব্য পোস্ট করুন