আজ ১৩ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
Comment
আজ ১৩ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে |
১৩ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭২তম (অধিবর্ষে ৭৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
৪৫ - এই দিন থেকে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
৬২৪- বদর যুদ্ধ সংঘটিত হয়।
১৭৫৮ - হেলির ধূমকেতু গ্রহকক্ষস্থ সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।
১৭৮১ - স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।
১৭৯৯ - মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহ শুরু গোবর্ধন দিকপতির নেতৃত্বে।
১৮৭৮ - বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।
১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।
১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯৩০ - সৌরমন্ডলের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।
১৯৫৪ - ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু হয়।
১৯৭১ - শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড।
১৯৮৭ - ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠা।
জন্ম
১৭৩৩ - ইংরেজ রসায়নবিদ জোসেফ প্রিস্টলি।
১৮৬১ - সাহিত্যিক ও সম্পাদক জলধর সেন।
১৮৯৪ - খ্যাতনামা বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু’র (সত্যেন বোস)।
১৯০০ - গ্রিসের নোবেলজয়ী (১৯৬৩) কবি গেওর্গে সেফেরিস।
১৯১৪ - খ্যাতনামা বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ।
১৯৩০ - বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও জনপ্রিয় বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন।
মৃত্যু
১৭৩৯ - সুবাদার সুজাউদ্দিন খান।
১৭৪৮ - সুইজারল্যান্ডের খ্যাতনামা গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।
১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার।
১৮৯৪ - জার্মান পদার্থবিজ্ঞানী হার্টজ।
১৯০১ - বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি।
১৯০৬ - মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনি।
১৯৬৭ - ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও জামাইকান সিনেটর।
১৯৬৮ - ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়, পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
১৯৭৬ - পল্লীকবি জসীম উদ্দীন।
১৯৮৫ - কবি দিনেশ দাশ।
১৯৯৬ - ক্রিস্তফ কিয়েশ্লফ্স্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৩ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন