আজ ২৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
Comment
আজ ২৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে |
২৩ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৪তম দিন। বছর শেষ হতে আরো ৩১১ (অধিবর্ষে ৩১২) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
৫৩২ - বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলে নতুন অর্থোডক্স খ্রিষ্টান ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন।
১৭৭৮ - আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: কন্টিনেন্টাল আর্মিকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য ব্যারন ভন স্টুবেন পেনসিলভানিয়ার ভেলি ফোর্জে পৌছান।
১৮৫৪ - অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
১৮৮৭ - ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২,০০০ জন নিহত হয়।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি সাবমেরিন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার নিকট উপকূলে গোলাবর্ষণ করে।
১৯৪৪ - সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চেচেন ও ইংগুশদেরকে উত্তর ককেসাস থেকে মধ্য এশিয়ায় জোরপূর্বক স্থানান্তর শুরু হয়।
১৯৪৭ - দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (ISO) প্রতিষ্ঠিত হয়।
১৯৪৮ - ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তাঁর দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তাঁর বিরোধিতা করেন।
১৯৬৬ - সিরিয়ায় বাথ পার্টির সদস্য সালাহ জাদিদ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। এর ফলে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন পূর্বের বাথপন্থি সরকার অপসারিত হয়।
১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: স্থল সেনারা সৌদি আরবের সীমানা অতিক্রম করে ইরাকে প্রবেশ করে ফলে যুদ্ধের স্থল পর্যায় শুরু হয়।
১৯৯৯ - কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওজালান আঙ্কারায় রাষ্ট্রোদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হন।
জন্ম
১৪১৭ - পোপ দ্বিতীয় পল (মৃ. ১৪৭১)
১৪৪৩ - ম্যাথিয়াস কোরভিনাস, হাঙ্গেরীয় রাজা। (মৃ. ১৪৯০)
১৭২৩ - রিচার্ড প্রাইস, ওয়েলশ-ইংরেজ মন্ত্রী ও দার্শনিক। (মৃ. ১৭৯১)
১৮৪০ - কালীপ্রসন্ন সিংহ
ঊনবিংশ শতকের একজন সাহিত্যকার, মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদক।
১৮৪০ - কার্ল মেনগের, অস্ট্রীয় অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। (মৃ. ১৯২১)
১৮৫০ - সিজার রিটজ, সুইস ব্যবসায়ী। (মৃ. ১৯১৮)
১৮৮৯ - ভিক্টর ফ্লেমিং, মার্কিন পরিচালক। (মৃ. ১৯৪৯)
১৮৯৯ - এরিক কাস্টনার, জার্মান লেখক ও কবি। (মৃ. ১৯৭৪)
১৯৪০ - পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা।
১৯৪৭ - হাকিম হাবিবুর রহমান, বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।
১৯৫৯ - ক্লেটন এন্ডারসন, মার্কিন প্রকৌশলী ও জ্যোতির্বিজ্ঞানী।
১৯৬০ - অ্যালেন গ্রিফিন, অস্ট্রেলীয় রাজনীতিবিদ।
১৯৮৩ - এমিলি ব্লান্ট, মার্কিন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৯৪ - ডাকোটা ফ্যানিং, মার্কিন অভিনেত্রী।
মৃত্যু
৭১৫ - প্রথম আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা (জন্ম ৬৬৮)
১৪৪৭ - পোপ চতুর্থ ইউজেন (জন্ম ১৩৮৩)
১৮৪৮ - জন কুইন্সি এডাম্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি।
১৮৫৫ - কার্ল ফ্রিড্রিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী।
১৯৪৫ - আলেক্সেই নিকলাইয়েভিচ তল্স্তোয়, সোভিয়েত রুশ লেখক।
১৯৬৯ - মধুবালা, ভারতীয় অভিনেত্রী (জন্ম ১৯৩৩)
১৯৯৬ - পল সাগপাক, এস্তোনীয় ভাষাবিদ (জন্ম ১৯১০)
১৯৯৮ - রমন লাম্বা, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।
২০০১ - রবার্ট এনরিকো, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যলেখক (জন্ম ১৯৩১)
২০১৫ - রানা ভগবানদাস, পাকিস্তানি আইনজীবী ও বিচারক, পাকিস্তানের প্রধান বিচারপতি (জন্ম ১৯৪২)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন