আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

Sentence" এর কিছু রুলস

Sentence" এর কিছু রুলস


এখন আমরা "Structure of a Sentence" এর কিছু রুলস নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক -- আমরা জানি যে, যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে।
Example : We know that he is honest
Complex sentence এর subordinate clauseটি সাধারণত though, although, till, until, before, after, unless, since, as, if, because, who, which, what, where, when, how, whom, that ইত্যাদি দ্বারা শুরু হয়।

Simple to complex
Rule 1 : Present participle যুক্ত simple sentence কে complex sentence এরূপান্তরিত করতে হলে দ্বিতীয় অংশ অনুযায়ী প্রথম অংশের Tense পরিবর্তন করতেহবে। দুই বাক্যের মাঝে comma (,) বসবে। প্রথম sentence এর প্রথমে since/as/when বসে। কারণ বুঝালে since/as বসে এবং সময় বুঝালে when বসে।
Example : Simple : Closing the door, I went back to work.
Complex : When I closed the door, I went back to work.
Rule 2 : Being যুক্ত simple sentence কে complex sentence এ রূপান্তরিতকরতে হলে Being এর বাকি sentenceটি যে Tense এ থাকে, Being এর অংশকে সেইএকই tense এ গঠন করতে হয়। Being যুক্ত sentence এ subject না থাকলে একই subject দুটি sentence এ বসে। প্রথম sentence এর প্রথমে since/ as/when বসে।কারণ বুঝালে as/since বসে এবং সময় বুঝালে when বসে।
Example : Simple : Being poor, the man could not buy his food.
Complex : As the man was poor, he could not buy his food.
Rule 3 : ‘Too+adjective+to +verbযোগে গঠিত simple sentence কে
complex sentence এ রূপান্তরিত করার নিয়ম: too এর জায়গায় so +adjectiveএবং to এরস্থলে that+thatএর পরে পুনরায় পূর্ববর্তী subject +tenseঅনুযায়ী cannot/could not+ বাকি অংশ বসবে।
Example : Simple : The man is too weak to walk.
Complex : The man is so weak that he cannot walk.
Rule 4 : Subject+verb+to/in order to +verbএরূপ structure অনুযায়ী গঠিত simple sentence কে complex sentence এ রূপান্তরের নিয়ম:
প্রদত্ত sentence এর প্রথম থেকে to/ inorder to এর পূর্ব পর্যন্ত বসবে +to/ inorder to এর স্থলে so that বসে+প্রথম subject আবার বসে+tense অনুযায়ী may/can/might/could+বাকি অংশ বসে। Example : Simple : We eat in order to live. Complex : We eat so that we may live.

Rule 5 : Vt [Vt = Verb transitive] + Object + Present participle যোগেগঠিত Simple sentence কে Complex sentence এ পরিবর্তন করার নিয়ম: [Vt=Verb transitive] Present participle এর পূর্ববর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে+verb এর object এর পর relative pronoun হিসাবে that, which ইত্যাদি বসে+finite verb এর tense অনুযায়ী relative pronoun এর পরে to be verb বসে+present participle থেকে পরবর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে।
Example : Simple : I saw a bird flying in the sky.
Complex : I saw a bird which was flying in the sky.
N.B. তবে pronominal object (me, us, you, him, them, her) থাকলে নিয়মটি হবে
Subject+verb+that/when+ objectটির Subjective form+ tense অনুযায়ী be verb+present participle সহ বাকি অংশ।
Example : Simple : I saw him going to school.
Complex : I saw that he was going to school.

Rule 6 : In spite of যুক্ত simple sentence- কে complex-এ পরিণত করতে হলে In spite of-এর পরিবর্তে though বা although বসে + sub বসে +being- এরপরিবর্তে to be verb এবং having-এর স্থলে to have verb বসে + adjective/ noun বসে+ comma বসে + অপর sentenceটি বসে।
Example: Simple : In spite of his being healthy, he is lazy.
complex : Though he is healthy, he is lazy.

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "Sentence" এর কিছু রুলস"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel