আজ ১৭ মে: ইতিহাসের আজকের এই দিনে
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
Comment
আজ ১৭ মে: ইতিহাসের আজকের এই দিনে |
১৭ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৭তম (অধিবর্ষে ১৩৮তম) দিন। বছর শেষ হতে আরো ২২৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
১৫৪০ - শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।
১৭৭৫ - ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।
১৮৮১ - নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।
১৯২০ - বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে।
১৯৮১ - শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
১৯৯৯ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।
জন্ম:
১৮৭৩ - ফরাসি লেখক ও চিন্তাবিদ অঁরি বারব্যুস।
১৮৮৩ - অগ্রগণ্য পারসিক ও স্বাধীনতা সংগ্রামী খুরশেদ ফ্রানজি নরিন।
১৮৯৭ - নোবেল বিজয়ী (১৯৬৯) নরওয়েজীয় ভৌতরসায়নবিদ ওড হাজেল।
১৮৯৭ - বিশিষ্ট গায়িকা সাহানা দেবী।
১৯০০ - আয়াতুল্লা রুহেল্লা খোমিনী, ইরানের ধর্মগুরু।
মৃত্যু:
১৭২৭ - রাশিয়ার সম্রাজ্ঞী প্রথম ক্যাথারিন।
১৯১৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার।
১৯৫৪ - নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী (রশীদ আহমদ চৌধুরী)
১৯৬৫ - বিশিষ্ট বিপ্লববাদী উল্লাসকর দত্ত।
দিবস
নৌ বাহিনী দিবস। (আর্জেন্টিনা)
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। (আন্তর্জাতিক)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ১৭ মে: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন