HTML script/জাভাস্ক্রিপ্ট ব্যবহার
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
Comment
জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরী ইত্যাদি স্ক্রিপ্ট যুক্ত করার জন্য HTML এ <script> </script> ট্যাগ ব্যবহার করা হয়।
এইচটিএমএল স্ক্রিপ্ট ট্যাগ
ট্যাগবর্ণনা
<script>ক্লায়েন্ট সাইড script সেট করে
<noscript>যে ব্রাউজারগুলো ক্লায়েন্ট-সাইড script সাপোর্ট করে না তাদের জন্য বিকল্প কন্টেন্ট নির্ধারণ করে
<script> ট্যাগ
ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট নির্ধারণ করার জন্য <script> ট্যাগ ব্যবহার করা হয়।
<script> এলিমেন্টটিতে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট রাখা যায় অথবা src এট্রিবিউটের মাধ্যমে এক্সটার্নাল ফাইল থেকেও জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করতে পারি।
উদাহরণ প্রোগ্রাম:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল উদাহরণ</title>
</head>
<body>
<p id="test"></p>
<script>
document.getElementById("test").innerHTML = "স্যাট একাডেমী !";
</script>
</body>
</html>
<noscript> ট্যাগ
যদি ব্রাউজারে স্ক্রিপ্ট সাপোর্ট না করে অথবা স্ক্রিপ্ট অকেজো করে রাখা হলে, <noscript> ট্যাগের মধ্যে রাখা কন্টেন্ট প্রদর্শিত হয়ঃ
উদাহরণ প্রোগ্রাম:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল উদাহরণ</title>
</head>
<body>
<p id="test"></p>
<script>
document.getElementById("test").innerHTML = "স্যাট একাডেমী !";
</script>
<p>যে ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সমর্থন করে না সেখানে noscript এর মধ্যে লেখা টেক্সটগুলো দেখাবে।</p>
<noscript>দুঃখিত, আপনার ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সমর্থন করে না!</noscript>
</body>
</html>
বি:দ্র: Output দেখার জন্যে একটা নোটপ্যাড open করে উপরের উদাহরনের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser দিয়ে open করুন।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "HTML script/জাভাস্ক্রিপ্ট ব্যবহার"
একটি মন্তব্য পোস্ট করুন