ইউটিউব চ্যানেল এর র্যাঙ্কিং বাড়িয়ে তুলবেন কিভাবে?
রবিবার, ৭ জুলাই, ২০১৯
Comment
তাঁদের জন্যই আমাদের ইউটিউব টিউটোরিয়াল আয়োজন যা ইউটিউব মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । আজ আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের র্যাঙ্কিং যতটুকু সম্ভব বাড়ানো যায় এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ।
১। কি-ওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে গুগল কি-ওয়ার্ড প্ল্যানার এর ব্যবহার করার নিয়ম ( How To use Google Keyword Planner)
ইউটিউব এসইও ( Youtube SEO) করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সঠিকভাবে কি-ওয়ার্ড এর ব্যবহার করতে জানা।
আপনি যদি আপনার ভিডিওগুলোর মাঝে সঠিক ভাবে কি-ওয়ার্ড ব্যবহার না করতে পারেন তবে ,
আপনার চাহিদা মত কখনই র্যাঙ্কিং এর মাঝে আপনার চ্যানেলটিকে প্রবেশ করাতে পারবেন না । চলুন দেখি কি কি বিষয় আমরা কি-ওয়ার্ড প্রদান এর ক্ষেত্রে লক্ষ্য করবো।
এরকম কি-ওয়ার্ড ব্যবহার করুন যেটা কমপক্ষে মাসে ৫০০ বার সার্চ হয় ।
নুন্যতম ৫০০ সার্চ হয় এমন কি-ওয়ার্ড ব্যবহারের ফলে আপনি শুধুমাত্র ইউটিউবের মাঝে থেকেই অটোমেটিক কি পরিমাণ ভিজিটর আশা করতে পারেন ভেবে দেখুন ।
৫০০ সার্চের বেশ কয়েকটি কি-ওয়ার্ড এর ব্যবহার আপনার চ্যানেলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো ভুমিকা রাখবে যা আপনি বাস্তবিক ভাবেই প্রমাণ পাবেন ।
২. আকর্ষণীয়ভাবে আপনার ভিডিও পরিবেশন করার চেষ্টা করুন (Try to make your video awesome):
সবসময় মনে রাখবেন আপনার ভিডিওটি যারা দেখবে তাঁদের রুচি অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে।
এমন কিছু ভিডিও বানাবেন না যা শুধু মাত্র গুটি কয়েক মানুশের ভালোলাগায় পরিণত হয় ।
সঠিক ভাবে আপনার চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে ভালো তথ্য নির্ভর এবং অবশ্যই সৃজনশীল উপায়ে আপনার ভিডিও তৈরি করুন ।
তথ্য নির্ভর কোন ভিডিও বানিয়ে প্রকাশ করতে চাইলে ভিডিওটির মাঝে সকল ধরনের সঠিক তথ্য দ্বারা ভিডিওটি স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করুন ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ইউটিউব চ্যানেল এর র্যাঙ্কিং বাড়িয়ে তুলবেন কিভাবে?"
একটি মন্তব্য পোস্ট করুন