আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২৪ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৪ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৪ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
আজ ২৪ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২৪ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৮তম (অধিবর্ষে ৩৫৯তম) দিন। বছর শেষ হতে আরো সাত দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
  • ১২৫৮ সালের এই দিনে হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা করা হয় সেই সাথে আব্বাসীয় রাজত্বের অবসান ঘটে।
  • ১৮০১ সালের এই দিনে ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।
  • ১৮৯৪ সালের এই দিনে কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন অনুষ্ঠিত হয়।
  • ১৯০০ সালের এই দিনে লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
  • ১৯৫১ সালের এই দিনে ইতালির অধীন থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। রাজা প্রথম ইডিস সিংহাসনে সমাসীন হন।
  • ১৯৫৩ সালের এই দিনে দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৭৩ সালের এই দিনে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ করেন।
  • ১৯৮৬ সালের এই দিনে সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।
  • ০০০৩ খ্রিস্টপূর্বের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গালবা, তিনি ছিলেন রোমান সম্রাট।
  • ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস প্রেসকট জুল, তিনি ছিলেন ইংরেজ পদার্থবিদ।
  • ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথু আর্নল্ড, তিনি ছিলেন ইংরেজ কবি ও সমালোচক।
  • ১৮৮১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৫৬] স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাস জন্ম গ্রহণ করেছিলেন।
  • ১৮৮২ সালের এই দিনে বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন জন্ম গ্রহণ করেছিলেন।
  • ১৮৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল কার্টিজ, তিনি ছিলেন পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অধ্যাপক।
  • ১৮৯১ সালের এই দিনে পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ জন্ম গ্রহণ করেছিলেন।
  • ১৯০১ সালের এই দিনে বিখ্যাত সোভিয়েত লেখক ফাডেয়েফ জন্ম গ্রহণ করেছিলেন।
  • ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ রফি, তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতশিল্পী।
  • ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ সুলতান, তিনি ছিলেন ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সংগঠক।
  • ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন কাউড্রে, তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক।
  • ১৯৫৬ সালের এই দিনে ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর জন্মগ্রহন করেন
  • ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম হাস্লেট্‌, তিনি আমেরিকান লেখক।
  • ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিকি মার্টিন, তিনি পুয়ের্তো রিকান গায়ক।
  • ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলাউদ্দিন আলী, তিনি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত পরিচালক।
  • ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিমা বিলান, তিনি রাশিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা।
  • ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলিসসা সুফফিল্ডে, তিনি ইংরেজ অভিনেত্রী।
  • ০৬৫৭ সালের এই দিনে সাহাবী হযরত হুজাইফা (রা.) ইন্তেকাল করেন।
  • ১৫২৪ সালের এই দিনে পর্তুগীজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা মৃত্যুবরণ করেন।
  • ১৮৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম মাকেপেয়াকে থাকেরায়, ইংরেজ লেখক ও কবি।
  • ১৮৬৫ সালের এই দিনে ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লক মৃত্যুবরণ করেন।
  • ১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রুনো টাউট, তিনি ছিলেন জার্মান স্থপতি ও নগর পরিকল্পক।
  • ১৯৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিস ডারলান, তিনি ছিলেন ফরাসি অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও ১২২ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অজয় ভট্টাচার্য, তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি গীতিকার।
  • ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুইস আরাগন, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি।
  • ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেরহাত আব্বাস, তিনি ছিলেন আলজেরীয় রাজনৈতিক নেতা ও প্রথম রাষ্ট্রপতি।
  • ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস কমাক্‌‌, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৯৯ সালের এই দিনে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কৌভে ডেমুরভিল্লে প্যারিসে মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
  • ১৯৯৯ সালের এই দিনে ব্রাজিলের চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু মৃত্যুবরণ করেন।
  • ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারল্ড পিন্টের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অভিনেতা, পরিচালক ও নাট্যকার।
  • ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক কলুগ্মান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৪ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel