আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ১৭ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৭ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ১৭ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ১৭ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৭ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৮তম দিন। বছর শেষ হতে আরো ৩১৭ (অধিবর্ষে ৩১৮) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
৩৬৪ - রোমান সম্রাট জোভিয়ানের মৃত্যু।
১৬০০ - দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
১৮৫৪ - যুক্তরাজ্য কর্তৃক অরেঞ্জ ফ্রি স্টেটের স্বীকৃতি প্রদান।
১৮৬৫ - আমেরিকান গৃহযুদ্ধ: অগ্রসরমান ইউনিয়ন বাহিনীর কাছ থেকে কনফেডারেটদের পলায়নের ফলে কলম্বিয়া আগুনে পুড়ে যায়।
১৮৭১ - ফরাসি-প্রুসিয়ান যুদ্ধে প্যারিস অবরোধ সমাপ্ত হওয়ার পর বিজয়ী প্রুসিয়ান বাহিনী প্যারিসে প্যারেড করে।
১৯১৯ - বলশেভিকদের সাথে লড়াইয়ে সহায়তার জন্য ইউক্রেনীয় প্রজাতন্ত্র কর্তৃক ত্রিপক্ষীয় মৈত্রী এবং যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হয়।
১৯৩৩ - নিউজউইক ম্যাগাজিন প্রথম প্রকাশিত।
১৯৪৯ - চেইম ওয়েজমেন ইসরায়েলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন শুরু করেন।
১৯৭৯ - চীন-ভিয়েতনাম যুদ্ধ শুরু।
২০০৮ - কসোভো স্বাধীনতা ঘোষণা করে।

জন্ম
১২০১ - নাসিরউদ্দিন আল-তুসি, পার্সিয়ান জ্যোতির্বিজ্ঞানী, জীববিজ্ঞানী ও ধর্মতাত্ত্বিক (মৃত্যু ১২৭৪)
১৬৫৩ - আর্কে‌ঞ্জেলো কোরেল্লি, ইতালীয় ভায়োলিনবাদক ও সুরকার (মৃত্যু ১৭১৩)
১৭৫৪ - নিকোলাস বডিন, ফরাসি কার্টো‌গ্রাফার ও অভিযাত্রী (মৃত্যু ১৮০৩)
১৮৪৮ - আলবার্ট গুস্তাফ ডালমান, সুইডিশ জল্লাদ (মৃত্যু ১৯২০)
১৮৮৮ - অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
১৮৯০ - রোনাল্ড ফিশার, বিখ্যাত পরিসংখ্যানবিদ।
১৮৯৯ - জীবনানন্দ দাশ, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি।
১৯১৭ - আবদেল রহমান বাদাউয়ি, মিশরীয় দার্শনিক ও কবি (মৃত্যু ২০০২)।
১৯৩৬- মাসুদ করিম, বাংলাদেশী একজন বিখ্যাত গীতিকার।
১৯৫১ - রশিদ মিনহাজ, পাকিস্তানি সৈনিক ও পাইলট (মৃত্যু ১৯৭১)
১৯৬৩ - মাইকেল জর্ডান, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা
১৯৮৭ - অসীম ত্রিবেদী, ভারতীয় কার্টুনিস্ট।

মৃত্যু
৩৬৪ - রোমান সম্রাট জোভিয়ান (জন্ম ৩৩১)
১৩৩৯ - অস্ট্রিয়ার ডিউক অটো (জন্ম ১৩০১)
১৩৭১ - বুলগেরিয়ার সম্রাট ইভান আলেক্সান্ডার
১৬০০ - জর্দানো ব্রুনো, ইতালীয় গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক (জন্ম ১৫৪৮)
১৬৫৯ - আবেল সের্ভি‌য়ান, ফরাসি রাজনীতিবিদ, অর্থমন্ত্রী (জন্ম ১৫৯৩)
১৭৬৮ - আরথার অনস্লো, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ, হাউস অফ কমন্সের স্পিকার (জন্ম ১৬৯১)
১৮৫৬ - হেনরিক হাইন, জার্মান সাংবাদিক ও কবি (জন্ম ১৭৯৭)
১৯১২ - এডগার ইভান্স, ওয়েলশ নাবিক ও অভিযাত্রী (জন্ম ১৮৭৬)
১৯৮৮ - কারপুরি ঠাকুর, ভারতীয় রাজনীতিবিদ, বিহারের ১১তম মুখ্যমন্ত্রী (জন্ম ১৯২৪)।
২০০৮ - নায়ক মান্না, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা (জন্ম ১৯৬৪)।
২০১৬ - মুহাম্মাদ হাসনাইন হাইকল, মিশরীয় সাংবাদিক (জন্ম ১৯২৩)

বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৭ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel