আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২০ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২০ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২০ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ২০ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২০ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫১তম দিন। বছর শেষ হতে আরো ৩১৪ (অধিবর্ষে ৩১৫) দিন বাকি রয়েছে।

ঘটনাবলিঃ
১৪৩৭ - স্কটিশ নগরী ব্যর্থ হয়।
১২৫৮ - মোঙ্গল সেনাপতি হালাকু খাঁর হাতে বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ পরিবার ও অমাত্যবর্গসহ নিহত হন।
১৫০৩ - পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কান্নানো বন্দর থেকে আফ্রিকায় মোজাম্বিকের উদ্দেশে যাত্রা করেন।
১৮০৯ - সায়াগোসার যুদ্ধে ফরাসিদের কাছে স্পেনীয়রা পরাজিত হয়।
১৮১১ - অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
১৮৩৫ - কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম ক্লাস শুরু হয়।
১৮৬৮ - বাংলা সাপ্তাহিক হিসেবে অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯০৬ - উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু হয়।
১৯৬২ - প্রথম মার্কিন নভোচারী জন এইচ গ্লেন জুনিয়র এর কক্ষ পথে অবতরণ করেন।
১৯৬৭ - ইন্দোনেশিয়ায় জে. সুহার্তোর কাছে প্রেসিডেন্ট সুকর্নের সকল নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয়।
১৯৭২ - বাংলাদেশকে মরিশাস স্বীকৃতি দান করে।
১৯৭৫ - এক প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে বলা হয়, আওয়ামী লীগের সকল সংসদ সদস্য বাকশালের সদস্য হিসেবে বিবেচিত হবে।
১৯৭৭ - বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে।
১৯৮৪ - রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সিলেটে দাফন সম্পন্ন করা হয়।
১৯৯১ - যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হতে স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যদের ভোটে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীয় হয়।
১৯৯৯ - ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বাস সার্ভিসে করে পাকিস্তান সফর করেন।

জন্মঃ
১৭৫৯ - জার্মান চিকিত্সক যোহান খৃস্টান রেইল জন্মগ্রহণ করেন।
১৭৯৪ - আইরিশ লেখক উইলিয়াম কারলেতন জন্মগ্রহণ করেন।
১৮৮৮ - ফরাসি ঔপন্যাসিক ঝর্ঝ বের্নানোস জন্মগ্রহণ করেন।
১৯৩৭ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ রবার্ট হুবার জন্মগ্রহণ করেন।
১৯৫১ - যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন জন্মগ্রহণ করেন।
১৯৭৮ - জার্মান অভিনেত্রী জুলিয়া জেন্টশ জন্মগ্রহণ করেন।
১৯৮৬ - ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় দিয়েগো রেইস জন্মগ্রহণ করেন।
১৯৮৯ - আমেরিকান অভিনেতা জ্যাক ফালাহে জন্মগ্রহণ করেন ।

মৃত্যুঃ
১৪৩৭ - স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস নিহত হন।
১৭০৭ - সম্রাট আওরঙ্গজেব ইন্তেকাল করেন।
১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ হেনরি মিশান, মৃত্যুবরণ করেন।
১৯১৬ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ক্লাস পন্টুস আরনল্ডসন মৃত্যুবরণ করেন।
১৯২৮ - বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদ মৃত্যুবরণ করেন।
১৯৪৯ - স্বাধীনতা সংগ্রামী ও সাহিত্যিক কিরণশঙ্কর রায় মৃত্যুবরণ করেন।
১৯৫০ - ভারতের স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসু পরলোকগমন করেন।
১৯৬৮ - ইংরেজ পরিচালক এন্থনি আসকুইথ, মৃত্যুবরণ করেন।
১৯৭২ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক মারিয়া গ্যোপের্ট-মায়ার মৃত্যুবরণ করেন।
১৯৭৬ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক রেনে কাসাঁ মৃত্যুবরণ করেন।
১৯৮৬ - সাহিত্যিক ও চিকিৎসক ডা. নীহারঞ্জন গুপ্তের মৃত্যু।
১৯৯২ - আমেরিকান অভিনেতা ডিক ইয়র্ক মৃত্যুবরণ করেন ।
২০০৩ - ফরাসি লেখক মরিস ব্লানচোত মৃত্যুবরণ করেন ।
২০০৫ - ইংরেজ গণিতবিদ টমাস ওয়িল্লমরে মৃত্যুবরণ করেন ।

আজ বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২০ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel