ডোমেইন নেম কি
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
Comment
ডোমেইন
★★★ মনে করুন আপনার অফিসে কেউ আসতে চায়, তাহলে তাকে অফিসের ঠিকানা জানতে হবে। ওয়েব সাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম। এই ডোমেইন নেমই আপনার ওয়েব সাইটকে এককভাবে আইডেন্টিফাই করবে। বিশ্বের সবাই ওয়েব সাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে।
নাম নেওয়ার পূর্বে চেকিং করুন
★★★ উপরের ১ নং পয়েন্ট অনুযায়ী কথা বলছি। তাই কি নামের ডোমেইন/সাইটের নাম দিবেন তা ঠিক করে নিন। এবং বাকি সব যে নামের একাউন্ট ওপেন করবেন সেই সব সাইটে গিয়ে চেকিং করে নিন কোন নামটি ফাকা আছে কিংবা ব্লক হয়ে গিয়েছে। আমার পরামর্শ হল: প্রথমত গুগল ব্লগ স্পট সাইট ও ওয়ার্ডপ্রেস সাইটে একই নামের একটি ফ্রি ব্লগ ওপেন করবেন। অতপর বাকি সাইটের নাম গুলো রেজি: করে নিবেন তাহলে কেউ পরবর্তীতে রেজি: করে নিতে পারবে না। অতপর পরিশেষে ফ্রি ব্লগের নামের সাথে একটি পেইড ডোমেইন ক্রয় করলেই হবে।
★★★ জ্ঞাতব্য বিষয়:
ভাল নামের যদি একটি ফ্রি সাইট ওপেন করেন। তাহলে পরবর্তীতে ঐ নামের ডোমেইন নিতে পারবেন। কারন, বর্তমানে যে নামের ডোমেইন গ্রহন করুন না কেন, সাইট রেস্পন্স হিসাবে অবশ্যই ওয়ার্ডপ্রেস ও ব্লগ স্পট সাইটে একই নামের সাব ডোমেইন হতে হবে। যদি দেখেন ডোমেইন হিসাবে কোন নাম খালি আছে বাট ফ্রি সাব ডোমেইন হিসাবে ফ্রি ওয়েব সাইট ওপেন করা হয়েছে। তাহলে ঐ নাম বাদ দিতেই হবে।
★★★ উদাহরন:
মনে করুন ডোমেইন হিসাবে durerbondhu dot comনিবেন কিন্তু durerbondhu ডোমেইন নামটি ফাকা আছে। বাট ওয়ার্ডপ্রেস/ব্লগ স্পট সাইটে উক্ত নামটি ব্যবহার করা হয়েছে তাহলে উক্ত নামটি বাদ দেওয়াই শ্রেয়।
ডোমেইন নেম সিস্টেম (DNS)
★★★ কম্পিউটার বা নেটওয়ার্ক সফটওর্য়ার কিন্তু কোনো ডোমেইন নেমকে সরাসরি বুঝতে পারে না। সে বোঝে নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যড্রেস। তাই প্রত্যেক ডোমেইন নেমের সাথে একটা আইপি অ্যাড্রেস এসাইন করা হয়। ডোমেইন নেম ব্যবহার না করে এ আইপি অ্যড্রেস দিয়েও সরাসরি ওযেব সাইটটিতে যাওয়া যায়। আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কঠিন, সাধারণত ১২ অংকের সংখ্যা হয়। তাই বাস্তবে সবাই ডোমেইন নেম ব্যবহার করে, কিন্তু কম্পিউটারের আইপি অ্যাড্রেস জানা দরকার যেকোন ধরনের কমিউনিকেশনের জন্য।
★★★ সর্বপ্রথম নেটওয়ার্ক ARPANET এর সময় host.txt নামে একটা ফাইলে সব কম্পিউটার এর নাম আর তার আইপি অ্যাড্রেস লিখে রাখা হত। যখন নেটওয়ার্কে কোটি কোটি কম্পিউটার থাকে, তখন এভাবে আইপি অ্যাড্রেস লিখে রাখা সহজ কথা নয়। কারণ প্রতিনিয়ত আইপি অ্যড্রেস সংযুক্ত হয় এবং পরিবর্তিত হয়।এ সমস্যার সমাধানে ধারাবাহিক, ডায়নামিক এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ সম্বলিত একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে, যাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম।
★★★ ডোমেইন নেমকে কতগুলো লেভেলে ভাগ করা হয়ে থাকে।ওয়েব সাইটের বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রায় ১৯টি টপ লেভেল ডোমেইন আছে। এর মধ্যে .edu শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, .com, ব্যবসায়িক ওয়েব সাইটের জন্য, .biz, খবর ও অনান্য ইনফরমেশন সাইটের জন্য, .org, অর্গানাইজেশনের জন্য এবং অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য dot net আবার প্রায় প্রত্যেক দেশের রয়েছে নিজস্ব টপ লেভেল ডোমেইন, যেমনঃ ব্রিটেনের .uk, জাপানের .jp, যুক্তরাষ্ট্রের .us, ভারতের .in বাংলাদেশের .bdইত্যাদি ।
★★★ মনে করুন আপনার অফিসে কেউ আসতে চায়, তাহলে তাকে অফিসের ঠিকানা জানতে হবে। ওয়েব সাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম। এই ডোমেইন নেমই আপনার ওয়েব সাইটকে এককভাবে আইডেন্টিফাই করবে। বিশ্বের সবাই ওয়েব সাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে।
নাম নেওয়ার পূর্বে চেকিং করুন
★★★ উপরের ১ নং পয়েন্ট অনুযায়ী কথা বলছি। তাই কি নামের ডোমেইন/সাইটের নাম দিবেন তা ঠিক করে নিন। এবং বাকি সব যে নামের একাউন্ট ওপেন করবেন সেই সব সাইটে গিয়ে চেকিং করে নিন কোন নামটি ফাকা আছে কিংবা ব্লক হয়ে গিয়েছে। আমার পরামর্শ হল: প্রথমত গুগল ব্লগ স্পট সাইট ও ওয়ার্ডপ্রেস সাইটে একই নামের একটি ফ্রি ব্লগ ওপেন করবেন। অতপর বাকি সাইটের নাম গুলো রেজি: করে নিবেন তাহলে কেউ পরবর্তীতে রেজি: করে নিতে পারবে না। অতপর পরিশেষে ফ্রি ব্লগের নামের সাথে একটি পেইড ডোমেইন ক্রয় করলেই হবে।
★★★ জ্ঞাতব্য বিষয়:
ভাল নামের যদি একটি ফ্রি সাইট ওপেন করেন। তাহলে পরবর্তীতে ঐ নামের ডোমেইন নিতে পারবেন। কারন, বর্তমানে যে নামের ডোমেইন গ্রহন করুন না কেন, সাইট রেস্পন্স হিসাবে অবশ্যই ওয়ার্ডপ্রেস ও ব্লগ স্পট সাইটে একই নামের সাব ডোমেইন হতে হবে। যদি দেখেন ডোমেইন হিসাবে কোন নাম খালি আছে বাট ফ্রি সাব ডোমেইন হিসাবে ফ্রি ওয়েব সাইট ওপেন করা হয়েছে। তাহলে ঐ নাম বাদ দিতেই হবে।
★★★ উদাহরন:
মনে করুন ডোমেইন হিসাবে durerbondhu dot comনিবেন কিন্তু durerbondhu ডোমেইন নামটি ফাকা আছে। বাট ওয়ার্ডপ্রেস/ব্লগ স্পট সাইটে উক্ত নামটি ব্যবহার করা হয়েছে তাহলে উক্ত নামটি বাদ দেওয়াই শ্রেয়।
ডোমেইন নেম সিস্টেম (DNS)
★★★ কম্পিউটার বা নেটওয়ার্ক সফটওর্য়ার কিন্তু কোনো ডোমেইন নেমকে সরাসরি বুঝতে পারে না। সে বোঝে নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যড্রেস। তাই প্রত্যেক ডোমেইন নেমের সাথে একটা আইপি অ্যাড্রেস এসাইন করা হয়। ডোমেইন নেম ব্যবহার না করে এ আইপি অ্যড্রেস দিয়েও সরাসরি ওযেব সাইটটিতে যাওয়া যায়। আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কঠিন, সাধারণত ১২ অংকের সংখ্যা হয়। তাই বাস্তবে সবাই ডোমেইন নেম ব্যবহার করে, কিন্তু কম্পিউটারের আইপি অ্যাড্রেস জানা দরকার যেকোন ধরনের কমিউনিকেশনের জন্য।
★★★ সর্বপ্রথম নেটওয়ার্ক ARPANET এর সময় host.txt নামে একটা ফাইলে সব কম্পিউটার এর নাম আর তার আইপি অ্যাড্রেস লিখে রাখা হত। যখন নেটওয়ার্কে কোটি কোটি কম্পিউটার থাকে, তখন এভাবে আইপি অ্যাড্রেস লিখে রাখা সহজ কথা নয়। কারণ প্রতিনিয়ত আইপি অ্যড্রেস সংযুক্ত হয় এবং পরিবর্তিত হয়।এ সমস্যার সমাধানে ধারাবাহিক, ডায়নামিক এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ সম্বলিত একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে, যাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম।
★★★ ডোমেইন নেমকে কতগুলো লেভেলে ভাগ করা হয়ে থাকে।ওয়েব সাইটের বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রায় ১৯টি টপ লেভেল ডোমেইন আছে। এর মধ্যে .edu শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, .com, ব্যবসায়িক ওয়েব সাইটের জন্য, .biz, খবর ও অনান্য ইনফরমেশন সাইটের জন্য, .org, অর্গানাইজেশনের জন্য এবং অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য dot net আবার প্রায় প্রত্যেক দেশের রয়েছে নিজস্ব টপ লেভেল ডোমেইন, যেমনঃ ব্রিটেনের .uk, জাপানের .jp, যুক্তরাষ্ট্রের .us, ভারতের .in বাংলাদেশের .bdইত্যাদি ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ডোমেইন নেম কি"
একটি মন্তব্য পোস্ট করুন