আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ১৫ জানুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৫ জানুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৫ জানুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ১৫ জানুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৫ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫তম দিন। বছর শেষ হতে আরো ৩৫০ (অধিবর্ষে ৩৫১) দিন বাকি রয়েছে।


ঘটনাবলি:
১২৫৬ - হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।
১৭৫৯ - লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়।
১৭৮৪ - স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৩৯ - সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
১৮৭৩ - বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৭৮ - লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রী লাভের সুযোগ পান।
১৯১২ - ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
১৯২২ - নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
১৯৩৪ - বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার নরনারীর মৃত্যু হয়।
১৯৬০ - নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।
১৯৭২ - বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা কর হয়।
১৯৭৮ - ইরানী জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।
১৯৭৮ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
১৯৮৬ - চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৯৭ - ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তিস্বাক্ষরিত হয়।
২০০১ - ওয়েব-ভিত্তিক, বহু-ভাষীক, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

জন্ম:
৩৭ - রোমের রাজা নিরো জন্মগ্রহণ করেন।
১৬২২ - ফরাসি নাট্যকার মলিয়রের জন্মগ্রহণ করেন।
১৮৩২ - আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল জন্মগ্রহণ করেন।
১৯০৫ - সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের জন্মগ্রহণ করেন।
১৯১৮ - আরব ঐক্যের প্রতীক, মিশর প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের জন্মগ্রহণ করেন।
১৯০৯ - বিশিষ্ট কবি ও শিৰাবিদ কাজী কাদের নেওয়াজের জন্মগ্রহণ করেন।
১৯২৯ - নোবেল বিজয়ী কৃষাঙ্গ নেতা মার্টিন লুথার কিং-এর জন্মগ্রহণ করেন।
১৯৬৮ - আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবি ও পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান জন্মগ্রহন করেন।
১৯৭৩ - ভিয়েতনাম যুদ্ধ: প্রেসিডেন্ড রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।
১৯৯১ - যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সৈন্য প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেধেঁ দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।

মৃত্যু:
৬৫৭ - বিশিষ্ট সাহাবী হযরত হুযাইফা (রা.) ইন্তেকাল করেন।
১৯৮৮ - নোবেলজয়ী [১৯৭৪] আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজের মৃত্যু।
২০১২ - ইতালীয় প্রখ্যাত সাংবাদিক কার্লো ফ্রুটোরো এর মৃত্যু হয়।
২০১৬ - আমেরিকান কবি ও শিক্ষাবিদ ফ্রান্সিসকো এক্স এলার্কন এর মৃত্যু হয়।
২০১৬ - অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ কেন জুজ এর মৃত্যু হয়।

দিবস:
বৃক্ষ দিবস (মিশর), সশস্ত্র বাহিনী দিবস (নাইজেরিয়া), সেনা দিবস (ভারত), বর্ণমাল দিবস(কোরিয়া), সমুদ্র দিবস (ইন্দোনেশিয়া), শিক্ষক দিবস (ভেনিজুয়েলা)।



বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৫ জানুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel